বার্সার বিশাল জয়ে মেসির জোড়া গোল
অনলাইন ডেস্ক | ৯ ডিসেম্বর, ২০১৮ ১০:৫৬
সেভিয়ার মাঠে বার্সেলোনা খেলোয়াড়দের গোল উল্লাস। ছবি: বার্সেলোনা টুইটার
ফ্রি-কিক থেকে লিওনেল মেসির অসাধারণ দুটি গোল করলেন লিওনেল মেসি। জালের দেখা পেয়েছেন উসমানে দেম্বেলে ও লুইস সুয়ারেজ। তাদের নৈপুণ্যে এস্পানিওলকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
লা লিগায় শনিবার রাতে প্রতিপক্ষের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফেরে কোচ এরনেস্তো ভালভেরদের দল। মেসির জোড়া গোলের পাশাপাশি একটি করে জালে বল পাঠান দেম্বেলে ও সুয়ারেস।
এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার সঙ্গে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৩। ১৫ ম্যাচে নয় জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৩১। আট জয় ও চার ড্রয়ে সেভিয়ার পয়েন্ট ২৮।
ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখানো বার্সেলোনা গোলের দেখা পায় সপ্তদশ মিনিটে। ডি-বক্সের কিছুটা উপর থেকে দারুণ এক ফ্রি-কিকে গোলপোস্ট ঘেঁষে জালে বল জড়ান মেসি।
নয় মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। মেসির রক্ষণচেরা পাস ডি-বক্সের বাঁদিক পেয়ে উঁচু করে নেওয়া শটে জালে পাঠান ফরাসি এই ফরোয়ার্ড।
বিরতির ঠিক আগে তৃতীয় গোলটি পায় বার্সেলোনা। ডি-বক্সে দৌড়ে গিয়ে দেম্বেলের পাস ধরা সুয়ারেস বাইলাইনের কাছ থেকে দূরণ কোণ থেকে শট নেন। গোলরক্ষককের দুই পায়ের ফাঁক গলে বল জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধেও খেলায় আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। ম্যাচের ৬৫তম মিনিটে স্বাগতিক দলের কফিনে শেষ পেরেকটি ঠুকেন মেসি। এবারও অসাধারণ এক ফ্রি-কিক থেকে গোল পান বার্সেলোনা অধিনায়ক।
১১ গোল নিয়ে চলতি লিগের গোলদাতার তালিকায় জিরোনার ক্রিস্থিয়ান স্তুয়ানির সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি।
ম্যাচের ৭২তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠিয়েছিল সেভিয়া। কিন্তু অফসাইডের কারণে বাদ হয়ে যায় গোলটি।
দিনের অপর ম্যাচে নিজেদের মাঠে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট পেলেও গোল হেড টু হেড লড়াইয়ে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে আছে তারা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৯ ডিসেম্বর, ২০১৮ ১০:৫৬

ফ্রি-কিক থেকে লিওনেল মেসির অসাধারণ দুটি গোল করলেন লিওনেল মেসি। জালের দেখা পেয়েছেন উসমানে দেম্বেলে ও লুইস সুয়ারেজ। তাদের নৈপুণ্যে এস্পানিওলকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
লা লিগায় শনিবার রাতে প্রতিপক্ষের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফেরে কোচ এরনেস্তো ভালভেরদের দল। মেসির জোড়া গোলের পাশাপাশি একটি করে জালে বল পাঠান দেম্বেলে ও সুয়ারেস।
এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার সঙ্গে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৩। ১৫ ম্যাচে নয় জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৩১। আট জয় ও চার ড্রয়ে সেভিয়ার পয়েন্ট ২৮।
ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখানো বার্সেলোনা গোলের দেখা পায় সপ্তদশ মিনিটে। ডি-বক্সের কিছুটা উপর থেকে দারুণ এক ফ্রি-কিকে গোলপোস্ট ঘেঁষে জালে বল জড়ান মেসি।
নয় মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। মেসির রক্ষণচেরা পাস ডি-বক্সের বাঁদিক পেয়ে উঁচু করে নেওয়া শটে জালে পাঠান ফরাসি এই ফরোয়ার্ড।
বিরতির ঠিক আগে তৃতীয় গোলটি পায় বার্সেলোনা। ডি-বক্সে দৌড়ে গিয়ে দেম্বেলের পাস ধরা সুয়ারেস বাইলাইনের কাছ থেকে দূরণ কোণ থেকে শট নেন। গোলরক্ষককের দুই পায়ের ফাঁক গলে বল জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধেও খেলায় আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। ম্যাচের ৬৫তম মিনিটে স্বাগতিক দলের কফিনে শেষ পেরেকটি ঠুকেন মেসি। এবারও অসাধারণ এক ফ্রি-কিক থেকে গোল পান বার্সেলোনা অধিনায়ক।
১১ গোল নিয়ে চলতি লিগের গোলদাতার তালিকায় জিরোনার ক্রিস্থিয়ান স্তুয়ানির সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি।
ম্যাচের ৭২তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠিয়েছিল সেভিয়া। কিন্তু অফসাইডের কারণে বাদ হয়ে যায় গোলটি।
দিনের অপর ম্যাচে নিজেদের মাঠে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট পেলেও গোল হেড টু হেড লড়াইয়ে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে আছে তারা।