মোসাদ্দেকের ঝড়ো সেঞ্চুরি
অনলাইন ডেস্ক | ৭ ডিসেম্বর, ২০১৮ ১৭:৩৩
ছবি: বিসিবি
ইমার্জিং কাপে হংকংয়ের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন মোসাদ্দেক হোসেন। তার অনবদ্য শতকে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।
করাচির সাউদেন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। এতে বড় অবদান ৮৬ বলে সেঞ্চুরি হাঁকানো মোসাদ্দেকের।
ইনিংস শেষ হওয়ার ৮ বল আগে আগুনে ব্যাটিংয়ে ১০০ রান করে ফিরেন মোসাদ্দেক। তার ইনিংসটি সাজানো ৮ চার ও ৩ ছক্কায়।
এদিন চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মোসাদ্দেক। লাল-সবুজের প্রতিনিধিরা শুরুতে মিজানুর রহমানের উইকেট হারালেও জাকির হাসানকে নিয়ে বিপদ কাটিয়ে তোলেন নাজমুল হোসেন শান্ত। দলীয় ১০ রানের ব্যবধানে থিতু হয়ে ফেরেন তারা। শান্ত করেন ৫২ বলে ৩৬; এক রানের জন্য অর্ধশতক হাতাছাড়া হয় জাকিরের (৪৯)।
শান্ত ফেরার পরই ব্যাটিংয়ে আসেন মোসাদ্দেক। জাকিরকে খুব বেশি সঙ্গে পাননি। চতুর্থ উইকেটে ইয়াসির আলিকে নিয়ে গড়েন ৯০ রানের কার্যকরী এক জুটি। এই জুটিকে আর এগুতে দেননি মোহাম্মাদ ঘাজানফার। ৪৩ বলে এক ছক্কা ও চার ৪৫ করা ইয়াসিরকে উইকেট ছাড়া করেন এই লেগস্পিনার।
এরপর আফিফ হোসেনকে নিয়ে দলীয় স্কোর এগিয়ে নিয়ে যান মোসাদ্দেক। পঞ্চম উইকেটে গড়েন ৫৫ রানের জুটি। ২০ রান করে ফিরতে হয় আফিফকে।
এরপর অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন মোসাদ্দেক। এই জুটিতে সেঞ্চুরির দেখা পান ডানহাতি এই ব্যাটার। ৪৮তম ওভারে এইজাজ খানকে পর পর দুই বলে চার হাঁকিয়ে পৌঁছান ল্যান্ড মার্কে। এহসান নওয়াজের করা ৪৯তম ওভারের চতুর্থ বলে বদলি ফিল্ডার হামিদ খানের হাতে ক্যাচ মোসাদ্দেক।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৭ ডিসেম্বর, ২০১৮ ১৭:৩৩

ইমার্জিং কাপে হংকংয়ের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন মোসাদ্দেক হোসেন। তার অনবদ্য শতকে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।
করাচির সাউদেন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। এতে বড় অবদান ৮৬ বলে সেঞ্চুরি হাঁকানো মোসাদ্দেকের।
ইনিংস শেষ হওয়ার ৮ বল আগে আগুনে ব্যাটিংয়ে ১০০ রান করে ফিরেন মোসাদ্দেক। তার ইনিংসটি সাজানো ৮ চার ও ৩ ছক্কায়।
এদিন চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মোসাদ্দেক। লাল-সবুজের প্রতিনিধিরা শুরুতে মিজানুর রহমানের উইকেট হারালেও জাকির হাসানকে নিয়ে বিপদ কাটিয়ে তোলেন নাজমুল হোসেন শান্ত। দলীয় ১০ রানের ব্যবধানে থিতু হয়ে ফেরেন তারা। শান্ত করেন ৫২ বলে ৩৬; এক রানের জন্য অর্ধশতক হাতাছাড়া হয় জাকিরের (৪৯)।
শান্ত ফেরার পরই ব্যাটিংয়ে আসেন মোসাদ্দেক। জাকিরকে খুব বেশি সঙ্গে পাননি। চতুর্থ উইকেটে ইয়াসির আলিকে নিয়ে গড়েন ৯০ রানের কার্যকরী এক জুটি। এই জুটিকে আর এগুতে দেননি মোহাম্মাদ ঘাজানফার। ৪৩ বলে এক ছক্কা ও চার ৪৫ করা ইয়াসিরকে উইকেট ছাড়া করেন এই লেগস্পিনার।
এরপর আফিফ হোসেনকে নিয়ে দলীয় স্কোর এগিয়ে নিয়ে যান মোসাদ্দেক। পঞ্চম উইকেটে গড়েন ৫৫ রানের জুটি। ২০ রান করে ফিরতে হয় আফিফকে।
এরপর অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন মোসাদ্দেক। এই জুটিতে সেঞ্চুরির দেখা পান ডানহাতি এই ব্যাটার। ৪৮তম ওভারে এইজাজ খানকে পর পর দুই বলে চার হাঁকিয়ে পৌঁছান ল্যান্ড মার্কে। এহসান নওয়াজের করা ৪৯তম ওভারের চতুর্থ বলে বদলি ফিল্ডার হামিদ খানের হাতে ক্যাচ মোসাদ্দেক।