ইউভেন্তুসের জয়ে রেকর্ড স্পর্শ রোনালদোর
অনলাইন ডেস্ক | ২৫ নভেম্বর, ২০১৮ ১৬:৫৭
গোল করার পর রোনালদোকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি: ইউভেন্তুস ওয়েবসাইট
পারফরম্যান্সে মুগ্ধতা ছড়ালেন ক্রিস্তিয়ানো রোনালদো। দারুণ এক গোলে স্পর্শ করলেন ৫০ বছর আগের এক রেকর্ড। পর্তুগিজ ফরোয়ার্ডের এমন অর্জনের দিনে স্পালকে হারিয়ে সেরি আয় জয়ের ধারা ধরে রাখল ইউভেন্তুস।
তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে শনিবার রাতে ইতালির শীর্ষ লিগের ম্যাচটিতে স্পালকে ২-০ গোলে হারায় মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। ম্যাচের প্রথমার্ধে রোনালদো দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন মারিও মানজুকিচ।
ম্যাচের ২৮তম মিনিটে গোলের দেখা পেয়ে যায় ইউভেন্তুস। ডান পাশ থেকে নেওয়া মিরালেম পিয়ানিচের ফ্রি-কিক ডি-বক্সের মাঝামাঝিতে পড়ে। ক্ষিপ্রতার সঙ্গে দৌড়ে গিয়ে ডান পায়ের খোঁচায় জালে পাঠান রোনালদো। তাতেই রেকর্ড বইয়ে ওঠে যায় তার নাম।
সেরি আয় ইউভেন্তুসের হয়ে ১৩ ম্যাচে ৯টি গোল করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো। ক্লাবটিতে এমন কীর্তি আছে আর একজনেরই। ১৯৬৮-৬৯ মৌসুমে সেরি আয় তুরিনের ক্লাবটির হয়ে ১৩ ম্যাচে ৯ গোল করেছিলেন ইতালিয়ান ফরোয়ার্ড পিয়েত্রো আনাস্তাসি।
ইউভেন্তুসে নাম লেখানোর পর সব ধরনের প্রতিযোগিতায় রোনালদোর গোল দাঁড়িয়েছে ১৬ ম্যাচে ১০টি। দলটির হয়ে দ্রুততম সময়ে এই সংখ্যক গোল করলেন ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়।
রোনালদোর এতসব অর্জনের ম্যাচটির ৬০তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মানজুকিচ। এই দুইজনের নৈপুণ্যে আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানকেও ২-০ গোলে হারিয়েছিল ইউভেন্তুস।
স্পালের বিপক্ষে জয়ে লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে গত সাত আসরের চ্যাম্পিয়ন ইউভেন্তুস। ১৩ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৩৭। ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা নাপোলি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ নভেম্বর, ২০১৮ ১৬:৫৭

পারফরম্যান্সে মুগ্ধতা ছড়ালেন ক্রিস্তিয়ানো রোনালদো। দারুণ এক গোলে স্পর্শ করলেন ৫০ বছর আগের এক রেকর্ড। পর্তুগিজ ফরোয়ার্ডের এমন অর্জনের দিনে স্পালকে হারিয়ে সেরি আয় জয়ের ধারা ধরে রাখল ইউভেন্তুস।
তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে শনিবার রাতে ইতালির শীর্ষ লিগের ম্যাচটিতে স্পালকে ২-০ গোলে হারায় মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। ম্যাচের প্রথমার্ধে রোনালদো দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন মারিও মানজুকিচ।
ম্যাচের ২৮তম মিনিটে গোলের দেখা পেয়ে যায় ইউভেন্তুস। ডান পাশ থেকে নেওয়া মিরালেম পিয়ানিচের ফ্রি-কিক ডি-বক্সের মাঝামাঝিতে পড়ে। ক্ষিপ্রতার সঙ্গে দৌড়ে গিয়ে ডান পায়ের খোঁচায় জালে পাঠান রোনালদো। তাতেই রেকর্ড বইয়ে ওঠে যায় তার নাম।
সেরি আয় ইউভেন্তুসের হয়ে ১৩ ম্যাচে ৯টি গোল করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো। ক্লাবটিতে এমন কীর্তি আছে আর একজনেরই। ১৯৬৮-৬৯ মৌসুমে সেরি আয় তুরিনের ক্লাবটির হয়ে ১৩ ম্যাচে ৯ গোল করেছিলেন ইতালিয়ান ফরোয়ার্ড পিয়েত্রো আনাস্তাসি।
ইউভেন্তুসে নাম লেখানোর পর সব ধরনের প্রতিযোগিতায় রোনালদোর গোল দাঁড়িয়েছে ১৬ ম্যাচে ১০টি। দলটির হয়ে দ্রুততম সময়ে এই সংখ্যক গোল করলেন ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়।
রোনালদোর এতসব অর্জনের ম্যাচটির ৬০তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মানজুকিচ। এই দুইজনের নৈপুণ্যে আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানকেও ২-০ গোলে হারিয়েছিল ইউভেন্তুস।
স্পালের বিপক্ষে জয়ে লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে গত সাত আসরের চ্যাম্পিয়ন ইউভেন্তুস। ১৩ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৩৭। ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা নাপোলি।