বায়ার্নের রেকর্ডে ভাগ বসাল বার্সা
অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০১৮ ১৪:২০
ছবি: বার্সেলোনা টুইটার
টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকায় বায়ার্ন মিউনিখের রেকর্ডে ভাগ বসিয়েছে বার্সেলোনা।
নিজেদের মাঠ কাম্প নউয়ে মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে টটেনহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করে কাতালান ক্লাবটি। তাতে রেকর্ড বইয়ে ওঠে তাদের নাম।
ম্যাচটিতে জয় পেতে পারত বার্সেলোনা। সপ্তম মিনিটেই উসমানে দেম্বেলের গোলে এগিয়ে গিয়েছিল দলটি। ম্যাচের শেষ দিকে উইঙ্গার লুকাস মৌরার গোলে সমতা ফেরায় টটেনহ্যাম। মূল্যবান একটি পয়েন্টে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি পায় প্রতিযোগিতাটির শেষ ষোলোর টিকিট।
ম্যাচটি জিততে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে অপরাজিত থাকার ধারা ধরে রেখেছে আগেই শেষ ষোলোর টিকিট পাওয়া বার্সেলোনা। প্রতিযোগিতাটিতে ২০১৩ সাল থেকে ঘরের মাঠে টানা ২৯ ম্যাচে অপরাজিত রইল স্পেনের অন্যতম সফল ক্লাবটি। এর মধ্যে ২৬ ম্যাচে জয় ও তিনটি ম্যাচে ড্র করে ক্লাবটি।
এর আগে নিজেদের সাবেক স্টেডিয়াম অলিম্পয়াস্তাডিওনে ১৯৯৮-২০০২ সময়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল বুন্ডেসলিগা জায়ান্ট বায়ার্ন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০১৮ ১৪:২০

টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকায় বায়ার্ন মিউনিখের রেকর্ডে ভাগ বসিয়েছে বার্সেলোনা।
নিজেদের মাঠ কাম্প নউয়ে মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে টটেনহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করে কাতালান ক্লাবটি। তাতে রেকর্ড বইয়ে ওঠে তাদের নাম।
ম্যাচটিতে জয় পেতে পারত বার্সেলোনা। সপ্তম মিনিটেই উসমানে দেম্বেলের গোলে এগিয়ে গিয়েছিল দলটি। ম্যাচের শেষ দিকে উইঙ্গার লুকাস মৌরার গোলে সমতা ফেরায় টটেনহ্যাম। মূল্যবান একটি পয়েন্টে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি পায় প্রতিযোগিতাটির শেষ ষোলোর টিকিট।
ম্যাচটি জিততে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে অপরাজিত থাকার ধারা ধরে রেখেছে আগেই শেষ ষোলোর টিকিট পাওয়া বার্সেলোনা। প্রতিযোগিতাটিতে ২০১৩ সাল থেকে ঘরের মাঠে টানা ২৯ ম্যাচে অপরাজিত রইল স্পেনের অন্যতম সফল ক্লাবটি। এর মধ্যে ২৬ ম্যাচে জয় ও তিনটি ম্যাচে ড্র করে ক্লাবটি।
এর আগে নিজেদের সাবেক স্টেডিয়াম অলিম্পয়াস্তাডিওনে ১৯৯৮-২০০২ সময়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল বুন্ডেসলিগা জায়ান্ট বায়ার্ন।