সিলেট সিক্সার্সের অধিনায়ক ওয়ার্নার
অনলাইন ডেস্ক | ৮ ডিসেম্বর, ২০১৮ ১১:২০
ছবি: সিলেট সিক্সার্সের ফেইসবুক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির এবারের আসরে নাসির হোসেনকে অধিনায়ক রাখছে না সিলেট সিক্সার্স। দলটির নেতৃত্ব দিবেন অস্ট্রেলিয়ার হার্ডহিটার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
গত অক্টোবরেই ওয়ার্নারকে দলে নেওয়ার বিষয়টি জানিয়েছিল সিলেট। মারকুটে এই ব্যাটারের হাতে এবার নেতৃত্ব তুলে দিয়েছে দলটি। শুক্রবার নিজেদের অফিসিয়াল ফেইসবুক পেইজে খবরটি জানায় তারা।
সরাসরি চুক্তিতে বিদেশি কোটায় সিলেটের কেনা দুই খেলোয়াড়ের মধ্যে ওয়ার্নার ছাড়া রয়েছেন নেপালের সন্দীপ লামিচানে।
বল ট্যাম্পারিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ মাসের নিষেধাজ্ঞা কাটছেন ওয়ার্নার। এই সময়ে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলোয় ব্যস্ত সময় পার করছেন তিনি। গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়।
এর মধ্যে গ্লোবাল টি-টোয়েন্টিতে উইনিপেগ হোকসের হয়ে আট ম্যাচে ১১৪ দশমিক ৭৩ স্ট্রাইক-রেটে ১০৯ রান করেন ওয়ার্নার। এরপর সিপিএলে সেন্ট লুসিয়া স্টার্সের হয়ে ৯ ম্যাচে ১১১ দশমিক ৬৭ স্ট্রাইক-রেটে করেন ২২০ রান।
ওয়ার্নারের মতো বল ট্যাম্পারিংয়ের দায়ে নিষেধাজ্ঞায় আছেন অস্ট্রেলিয়ার আরেক তারকা ব্যাটার স্টিভেন স্মিথ। তাকেও দেখা যাবে এবারের বিপিএলে। খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।
আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল টি-টোয়েন্টির ষষ্ঠ আসর। পরের দিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে সিলেট সিক্সার্স।
সিলেট সিক্সার্স স্কোয়াড :
ধরে রাখা : নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, সোহেল তানভীর (পাকিস্তান)
সরাসরি চুক্তি : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), সন্দীপ লামিচানে (নেপাল)
ড্রাফটে নেওয়া : আফিফ হোসেন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলোক কাপালি, জাকের আলী, মেহেদী হাসান রানা, গুলবদিন নাইব (আফগানিস্তান), আন্দ্রে ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), প্যাট ব্রাউন (ইংল্যান্ড), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), ফ্যাবিয়ান অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান)।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৮ ডিসেম্বর, ২০১৮ ১১:২০

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির এবারের আসরে নাসির হোসেনকে অধিনায়ক রাখছে না সিলেট সিক্সার্স। দলটির নেতৃত্ব দিবেন অস্ট্রেলিয়ার হার্ডহিটার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
গত অক্টোবরেই ওয়ার্নারকে দলে নেওয়ার বিষয়টি জানিয়েছিল সিলেট। মারকুটে এই ব্যাটারের হাতে এবার নেতৃত্ব তুলে দিয়েছে দলটি। শুক্রবার নিজেদের অফিসিয়াল ফেইসবুক পেইজে খবরটি জানায় তারা।
সরাসরি চুক্তিতে বিদেশি কোটায় সিলেটের কেনা দুই খেলোয়াড়ের মধ্যে ওয়ার্নার ছাড়া রয়েছেন নেপালের সন্দীপ লামিচানে।
বল ট্যাম্পারিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ মাসের নিষেধাজ্ঞা কাটছেন ওয়ার্নার। এই সময়ে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলোয় ব্যস্ত সময় পার করছেন তিনি। গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়।
এর মধ্যে গ্লোবাল টি-টোয়েন্টিতে উইনিপেগ হোকসের হয়ে আট ম্যাচে ১১৪ দশমিক ৭৩ স্ট্রাইক-রেটে ১০৯ রান করেন ওয়ার্নার। এরপর সিপিএলে সেন্ট লুসিয়া স্টার্সের হয়ে ৯ ম্যাচে ১১১ দশমিক ৬৭ স্ট্রাইক-রেটে করেন ২২০ রান।
ওয়ার্নারের মতো বল ট্যাম্পারিংয়ের দায়ে নিষেধাজ্ঞায় আছেন অস্ট্রেলিয়ার আরেক তারকা ব্যাটার স্টিভেন স্মিথ। তাকেও দেখা যাবে এবারের বিপিএলে। খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।
আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল টি-টোয়েন্টির ষষ্ঠ আসর। পরের দিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে সিলেট সিক্সার্স।
সিলেট সিক্সার্স স্কোয়াড :
ধরে রাখা : নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, সোহেল তানভীর (পাকিস্তান)
সরাসরি চুক্তি : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), সন্দীপ লামিচানে (নেপাল)
ড্রাফটে নেওয়া : আফিফ হোসেন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলোক কাপালি, জাকের আলী, মেহেদী হাসান রানা, গুলবদিন নাইব (আফগানিস্তান), আন্দ্রে ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), প্যাট ব্রাউন (ইংল্যান্ড), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), ফ্যাবিয়ান অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান)।