দশ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টেস্ট জয়
অনলাইন ডেস্ক | ১০ ডিসেম্বর, ২০১৮ ১৫:০৩
আরও একটি উইকেট পতন অস্ট্রেলিয়ার, ভারতের উল্লাস। ছবি: বিসিসিআই টুইটার
নিচের সারির ব্যাটসম্যানদের দৃঢ়তায় অ্যাডিলেড টেস্টের শেষটা জমিয়ে তুলেছিল অস্ট্রেলিয়া। অভাবনীয় কিছুর আশা জাগিয়েও পেরে উঠল না তারা। রোমাঞ্চকর এক জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত।
অ্যাডিলেড ওভালে সোমবার ৩১ রানের জয় পায় ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে গত এক দশকে এটাই দলটির প্রথম টেস্ট জয়। আরও একটি জায়গায় কীর্তি গড়েছে তারা। নিজেদের ইতিহাসে অস্ট্রেলিয়ায় ১২ বারের সফরে এই প্রথম সিরিজের প্রথম টেস্টে জয়ের দেখা পেল দলটি। চার ম্যাচের সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
এই সময়ে অসাধারণ কীর্তি গড়েছেন অধিনায়ক বিরাট কোহলি। এশিয়া অঞ্চলের কোনো দলের প্রথম অধিনায়ক হিসেবে টেস্ট জিতলেন ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মাটিতে। এর আগে অধিনায়ক হিসেবে রাহুল দ্রাবিড় ও মাহেন্দ্র সিং ধোনি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জিতলেও জয়ের দেখা পাননি অস্ট্রেলিয়ার মাটিতে।
জয়ের জন্য শেষ ইনিংসে ৩২৩ রান তাড়ায় পঞ্চম দিনে অস্ট্রেলিয়া অলআউট হয় ২৯১ রানে। প্রতিপক্ষটির মাঠে ৪৫ টেস্টে ষষ্ঠ জয়ের আনন্দে মাতে ভারত।
চার উইকেটে ১০৪ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে স্বাগতিক দল। জয়ের জন্য দরকার ছিল আর ২১৯ রান। দলীয় স্কোরে ১১ রান জমা পড়তেই আঘাত হানেন ইশান্ত শর্মা। তার বলে গালিতে আজিঙ্কা রাহানের ক্যাচে পরিণত হন ১৪ রান করা ট্রাভিস হেড।
ষষ্ঠ উইকেটে লড়াই চালিয়ে যান শন মার্শ ও টিম পেইন। প্রথম পানি পানের পর পরই ৪১ রানের এই জুটিতে ফাটল ধরে। ১৬৬ বলে পাঁচ চারে ৬০ রান করা মার্শকে উইকেট ছাড়া করেন জাসপ্রিত বুমরা।
লাঞ্চের পর প্রথম ওভারেই আঘাত হানেন বুমরা। ৭৩ বলে চার চারে ৪১ রান করা পেইনকে কট বিহাইন্ড করেন করেন এই পেসার। অস্ট্রেলিয়ার সংগ্রহ তখন ৭ উইকেটে ১৮৭।
অষ্টম উইকেটে হাল ধরেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। ভীতি ছড়ানো ৪১ রানের জুটির লাগাম টেনে ভারত শিবিরে স্বস্তি ফেরান মোহাম্মদ শামি। তার বলে দলীয় ২২৮ রানে উইকেটরক্ষক রিশাভ পান্তের হাতে ধরা পড়েন ৪৪ বলে দুই চারে ৩৮ রান করা স্টার্ক।
উইকেটের একপ্রান্ত আগলে রেখে আশাও ধরে রাখেন কামিন্স। দলীয় ২৫৯ রানে তাকে ফেরান বুমরাহ। এর আগে ১২১ বলে তিন চারে ২৮ রান করেন আটে নামা এই ব্যাপার। অস্ট্রেলিয়ার রান তখন ৯ উইকেটে ২৫৯।
শেষ উইকেট জুটিতেও মাটি কামড়ে লড়েছে অজিরা। নাথান লায়ন ও জশ হেইজেলউডের ৩২ রানের এই জুটি ভেঙে দেওয়ার মধ্য দিয়ে ভারতকে জয় এনে দেন রবিচন্ত্রন অশ্বিন। ৪৩ বলে ১৩ রান করা টেইলএন্ডারকে উইকেট ছাড়া করেন এই অফস্পিনার। ৪৭ বলে তিন চারে ৩৮ রানে অপরাজিত থাকেন লায়ন।
ভারতের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন বুমরাহ, অশ্বিন ও শামি। একটি উইকেট ইশান্ত শর্মার।
এই টেস্টে অসাধারণ এক কীর্তি গড়েছেন ভারতের তরুণ উইকেটরক্ষক পান্ত। এক টেস্টে ১১ ডিসমিসাল নিয়ে ভাগ বসিয়েছেন ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক জ্যাক রাসেল ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সেরর রেকর্ডে।
দুই দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী শুক্রবার, পার্থে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ২৫০
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৩৫
ভারত ২য় ইনিংস: ৩০৭
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ৩২৩) ১১৯.৫ ওভারে ২৯১ (আগের দিন ১০৪/৪) (মার্শ ৬০, হেড ১৪, পেইন ৪১, কামিন্স ২৮, স্টার্ক ২৮, লায়ন ৩৮*, হেইজেলউড ১৩; ইশান্ত ১/৪৮, বুমরাহ ৩/৬৮, অশ্বিন ৩/৯২, শামি ৩/৬৫, বিজয় ০/১১)।
