মেসি-রামোসের পাশে আদুরিস
অনলাইন ডেস্ক | ১১ ডিসেম্বর, ২০১৮ ০৯:৫১
ছবি: আথলেতিক বিলবাওয়ের ওয়েবসাইট
লা লিগায় টানা ১৪ মৌসুমে গোল করে বার্সেলোনা তারকা লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সের্হিও রামোসের পাশে নাম লেখিয়েছিন আথলেতিক বিলবাওয়ের স্ট্রাইকার আরিৎস আদুরিস।
লা লিগায় সোমবার রাতে জিরোনার বিপক্ষে ১-০ গোলের জয় পায় আথলেতিক। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন আদুরিস।
এই গোলে স্পেনের শীর্ষ লিগে গত ১৪ মৌসুমের সবকটিতে একবার হলেও জালের দেখা পেলেন ৩৭ বছর বয়সী এই খেলোয়াড়। লা লিগায় এর আগে এই অর্জন ছিল কেবল বার্সেলোনা ফরোয়ার্ড মেসি ও রিয়াল অধিনায়ক রামোসের।
মাইলফলক স্পর্শ করা আদুরিসের দল আথলেতিক এবারের মৌসুমে খুব বাজে সময় পার করছে। চলতি লিগে এই নিয়ে মাত্র দ্বিতীয় জয় পেল তারা। তাদের সামনে রেলিগেশনে পড়ার জোরালো শঙ্কা। ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে তাদের অবস্থান অষ্টাদশ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১১ ডিসেম্বর, ২০১৮ ০৯:৫১

ছবি: আথলেতিক বিলবাওয়ের ওয়েবসাইট
লা লিগায় টানা ১৪ মৌসুমে গোল করে বার্সেলোনা তারকা লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সের্হিও রামোসের পাশে নাম লেখিয়েছিন আথলেতিক বিলবাওয়ের স্ট্রাইকার আরিৎস আদুরিস।
লা লিগায় সোমবার রাতে জিরোনার বিপক্ষে ১-০ গোলের জয় পায় আথলেতিক। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন আদুরিস।
এই গোলে স্পেনের শীর্ষ লিগে গত ১৪ মৌসুমের সবকটিতে একবার হলেও জালের দেখা পেলেন ৩৭ বছর বয়সী এই খেলোয়াড়। লা লিগায় এর আগে এই অর্জন ছিল কেবল বার্সেলোনা ফরোয়ার্ড মেসি ও রিয়াল অধিনায়ক রামোসের।
মাইলফলক স্পর্শ করা আদুরিসের দল আথলেতিক এবারের মৌসুমে খুব বাজে সময় পার করছে। চলতি লিগে এই নিয়ে মাত্র দ্বিতীয় জয় পেল তারা। তাদের সামনে রেলিগেশনে পড়ার জোরালো শঙ্কা। ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে তাদের অবস্থান অষ্টাদশ।
শেয়ার করুন