‘মেসি দেখিয়েছে সে বিশ্বসেরা’
অনলাইন ডেস্ক | ৯ ডিসেম্বর, ২০১৮ ১৫:৪২
ছবি: বার্সেলোনা টুইটার
এস্পানিওলের বিপক্ষে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ বার্সেলোনায় তার সতীর্থ সের্হিও বুসকেতস। তার মতে, ম্যাচটিতে আর্জেন্টাইন ফরোয়ার্ড দেখিয়েছে সে বিশ্বের সেরা খেলোয়াড়।
শনিবার রাতে লা লিগায় এস্পানিওলের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। দুই অর্ধে ফ্রি-কিকে অসাধারণ দুটি গোল করে দলের জয়ে বড় অবদান রাখেন মেসি। জোড়া গোলে চলতি লিগে তার গোল দাঁড়িয়েছে ১০টি। স্পেনের শীর্ষ লিগে টানা ১৩ মৌসুমে ১০ বা এর বেশি গোল করা তিনিই একমাত্র খেলোয়াড়।
এবারের ব্যালন ডি’অরের লড়াইয়ে পঞ্চম হন মেসি। ২০০৬ সালের পর এই প্রথম বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে শীর্ষ তিনের বাইরে ঠাঁই হল বার্সেলোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের। মেসির পঞ্চম হওয়ার ব্যাপারটা অনেকের মতো মেনে নিতে পারেননি বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদেও। বিষয়টা ‘অযৌক্তিক’ ঠেকে তার কাছে।
ব্যালন ডি’অর অনুষ্ঠানের পাঁচ দিনের মাথায় অসাধারণ দুই গোলে রোমাঞ্চ ছড়ালেন মেসি। তার এই পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ বুসকেতস। তার মতে, বর্ষসেরার পুরস্কারটি জিতুক বা নাই জিতুক গোল দুটি করে মেসি দেখিয়েছে সে-ই বিশ্বের সেরা খেলোয়াড়।
“লিও কী করতে পারে এরই মধ্যে আমরা এটা জানি। প্রতিদিন তার নৈপুণ্য দেখাটা আনন্দের ব্যাপার। অনুশীলন ও ম্যাচগুলোতে সে যে পর্যায়ের নৈপুণ্য দেখায় তা অসাধারণ।”
“ফ্রি-কিক নেওয়ায় এবং উন্মুক্ত খেলায় সে খুবই গুরুত্বপূর্ণ একজন। সে বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড়।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৯ ডিসেম্বর, ২০১৮ ১৫:৪২

এস্পানিওলের বিপক্ষে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ বার্সেলোনায় তার সতীর্থ সের্হিও বুসকেতস। তার মতে, ম্যাচটিতে আর্জেন্টাইন ফরোয়ার্ড দেখিয়েছে সে বিশ্বের সেরা খেলোয়াড়।
শনিবার রাতে লা লিগায় এস্পানিওলের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। দুই অর্ধে ফ্রি-কিকে অসাধারণ দুটি গোল করে দলের জয়ে বড় অবদান রাখেন মেসি। জোড়া গোলে চলতি লিগে তার গোল দাঁড়িয়েছে ১০টি। স্পেনের শীর্ষ লিগে টানা ১৩ মৌসুমে ১০ বা এর বেশি গোল করা তিনিই একমাত্র খেলোয়াড়।
এবারের ব্যালন ডি’অরের লড়াইয়ে পঞ্চম হন মেসি। ২০০৬ সালের পর এই প্রথম বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে শীর্ষ তিনের বাইরে ঠাঁই হল বার্সেলোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের। মেসির পঞ্চম হওয়ার ব্যাপারটা অনেকের মতো মেনে নিতে পারেননি বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদেও। বিষয়টা ‘অযৌক্তিক’ ঠেকে তার কাছে।
ব্যালন ডি’অর অনুষ্ঠানের পাঁচ দিনের মাথায় অসাধারণ দুই গোলে রোমাঞ্চ ছড়ালেন মেসি। তার এই পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ বুসকেতস। তার মতে, বর্ষসেরার পুরস্কারটি জিতুক বা নাই জিতুক গোল দুটি করে মেসি দেখিয়েছে সে-ই বিশ্বের সেরা খেলোয়াড়।
“লিও কী করতে পারে এরই মধ্যে আমরা এটা জানি। প্রতিদিন তার নৈপুণ্য দেখাটা আনন্দের ব্যাপার। অনুশীলন ও ম্যাচগুলোতে সে যে পর্যায়ের নৈপুণ্য দেখায় তা অসাধারণ।”
“ফ্রি-কিক নেওয়ায় এবং উন্মুক্ত খেলায় সে খুবই গুরুত্বপূর্ণ একজন। সে বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড়।”