ফল: ভারত ৩১ রানে জয়ী
ম্যাচ সেরা: চেতেশ্বর পুজারা
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ১০ ডিসেম্বর, ২০১৮ ১৫:০৩

নিচের সারির ব্যাটসম্যানদের দৃঢ়তায় অ্যাডিলেড টেস্টের শেষটা জমিয়ে তুলেছিল অস্ট্রেলিয়া। অভাবনীয় কিছুর আশা জাগিয়েও পেরে উঠল না তারা। রোমাঞ্চকর এক জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত।
অ্যাডিলেড ওভালে সোমবার ৩১ রানের জয় পায় ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে গত এক দশকে এটাই দলটির প্রথম টেস্ট জয়। আরও একটি জায়গায় কীর্তি গড়েছে তারা। নিজেদের ইতিহাসে অস্ট্রেলিয়ায় ১২ বারের সফরে এই প্রথম সিরিজের প্রথম টেস্টে জয়ের দেখা পেল দলটি। চার ম্যাচের সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
এই সময়ে অসাধারণ কীর্তি গড়েছেন অধিনায়ক বিরাট কোহলি। এশিয়া অঞ্চলের কোনো দলের প্রথম অধিনায়ক হিসেবে টেস্ট জিতলেন ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মাটিতে। এর আগে অধিনায়ক হিসেবে রাহুল দ্রাবিড় ও মাহেন্দ্র সিং ধোনি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জিতলেও জয়ের দেখা পাননি অস্ট্রেলিয়ার মাটিতে।
জয়ের জন্য শেষ ইনিংসে ৩২৩ রান তাড়ায় পঞ্চম দিনে অস্ট্রেলিয়া অলআউট হয় ২৯১ রানে। প্রতিপক্ষটির মাঠে ৪৫ টেস্টে ষষ্ঠ জয়ের আনন্দে মাতে ভারত।
চার উইকেটে ১০৪ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে স্বাগতিক দল। জয়ের জন্য দরকার ছিল আর ২১৯ রান। দলীয় স্কোরে ১১ রান জমা পড়তেই আঘাত হানেন ইশান্ত শর্মা। তার বলে গালিতে আজিঙ্কা রাহানের ক্যাচে পরিণত হন ১৪ রান করা ট্রাভিস হেড।
ষষ্ঠ উইকেটে লড়াই চালিয়ে যান শন মার্শ ও টিম পেইন। প্রথম পানি পানের পর পরই ৪১ রানের এই জুটিতে ফাটল ধরে। ১৬৬ বলে পাঁচ চারে ৬০ রান করা মার্শকে উইকেট ছাড়া করেন জাসপ্রিত বুমরা।
লাঞ্চের পর প্রথম ওভারেই আঘাত হানেন বুমরা। ৭৩ বলে চার চারে ৪১ রান করা পেইনকে কট বিহাইন্ড করেন করেন এই পেসার। অস্ট্রেলিয়ার সংগ্রহ তখন ৭ উইকেটে ১৮৭।
অষ্টম উইকেটে হাল ধরেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। ভীতি ছড়ানো ৪১ রানের জুটির লাগাম টেনে ভারত শিবিরে স্বস্তি ফেরান মোহাম্মদ শামি। তার বলে দলীয় ২২৮ রানে উইকেটরক্ষক রিশাভ পান্তের হাতে ধরা পড়েন ৪৪ বলে দুই চারে ৩৮ রান করা স্টার্ক।
উইকেটের একপ্রান্ত আগলে রেখে আশাও ধরে রাখেন কামিন্স। দলীয় ২৫৯ রানে তাকে ফেরান বুমরাহ। এর আগে ১২১ বলে তিন চারে ২৮ রান করেন আটে নামা এই ব্যাপার। অস্ট্রেলিয়ার রান তখন ৯ উইকেটে ২৫৯।
শেষ উইকেট জুটিতেও মাটি কামড়ে লড়েছে অজিরা। নাথান লায়ন ও জশ হেইজেলউডের ৩২ রানের এই জুটি ভেঙে দেওয়ার মধ্য দিয়ে ভারতকে জয় এনে দেন রবিচন্ত্রন অশ্বিন। ৪৩ বলে ১৩ রান করা টেইলএন্ডারকে উইকেট ছাড়া করেন এই অফস্পিনার। ৪৭ বলে তিন চারে ৩৮ রানে অপরাজিত থাকেন লায়ন।
ভারতের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন বুমরাহ, অশ্বিন ও শামি। একটি উইকেট ইশান্ত শর্মার।
এই টেস্টে অসাধারণ এক কীর্তি গড়েছেন ভারতের তরুণ উইকেটরক্ষক পান্ত। এক টেস্টে ১১ ডিসমিসাল নিয়ে ভাগ বসিয়েছেন ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক জ্যাক রাসেল ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সেরর রেকর্ডে।
দুই দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী শুক্রবার, পার্থে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ২৫০
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৩৫
ভারত ২য় ইনিংস: ৩০৭
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ৩২৩) ১১৯.৫ ওভারে ২৯১ (আগের দিন ১০৪/৪) (মার্শ ৬০, হেড ১৪, পেইন ৪১, কামিন্স ২৮, স্টার্ক ২৮, লায়ন ৩৮*, হেইজেলউড ১৩; ইশান্ত ১/৪৮, বুমরাহ ৩/৬৮, অশ্বিন ৩/৯২, শামি ৩/৬৫, বিজয় ০/১১)।
ফল: ভারত ৩১ রানে জয়ী
ম্যাচ সেরা: চেতেশ্বর পুজারা