১২ হাজারে ‘প্রথম’ তামিম
অনলাইন ডেস্ক | ১১ ডিসেম্বর, ২০১৮ ১৯:২৭
প্রথম বাংলাদেশি হিসেবে ১২ হারাজ রানের কীর্তি গড়লেন তামিম। ছবি: নাজমুল হক বাপ্পি
তিন সংস্করণ মিলে ১২ হাজার রান পূর্ন করেছেন তামিম ইকবাল। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫০ রানের ইনিংস খেলেন তামিম। এই ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি হিসেবে ১২ হারাজ রানের কীর্তি গড়েন বাঁহাতি ব্যাটসম্যান।
মাইলফলকটি আরো আগেই ছুঁতে পারতেন তামিম। কিন্তু এশিয়া কাপের প্রথম ম্যাচে চোট পেয়েই মাঠের বাইরে চলে যেতে হয়েছিল তাকে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ পুরোটাই মিস করেছেন। খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও।
ওয়ানডে সিরিজ শুরুর আগে তিন সংস্করণ মিলে তামিমের রান ছিল ১১৯৪১। অর্থাৎ মাইলফল থেকে ৫৯ রান দূরে ছিলেন এই তিনি।
প্রথম ওয়ানডেতে ১২ রানের ইনিংস খেলেন তামিম। মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে মাইলফলক ছুঁতে তাই ৪৭ রান প্রয়োজন ছিল এই ওপেনারের। এই ড্যাশিং ওপেনার খেলেছেন ৫০ রানের ইনিংস। তিন সংস্করণ মিলে এখন তার সংগ্রহ ১২০৩ রান।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যাস হিসিবে তিন সংস্কারণ মিলে দশ হাজার পূরণ করেছিলেন তামিম। এই ম্যাচের ইনিংস শেষে তিন সংস্করণ মিলে ৩১২ ম্যাচে ১২০৩ রান তামিমের। টেস্টে রান ৪০৪৯, ওয়ানডেতে ৬৩৬৯, টি-টুয়েন্টিতে ১৫৮৫। তিন সংস্করণ মিলে তামিমের সেঞ্চুরির সংখ্যা ২০টি, ফিফটি ৭৪টি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১১ ডিসেম্বর, ২০১৮ ১৯:২৭

তিন সংস্করণ মিলে ১২ হাজার রান পূর্ন করেছেন তামিম ইকবাল। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫০ রানের ইনিংস খেলেন তামিম। এই ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি হিসেবে ১২ হারাজ রানের কীর্তি গড়েন বাঁহাতি ব্যাটসম্যান।
মাইলফলকটি আরো আগেই ছুঁতে পারতেন তামিম। কিন্তু এশিয়া কাপের প্রথম ম্যাচে চোট পেয়েই মাঠের বাইরে চলে যেতে হয়েছিল তাকে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ পুরোটাই মিস করেছেন। খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও।
ওয়ানডে সিরিজ শুরুর আগে তিন সংস্করণ মিলে তামিমের রান ছিল ১১৯৪১। অর্থাৎ মাইলফল থেকে ৫৯ রান দূরে ছিলেন এই তিনি।
প্রথম ওয়ানডেতে ১২ রানের ইনিংস খেলেন তামিম। মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে মাইলফলক ছুঁতে তাই ৪৭ রান প্রয়োজন ছিল এই ওপেনারের। এই ড্যাশিং ওপেনার খেলেছেন ৫০ রানের ইনিংস। তিন সংস্করণ মিলে এখন তার সংগ্রহ ১২০৩ রান।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যাস হিসিবে তিন সংস্কারণ মিলে দশ হাজার পূরণ করেছিলেন তামিম। এই ম্যাচের ইনিংস শেষে তিন সংস্করণ মিলে ৩১২ ম্যাচে ১২০৩ রান তামিমের। টেস্টে রান ৪০৪৯, ওয়ানডেতে ৬৩৬৯, টি-টুয়েন্টিতে ১৫৮৫। তিন সংস্করণ মিলে তামিমের সেঞ্চুরির সংখ্যা ২০টি, ফিফটি ৭৪টি।