জিম্বাবুয়ের কাছে এমন আত্মসমর্পণ!
ক্রীড়া প্রতিবেদক | ৬ নভেম্বর, ২০১৮ ১৫:৫৩
সিলেট স্টেডিয়ামের অভিষেক টেস্টে ব্যাটিংয়ে দৈন্যদশার চরম প্রতিদান দিতে হলো বাংলাদেশকে। চতুর্থ দিনেই ১৫১ রানের লজ্জাজনক এক হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের।
দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৩২১ রানের জবাবে ১৬৯ রানে গুড়িয়ে যায় বাংলাদেশ।
বিনা উইকেটে ২৬ রান নিয়ে ব্যাট করতে নামা মাহমুদউল্লাহ বাহিনী মঙ্গলবার ধুঁকতে থাকে সিকান্দার রাজা, ব্র্যান্ডন মাভুতা ও ওয়েলিংটন মাসাকাদজার স্পিন বোলিংয়ে। আগের দিনের রানের সঙ্গে দলীয় স্কোরবোর্ডে আর ১৪৩ রান জমা পড়তেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও স্বাগতিক দলের কেউই অর্ধশতক করতে পারেননি। গড়ে তুলতে পারেননি বড় কোনো জুটি। ছয়-চারে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন ওপেনার ইমরুল কায়েস। অন্যদের মধ্যে লিটন দাস ২৬, মাহমুদউল্লাহ ১৬, নাজমুল হোসেন শান্ত ১৩, মুশফিকুর রহিম ১৩, আরিফুল ৩৮ রান করেন।
অভিষেক টেস্টেই দ্যুতি ছড়ান জিম্বাবুয়ের মাভুতা ও ওয়েলিংটন মাসাকাদজা। ২১ রানে ৪ উইকেট নেন মাভুতা, ৩৩ রানে ২ উইকেট নেন ওয়েলিংটন। ৪১ রানে ৩ উইকেট নেন রাজা; অপর উইকেটটি কাইল জার্ভিসের।
দেশের বাইরে ১৭ বছর পর টেস্ট জিতল জিম্বাবুয়ে। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রইল তারা।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১১ নভেম্বর ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৮২
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৩
জিম্বাবুয়ে ২য় ইনিংস: ১৮১
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৩২১) ৬৩.১ ওভারে ১৬৯ (লিটন ২৩, ইমরুল ৪৩, মুমিনুল ৯, মাহমুদউল্লাহ ১৬, শান্ত ১৩, মুশফিক ১৩, আরিফুল ৩৮, মিরাজ ৭, তাইজুল ০, অপু ০, আবু জায়েদ ০*; জার্ভিস ১৪-৫-২৯-১, চাটারা ৯-২-২৫-০, রাজা ১৭-১-৪১-৩, উইলিয়ামস ৮-২-১৩-০, মাভুতা ১০-২-২১-৪, ওয়েলিংটন ৫.১-০-৩৩-২)
ফল: জিম্বাবুয়ে ১৫১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সিন উইলিয়ামস
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ক্রীড়া প্রতিবেদক | ৬ নভেম্বর, ২০১৮ ১৫:৫৩

সিলেট স্টেডিয়ামের অভিষেক টেস্টে ব্যাটিংয়ে দৈন্যদশার চরম প্রতিদান দিতে হলো বাংলাদেশকে। চতুর্থ দিনেই ১৫১ রানের লজ্জাজনক এক হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের।
দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৩২১ রানের জবাবে ১৬৯ রানে গুড়িয়ে যায় বাংলাদেশ।
বিনা উইকেটে ২৬ রান নিয়ে ব্যাট করতে নামা মাহমুদউল্লাহ বাহিনী মঙ্গলবার ধুঁকতে থাকে সিকান্দার রাজা, ব্র্যান্ডন মাভুতা ও ওয়েলিংটন মাসাকাদজার স্পিন বোলিংয়ে। আগের দিনের রানের সঙ্গে দলীয় স্কোরবোর্ডে আর ১৪৩ রান জমা পড়তেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও স্বাগতিক দলের কেউই অর্ধশতক করতে পারেননি। গড়ে তুলতে পারেননি বড় কোনো জুটি। ছয়-চারে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন ওপেনার ইমরুল কায়েস। অন্যদের মধ্যে লিটন দাস ২৬, মাহমুদউল্লাহ ১৬, নাজমুল হোসেন শান্ত ১৩, মুশফিকুর রহিম ১৩, আরিফুল ৩৮ রান করেন।
অভিষেক টেস্টেই দ্যুতি ছড়ান জিম্বাবুয়ের মাভুতা ও ওয়েলিংটন মাসাকাদজা। ২১ রানে ৪ উইকেট নেন মাভুতা, ৩৩ রানে ২ উইকেট নেন ওয়েলিংটন। ৪১ রানে ৩ উইকেট নেন রাজা; অপর উইকেটটি কাইল জার্ভিসের।
দেশের বাইরে ১৭ বছর পর টেস্ট জিতল জিম্বাবুয়ে। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রইল তারা।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১১ নভেম্বর ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৮২
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৩
জিম্বাবুয়ে ২য় ইনিংস: ১৮১
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৩২১) ৬৩.১ ওভারে ১৬৯ (লিটন ২৩, ইমরুল ৪৩, মুমিনুল ৯, মাহমুদউল্লাহ ১৬, শান্ত ১৩, মুশফিক ১৩, আরিফুল ৩৮, মিরাজ ৭, তাইজুল ০, অপু ০, আবু জায়েদ ০*; জার্ভিস ১৪-৫-২৯-১, চাটারা ৯-২-২৫-০, রাজা ১৭-১-৪১-৩, উইলিয়ামস ৮-২-১৩-০, মাভুতা ১০-২-২১-৪, ওয়েলিংটন ৫.১-০-৩৩-২)
ফল: জিম্বাবুয়ে ১৫১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সিন উইলিয়ামস