আইরিশ ক্রিকেট থেকে যমজ বোনদের অবসর
অনলাইন ডেস্ক | ১৮ নভেম্বর, ২০১৮ ২১:১৩
নারী ক্রিকেট দলে খেলেছেন যমজ বোন ইসোবেল জয়েস এবং সিসিলিয়া জয়েস। ছবি: সংগৃহীত
আয়ারল্যান্ড ক্রিকেটে জয়েস পরিবারের সদস্যদের ভূমিকা সুবিদিত। ছেলেদের আয়ারল্যান্ড জাতীয় দলে খেলেছেন এড জয়েস। নারী ক্রিকেট দলে খেলেছেন যমজ বোন ইসোবেল জয়েস এবং সিসিলিয়া জয়েস। চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে শনিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ইসোবেল ও সিসিলিয়া। ম্যাচটিতে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছেন তারা।
আয়ারল্যান্ড নারী দলে অলরাউন্ডার ইসোবেলের অভিষেক হয় ১৯৯৯ সালে। তিনি ৭৯টি ওয়ানডে ও ৫৫টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। দেশের হয়ে রেকর্ড ৬২ ম্যাচে অধিনায়কত্ব করেছেন ইসোবেল। তার যমজ বোন ওপেনিং ব্যাটসম্যান সিসিলিয়ার অভিষেক হয় দুই বছর পর। তিনি খেলেছেন ৫৭টি ওয়ানডে ও ৪৩টি টি-টুয়েন্টি ম্যাচ। ইসোবেল ও সিসিলিয়ার ভাই এড জয়েস এই বছর অবসর নিয়েছেন পেশাদার ক্রিকেট থেকে।
জয়েস বোনদের সতীর্থ ক্লারি সিলিংটন এবং সিয়েরা ম্যাটকেফেরও শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল শনিবারের ম্যাচটি। গত মে মাসেই তারা ঘোষণা করেছিলেন বিশ্বকাপের পর অবসরে যাবেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৮ নভেম্বর, ২০১৮ ২১:১৩

আয়ারল্যান্ড ক্রিকেটে জয়েস পরিবারের সদস্যদের ভূমিকা সুবিদিত। ছেলেদের আয়ারল্যান্ড জাতীয় দলে খেলেছেন এড জয়েস। নারী ক্রিকেট দলে খেলেছেন যমজ বোন ইসোবেল জয়েস এবং সিসিলিয়া জয়েস। চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে শনিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ইসোবেল ও সিসিলিয়া। ম্যাচটিতে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছেন তারা।
আয়ারল্যান্ড নারী দলে অলরাউন্ডার ইসোবেলের অভিষেক হয় ১৯৯৯ সালে। তিনি ৭৯টি ওয়ানডে ও ৫৫টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। দেশের হয়ে রেকর্ড ৬২ ম্যাচে অধিনায়কত্ব করেছেন ইসোবেল। তার যমজ বোন ওপেনিং ব্যাটসম্যান সিসিলিয়ার অভিষেক হয় দুই বছর পর। তিনি খেলেছেন ৫৭টি ওয়ানডে ও ৪৩টি টি-টুয়েন্টি ম্যাচ। ইসোবেল ও সিসিলিয়ার ভাই এড জয়েস এই বছর অবসর নিয়েছেন পেশাদার ক্রিকেট থেকে।
জয়েস বোনদের সতীর্থ ক্লারি সিলিংটন এবং সিয়েরা ম্যাটকেফেরও শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল শনিবারের ম্যাচটি। গত মে মাসেই তারা ঘোষণা করেছিলেন বিশ্বকাপের পর অবসরে যাবেন।