বেলের গোলে রিয়ালের জয়
অনলাইন ডেস্ক | ১০ ডিসেম্বর, ২০১৮ ১১:৪৭
গোল করার পর রিয়াল মাদ্রিদ উইঙ্গার গ্যারেথ বেলের উল্লাস। ছবি: রিয়াল মাদ্রিদ টুইটার
লা লিগায় গোল খরা কাটালেন গ্যারেথ বেল। তার একমাত্র গোলে হুয়েস্কার মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে উঠে এসেছে দলটির।
রোববার রাতে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে ১-০ গোলের কষ্টের জয় পায় সান্তিয়াগো সোলারির দল। খেলা শুরুর অষ্টম মিনিটে দুর্দান্ত এক ভলিতে গোলটি করেন বেল। লা লিগায় গত ১০ ম্যাচ পর জালের দেখা পেলেন এই ওয়েলস উইঙ্গার।
বিরতির পর পরই সমতা ফেরাতে পারত হুয়েস্কা। গোলপোস্টের খুব কাছ থেকে হেড নিয়েও লক্ষ্যে রাখতে পারেননি গনসালো মেলেরো। এরপর বেশ কিছু সুযোগ পেয়েছিল রিয়ালও। সেগুলো কাজে লাগাতে পারেনি দলটি।
প্রথমবারের মতো লা লিগায় খেলতে আসা হুয়েস্কার খেলা ছিল বেশ নজরকাড়া। বল দখল ও আক্রমণে রিয়ালের চেয়ে খুব বেশি পিছিয়ে ছিল না তারা। রিয়ালের সমান চারটি শট টার্গেটে রাখতে পেরেছিল দলটি।
এই জয়ে পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে রিয়ালের। ১৫ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা আছে চতুর্থস্থানে।
৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ২৮ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া; তৃতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১০ ডিসেম্বর, ২০১৮ ১১:৪৭

লা লিগায় গোল খরা কাটালেন গ্যারেথ বেল। তার একমাত্র গোলে হুয়েস্কার মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে উঠে এসেছে দলটির।
রোববার রাতে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে ১-০ গোলের কষ্টের জয় পায় সান্তিয়াগো সোলারির দল। খেলা শুরুর অষ্টম মিনিটে দুর্দান্ত এক ভলিতে গোলটি করেন বেল। লা লিগায় গত ১০ ম্যাচ পর জালের দেখা পেলেন এই ওয়েলস উইঙ্গার।
বিরতির পর পরই সমতা ফেরাতে পারত হুয়েস্কা। গোলপোস্টের খুব কাছ থেকে হেড নিয়েও লক্ষ্যে রাখতে পারেননি গনসালো মেলেরো। এরপর বেশ কিছু সুযোগ পেয়েছিল রিয়ালও। সেগুলো কাজে লাগাতে পারেনি দলটি।
প্রথমবারের মতো লা লিগায় খেলতে আসা হুয়েস্কার খেলা ছিল বেশ নজরকাড়া। বল দখল ও আক্রমণে রিয়ালের চেয়ে খুব বেশি পিছিয়ে ছিল না তারা। রিয়ালের সমান চারটি শট টার্গেটে রাখতে পেরেছিল দলটি।
এই জয়ে পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে রিয়ালের। ১৫ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা আছে চতুর্থস্থানে।
৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ২৮ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া; তৃতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।