ইনজুরিতে হেইডেন!
অনলাইন ডেস্ক | ৮ অক্টোবর, ২০১৮ ১৬:০৩
ইন্সটাগ্রামে দেয়া ম্যাথু হেইডেনের ছবি
ইনজুরিতে পড়েছেন। যে ছবি শেয়ার করেছেন ইন্টারনেটে তাতে টেকো মাথায় ক্ষত এবং রক্ত। ম্যাথু হেইডেন এমন ইনজুরিতে পড়লেন কিভাবে! ৪৬ বছর বয়সী অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার ক্রিকেট ছেড়েছেন তো সেই কবে!
সার্ফিং! নেশা! দুরন্ত নেশা সমুদ্রের ভয়ানক ঢেউয়ের ছোবল তোলা মাথায় চড়ে তার টুঁটি চেপে ধরার। এই বিজয়ের আনন্দের তুলনা হয়তো হেইডেন ক্রিকেট মাঠে শোয়েব আখতারের শত মাইল গতির বল সামলানো সময়ের সাথেও করতে চাইবেন না!
অস্ট্রেলিয়ান এই গ্রেট ক্রিকেটার দুর্ঘটনায় আঘাত পেয়েছেন মেরুদণ্ডে। ক্ষতিগ্রস্থ হয়েছে লিগামেন্টও। হেইডেনের স্বীকারোক্তি 'বুলেটের আঘাত' লেগেছে। ছেলের সাথে এই সার্ফিং এর সময় ঘটা দুর্ঘটনায় ঘাড়ে ও মুখমণ্ডলেও ব্যথা পেয়েছেন খুব। গলা ঢাকা তার বেল্টে।
কুইন্সল্যান্ডের এই ঘটনার কথা শনিবার ইন্সটাগ্রামে শেয়ার করেছেন হেইডেন। আর রবিবার একটু বিস্তারিত জানিয়েছেন। পরিবারের সাথে ব্রিসবেনের দক্ষিণ পূর্বের স্ট্রেডব্রোক আইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। একাধিক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সাবেক ক্রিকেটার। ছবিতে তাকে বাজে অবস্থায় দেখা গেলেও চোখেমুখে ও কথার মাঝে দারুণ স্পিরিট।
‘ওকে। কথা দিচ্ছি এটাই আমার শেষ মনোযোগ আকর্ষণ করা পোস্ট। শুধু এইটুকু বলতে চাই যে স্ট্রেডির যারা খুব সহায়তা করেছেন তাদের ধন্যবাদ।’ হেইডেন এর সাথে জুড়ে দিয়েছেন ফ্র্যাকচার, লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হওয়ার কথা। সাথে এও বলেছেন ‘সত্যি, গুলি খেলাম’।
বিশ্ব ইতিহাসের অন্যতম সেরা ওপেনার হেইডেন ১০৩ টেস্ট এবং ১৬১টি ওয়ানডে খেলেছেন প্রায় ১৫ বছরের ক্যারিয়ারে। ক্যারিয়ার শেষ করেছিলেন অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে। নামের পাশে ৩০ সেঞ্চুরি আর ৫০ এর বেশি গড়ই তার প্রমাণ।
সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া, ইনস্টাগ্রাম।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৮ অক্টোবর, ২০১৮ ১৬:০৩

ইনজুরিতে পড়েছেন। যে ছবি শেয়ার করেছেন ইন্টারনেটে তাতে টেকো মাথায় ক্ষত এবং রক্ত। ম্যাথু হেইডেন এমন ইনজুরিতে পড়লেন কিভাবে! ৪৬ বছর বয়সী অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার ক্রিকেট ছেড়েছেন তো সেই কবে!
সার্ফিং! নেশা! দুরন্ত নেশা সমুদ্রের ভয়ানক ঢেউয়ের ছোবল তোলা মাথায় চড়ে তার টুঁটি চেপে ধরার। এই বিজয়ের আনন্দের তুলনা হয়তো হেইডেন ক্রিকেট মাঠে শোয়েব আখতারের শত মাইল গতির বল সামলানো সময়ের সাথেও করতে চাইবেন না!
অস্ট্রেলিয়ান এই গ্রেট ক্রিকেটার দুর্ঘটনায় আঘাত পেয়েছেন মেরুদণ্ডে। ক্ষতিগ্রস্থ হয়েছে লিগামেন্টও। হেইডেনের স্বীকারোক্তি 'বুলেটের আঘাত' লেগেছে। ছেলের সাথে এই সার্ফিং এর সময় ঘটা দুর্ঘটনায় ঘাড়ে ও মুখমণ্ডলেও ব্যথা পেয়েছেন খুব। গলা ঢাকা তার বেল্টে।
কুইন্সল্যান্ডের এই ঘটনার কথা শনিবার ইন্সটাগ্রামে শেয়ার করেছেন হেইডেন। আর রবিবার একটু বিস্তারিত জানিয়েছেন। পরিবারের সাথে ব্রিসবেনের দক্ষিণ পূর্বের স্ট্রেডব্রোক আইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। একাধিক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সাবেক ক্রিকেটার। ছবিতে তাকে বাজে অবস্থায় দেখা গেলেও চোখেমুখে ও কথার মাঝে দারুণ স্পিরিট।
‘ওকে। কথা দিচ্ছি এটাই আমার শেষ মনোযোগ আকর্ষণ করা পোস্ট। শুধু এইটুকু বলতে চাই যে স্ট্রেডির যারা খুব সহায়তা করেছেন তাদের ধন্যবাদ।’ হেইডেন এর সাথে জুড়ে দিয়েছেন ফ্র্যাকচার, লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হওয়ার কথা। সাথে এও বলেছেন ‘সত্যি, গুলি খেলাম’।
বিশ্ব ইতিহাসের অন্যতম সেরা ওপেনার হেইডেন ১০৩ টেস্ট এবং ১৬১টি ওয়ানডে খেলেছেন প্রায় ১৫ বছরের ক্যারিয়ারে। ক্যারিয়ার শেষ করেছিলেন অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে। নামের পাশে ৩০ সেঞ্চুরি আর ৫০ এর বেশি গড়ই তার প্রমাণ।
সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া, ইনস্টাগ্রাম।