সাদমানের অভিষেক
অনলাইন ডেস্ক | ৩০ নভেম্বর, ২০১৮ ১৩:১২
আন্তর্জাতিক ক্রিকেটে সাদমান ইসলামকে অভিষেক ম্যাচের ক্যাপ পরিয়ে দিচ্ছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। ছবি: বিসিবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্ট দিয়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে সাদমান ইসলামের।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলে একটি পরিবর্তন নিশ্চিত ছিল। চোটের কারণে ছিটকে পড়া ইমরুল কায়েসের জায়গায় দলে ঢুকেছেন সাদমান। ওপেনিং জুটিতে তার সঙ্গী সৌম্য সরকার।
মুশফিকুর রহিমের চোটের কারণে ঢাকা টেস্টে ব্যাক-আপ হিসেবে দলে নেওয়া হয়েছিল লিটন দাসকে। চোট সামলে ওঠায় একাদশে আছেন মুশফিক। ব্যাটিংয়ে শক্তি বাড়াতে একাদশে রাখা হয়েছে লিটনকেও। মিডল অর্ডারে ব্যাট করবেন তরুণ এই ব্যাটার।
ঢাকা টেস্টের একাদশে কোনো বিশেষজ্ঞ পেসার রাখেনি বাংলাদেশ। বাদ পড়েছেন চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র চার ওভার বল করা মোস্তাফিজুর রহমান। টেস্টে নিজেদের ইতিহাসে এই প্রথম কোনো বিশেষজ্ঞ পেসারকে ছাড়া খেলতে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, সৌম্য সরকার, মমিনুল হক, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩০ নভেম্বর, ২০১৮ ১৩:১২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্ট দিয়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে সাদমান ইসলামের।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলে একটি পরিবর্তন নিশ্চিত ছিল। চোটের কারণে ছিটকে পড়া ইমরুল কায়েসের জায়গায় দলে ঢুকেছেন সাদমান। ওপেনিং জুটিতে তার সঙ্গী সৌম্য সরকার।
মুশফিকুর রহিমের চোটের কারণে ঢাকা টেস্টে ব্যাক-আপ হিসেবে দলে নেওয়া হয়েছিল লিটন দাসকে। চোট সামলে ওঠায় একাদশে আছেন মুশফিক। ব্যাটিংয়ে শক্তি বাড়াতে একাদশে রাখা হয়েছে লিটনকেও। মিডল অর্ডারে ব্যাট করবেন তরুণ এই ব্যাটার।
ঢাকা টেস্টের একাদশে কোনো বিশেষজ্ঞ পেসার রাখেনি বাংলাদেশ। বাদ পড়েছেন চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র চার ওভার বল করা মোস্তাফিজুর রহমান। টেস্টে নিজেদের ইতিহাসে এই প্রথম কোনো বিশেষজ্ঞ পেসারকে ছাড়া খেলতে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, সৌম্য সরকার, মমিনুল হক, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।