সাইপ্রাসের কাছে কিশোরদের বড় হার
অনলাইন ডেস্ক | ১০ ডিসেম্বর, ২০১৮ ১৭:৩৬
সাইপ্রাসের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের কিশোররা। ছবি: বাফুফে
অচেনা সাইপ্রাসের বিপক্ষে ভালো খেলার প্রত্যয় ছিল বাংলাদেশের কিশোরদের। কিন্তু শক্তি এবং কৌশলে ইউরোপের দেশটির বিপক্ষে পেরে ওঠেনি কোচ মোস্তফা আনোয়ার পারভেজের দল। হেরেছে বড় ব্যবধানে।
উয়েফা অনূর্ধ্ব-১৫ ফুটবলে রোববার নিজেদের প্রথম ম্যাচে ৪-০ গোলে হারে বাংলাদেশ। প্রথমার্ধে এক গোল হজমের পর দ্বিতীয়ার্ধে আরো তিন গোল হজম করে কদিন আগে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে শিরোপা জয়ী কিশোররা।
থাইল্যান্ডের বুরিরামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হয় খেলা। ম্যাচের ১৭ মিনিটে পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় সাইপ্রাস। দলটির ইলিয়াস কসতিস স্পটকিক থেকে করেন গোলটি।
৬৭ মিনিটে কর্নার কিক থেকে দ্বিতীয় গোল আদায় করে ইউরোপের দেশটি। গোল করেন মারিওস। তিন মিনিটের ব্যবধানে আরো একটি গোল হজম করে বাংলাদেশ। এনজেলোস জেফকি অনেকটা ফাঁকায় বল পেয়ে দূল পাল্লার শটে বল জালে জড়ান। ৯১ মিনিটে আন্দ্রেসের গোলে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করে সাইপ্রাস।
উয়েফার অর্থায়নে আয়োজিত আসরটিতে অংশ নিয়েছে মোট চার দেশ। বাংলাদেশ, থাইল্যান্ড ও মালদ্বীপের সঙ্গে ইউরোপের একমাত্র দেশ সাইপ্রাস।
১২ ডিসেম্বর থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের। ১৪ ডিসেম্বর শেষ ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। লিগ পদ্ধতির খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১০ ডিসেম্বর, ২০১৮ ১৭:৩৬

অচেনা সাইপ্রাসের বিপক্ষে ভালো খেলার প্রত্যয় ছিল বাংলাদেশের কিশোরদের। কিন্তু শক্তি এবং কৌশলে ইউরোপের দেশটির বিপক্ষে পেরে ওঠেনি কোচ মোস্তফা আনোয়ার পারভেজের দল। হেরেছে বড় ব্যবধানে।
উয়েফা অনূর্ধ্ব-১৫ ফুটবলে রোববার নিজেদের প্রথম ম্যাচে ৪-০ গোলে হারে বাংলাদেশ। প্রথমার্ধে এক গোল হজমের পর দ্বিতীয়ার্ধে আরো তিন গোল হজম করে কদিন আগে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে শিরোপা জয়ী কিশোররা।
থাইল্যান্ডের বুরিরামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হয় খেলা। ম্যাচের ১৭ মিনিটে পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় সাইপ্রাস। দলটির ইলিয়াস কসতিস স্পটকিক থেকে করেন গোলটি।
৬৭ মিনিটে কর্নার কিক থেকে দ্বিতীয় গোল আদায় করে ইউরোপের দেশটি। গোল করেন মারিওস। তিন মিনিটের ব্যবধানে আরো একটি গোল হজম করে বাংলাদেশ। এনজেলোস জেফকি অনেকটা ফাঁকায় বল পেয়ে দূল পাল্লার শটে বল জালে জড়ান। ৯১ মিনিটে আন্দ্রেসের গোলে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করে সাইপ্রাস।
উয়েফার অর্থায়নে আয়োজিত আসরটিতে অংশ নিয়েছে মোট চার দেশ। বাংলাদেশ, থাইল্যান্ড ও মালদ্বীপের সঙ্গে ইউরোপের একমাত্র দেশ সাইপ্রাস।
১২ ডিসেম্বর থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের। ১৪ ডিসেম্বর শেষ ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। লিগ পদ্ধতির খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।