মৌসুম শেষে চেলসি ছাড়বেন হ্যাজার্ড!
অনলাইন ডেস্ক | ২৬ নভেম্বর, ২০১৮ ১৯:০৯
মৌসুম শেষে ক্লাব ছাড়তে পারেন এডেন হ্যাজার্ড। ছবি: চেলসি টুইটার
গুঞ্জন আছে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন চেলসির প্রাণভোমরা এডেন হ্যাজার্ড। কিন্তু জানুয়ারির দল বদলে কোথাও যাচ্ছেন না। বেলজিয়ান তারকা নিজেই তা নিশ্চিত করেছেন। তবে জানিয়েছেন, মৌসুম শেষে ক্লাব ছাড়তে পারেন তিনি।
স্টামফোর্ড ব্রিজে এখন নিজের সপ্তম মৌসুম পাড় করছেন হ্যাজার্ড। ক্লাবটির সঙ্গে তার চুক্তি ২০২০ সাল পর্যন্ত।
রোবরার হ্যাজার্ড ফ্রান্সের একটি টিভি চ্যানেলকে বলেন, “এখন আমি চেলসিতেই থাকছি। জুনের পর আমার আর এক বছর চুক্তি থাকবে। যদি আমি চুক্তি নবায়ন না করি, তাহলে অন্য কোথাও যেতে পারি। তবে আমি জানুয়ারিতে ক্লাব ছেড়ে যাচ্ছি না।”
“আগামী গ্রীষ্মে দল বদলের সম্ভাবনা আছে, তবে এটাও হতে পারে যে, আমি আমার ক্যারিয়ারের বাকি সময় চেলসিতেই থেকে গেলাম।”
হ্যাজার্ড জানান, অতীতে পিএসজির সাথে তার যোগাযোগ হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তার মন টানেনি। ২০১২ সালে লিঁলে থেকে চেলসিতে যোগ দেন হ্যাজার্ড। তিনি বলেন, “যদি কোনো দিন আমাকে ফ্রান্সে ফিরে যেতে হয় তবে লিঁলেতেই যাব। কিন্তু আপাতত ফরাসি লিগে ফেরার কোন সম্ভাবনা নেই।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ নভেম্বর, ২০১৮ ১৯:০৯

গুঞ্জন আছে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন চেলসির প্রাণভোমরা এডেন হ্যাজার্ড। কিন্তু জানুয়ারির দল বদলে কোথাও যাচ্ছেন না। বেলজিয়ান তারকা নিজেই তা নিশ্চিত করেছেন। তবে জানিয়েছেন, মৌসুম শেষে ক্লাব ছাড়তে পারেন তিনি।
স্টামফোর্ড ব্রিজে এখন নিজের সপ্তম মৌসুম পাড় করছেন হ্যাজার্ড। ক্লাবটির সঙ্গে তার চুক্তি ২০২০ সাল পর্যন্ত।
রোবরার হ্যাজার্ড ফ্রান্সের একটি টিভি চ্যানেলকে বলেন, “এখন আমি চেলসিতেই থাকছি। জুনের পর আমার আর এক বছর চুক্তি থাকবে। যদি আমি চুক্তি নবায়ন না করি, তাহলে অন্য কোথাও যেতে পারি। তবে আমি জানুয়ারিতে ক্লাব ছেড়ে যাচ্ছি না।”
“আগামী গ্রীষ্মে দল বদলের সম্ভাবনা আছে, তবে এটাও হতে পারে যে, আমি আমার ক্যারিয়ারের বাকি সময় চেলসিতেই থেকে গেলাম।”
হ্যাজার্ড জানান, অতীতে পিএসজির সাথে তার যোগাযোগ হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তার মন টানেনি। ২০১২ সালে লিঁলে থেকে চেলসিতে যোগ দেন হ্যাজার্ড। তিনি বলেন, “যদি কোনো দিন আমাকে ফ্রান্সে ফিরে যেতে হয় তবে লিঁলেতেই যাব। কিন্তু আপাতত ফরাসি লিগে ফেরার কোন সম্ভাবনা নেই।”