অস্ট্রেলিয়ার মেয়েদের চতুর্থ বিশ্ব শিরোপা
অনলাইন ডেস্ক | ২৫ নভেম্বর, ২০১৮ ১৬:৪৬
এ নিয়ে ওয়ার্ল্ড টি-২০তে চারবার চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। ছবি: আইসিসি
মেয়েদের টি-২০ বিশ্ব আসরে এর আগেও অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। এবারও দাঁড়াতে পারল না। রোববার অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের ফাইনালে ইংলিশ মেয়েদের ৮ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্ব আসরের শিরোপা পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া। নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে রোববার অজি মেয়েদের হাতে শিরোপা তুলে দেন ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস। এ নিয়ে ওয়ার্ল্ড টি-২০তে চারবার চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া।
চার বছর আগে বাংলাদেশে মেয়েদের বিশ্ব টি-২০ আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিল ইংল্যান্ড। সেই আসরে অজি মেয়েরা ৬ উইকেটে ফাইনাল জিতেছিল। মজার ব্যাপার হলো সেবারও ইংল্যান্ড দল আগে ব্যাট করে তুলেছিল ১০৫ রান। যদিও এবারের মতো ১৯.৪ ওভারে অল আউট হয়নি। ২০ ওভার খেলে ৮ উইকেটে ১০৫ রান তুলেছিল তারা।
তবে এবার রান তাড়া করতে নেমে চার বছর আগের মতোই ঠিক ১৫.১ ওভারে লক্ষ্য পৌঁছায় অস্ট্রেলিয়া। গেলবার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল অজিরা। মেয়েদের বিশ্ব টি-২০ এর ছয় আসরের চারটি শিরোপাই এখন অজিদের।
অজি মেয়েরা মাত্র ২ উইকেট হারিয়ে এবার লক্ষ্যে পৌঁছেছে। টস জিতে আগে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের ড্যানিয়েলে উইয়াট (৪৩) এবং হিদার নাইট (২৫) ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। অন্য সবাই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। চতুর্থ উইকেটে উইয়াট এবং নাইটের ২৩ রানের জুটির কারণেই একশো’ পার হয় ইংল্যান্ডের ইনিংস।
জবাব দিতে নেমে অজি ওপেনার এলিসা হিলি ২০ বলে ২২ রান তুলে দলের জন্য পরিস্থিতি সহজ করে দেন। টুর্নামেন্টে ২২৫ রান করে সেরার পুরস্কারও জিতেছেন তিনি। তবে ৩ উইকেট শিকারের পর ৩৩ রানে অপরাজিত থেকে ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন অ্যাশলেঘ গার্ডনার।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ১০৫ (১৯.৪ ওভার) (উইয়াট ৪৩, নাইট ২৫; গার্ডনার ৩/২২, ওয়ারহ্যাম ২/১১, স্কাট ২/১৩)
অস্ট্রেলিয়া: ১০৬/২ (গার্ডনার ৩৩*, ল্যানিং ২৮*, হিলি ২২; ইক্লেস্টন ১/১২, হ্যাজেল ১/১৯)
ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: অ্যাশলেঘ গার্ডনার।
টুর্নামেন্ট সেরা: এলিসা হিলি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ নভেম্বর, ২০১৮ ১৬:৪৬

মেয়েদের টি-২০ বিশ্ব আসরে এর আগেও অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। এবারও দাঁড়াতে পারল না। রোববার অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের ফাইনালে ইংলিশ মেয়েদের ৮ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্ব আসরের শিরোপা পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া। নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে রোববার অজি মেয়েদের হাতে শিরোপা তুলে দেন ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস। এ নিয়ে ওয়ার্ল্ড টি-২০তে চারবার চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া।
চার বছর আগে বাংলাদেশে মেয়েদের বিশ্ব টি-২০ আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিল ইংল্যান্ড। সেই আসরে অজি মেয়েরা ৬ উইকেটে ফাইনাল জিতেছিল। মজার ব্যাপার হলো সেবারও ইংল্যান্ড দল আগে ব্যাট করে তুলেছিল ১০৫ রান। যদিও এবারের মতো ১৯.৪ ওভারে অল আউট হয়নি। ২০ ওভার খেলে ৮ উইকেটে ১০৫ রান তুলেছিল তারা।
তবে এবার রান তাড়া করতে নেমে চার বছর আগের মতোই ঠিক ১৫.১ ওভারে লক্ষ্য পৌঁছায় অস্ট্রেলিয়া। গেলবার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল অজিরা। মেয়েদের বিশ্ব টি-২০ এর ছয় আসরের চারটি শিরোপাই এখন অজিদের।
অজি মেয়েরা মাত্র ২ উইকেট হারিয়ে এবার লক্ষ্যে পৌঁছেছে। টস জিতে আগে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের ড্যানিয়েলে উইয়াট (৪৩) এবং হিদার নাইট (২৫) ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। অন্য সবাই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। চতুর্থ উইকেটে উইয়াট এবং নাইটের ২৩ রানের জুটির কারণেই একশো’ পার হয় ইংল্যান্ডের ইনিংস।
জবাব দিতে নেমে অজি ওপেনার এলিসা হিলি ২০ বলে ২২ রান তুলে দলের জন্য পরিস্থিতি সহজ করে দেন। টুর্নামেন্টে ২২৫ রান করে সেরার পুরস্কারও জিতেছেন তিনি। তবে ৩ উইকেট শিকারের পর ৩৩ রানে অপরাজিত থেকে ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন অ্যাশলেঘ গার্ডনার।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ১০৫ (১৯.৪ ওভার) (উইয়াট ৪৩, নাইট ২৫; গার্ডনার ৩/২২, ওয়ারহ্যাম ২/১১, স্কাট ২/১৩)
অস্ট্রেলিয়া: ১০৬/২ (গার্ডনার ৩৩*, ল্যানিং ২৮*, হিলি ২২; ইক্লেস্টন ১/১২, হ্যাজেল ১/১৯)
ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: অ্যাশলেঘ গার্ডনার।
টুর্নামেন্ট সেরা: এলিসা হিলি।