আইপিএলের নিলামে মুশফিক-মাহমুদউল্লাহ
অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০১৮ ১৫:২৩
ছবি: দেশ রূপান্তর
ধারণা করা হচ্ছিল, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টির নিলামে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের নাম থাকতে পারে। কিন্তু সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর জানা গেল, বাংলাদেশের মাত্র দুইজন উঠছেন নিলামে- মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
ভারতের জয়পুরে ১৮ ডিসেম্বর আইপিএল-২০১৯ এর নিলাম হবে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআই। নিলামের জন্য প্রকাশ করা হয়েছে খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকাও।
দলগুলোর খেলোয়াড় বাছাই প্রায় শেষ। ইতিমধ্যে খেলোয়াড় ধরে রাখা এবং ছেড়ে দেয়ার কাজ সেরে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বাকি ৭০ জনের জায়গা। এর জন্য নিবন্ধন করেছিলেন ১০০৩ জন ক্রিকেটার। সেটা ছিল প্রাথমিক তালিকা। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার ছিলেন ৭৪৬ জন। আর বিদেশি ২৩২ জনের মধ্যে বাংলাদেশের ছিলেন ১০ বাংলাদেশি। সেখান থেকে ফ্রাঞ্চাইজিগুলো চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। তাতে টিকেছেন কেবল ৩৪৬ জন ক্রিকেটার।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ঠাঁই হয়েছে মাত্র দুই জনের। সংক্ষিপ্ত তালিকায় মুশফিক ও মাহমুদউল্লাহর ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি।
সানরাইজার্স হায়দরাবাদ সাকিব আল হাসানকে ধরে রাখায় নিলামে উঠছে না বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারের নাম।
শোনা যাচ্ছিল নিলাম উঠতে পারে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আবু হায়দার, লিটন দাস ও নাঈম হাসানের নাম। সংক্ষিপ্ত তালিকায় নেই সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলা মুস্তাফিজুর রহমানের নামও।
এই পেসারের এবার আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছিল আগে থেকেই। বিশ্বকাপ সামনে থাকায় নতুন কোনো চোটে না পড়ার শঙ্কা এড়াতে আইপিএলে তার না খেলার সম্ভাবনার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০১৮ ১৫:২৩

ধারণা করা হচ্ছিল, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টির নিলামে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের নাম থাকতে পারে। কিন্তু সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর জানা গেল, বাংলাদেশের মাত্র দুইজন উঠছেন নিলামে- মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
ভারতের জয়পুরে ১৮ ডিসেম্বর আইপিএল-২০১৯ এর নিলাম হবে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআই। নিলামের জন্য প্রকাশ করা হয়েছে খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকাও।
দলগুলোর খেলোয়াড় বাছাই প্রায় শেষ। ইতিমধ্যে খেলোয়াড় ধরে রাখা এবং ছেড়ে দেয়ার কাজ সেরে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বাকি ৭০ জনের জায়গা। এর জন্য নিবন্ধন করেছিলেন ১০০৩ জন ক্রিকেটার। সেটা ছিল প্রাথমিক তালিকা। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার ছিলেন ৭৪৬ জন। আর বিদেশি ২৩২ জনের মধ্যে বাংলাদেশের ছিলেন ১০ বাংলাদেশি। সেখান থেকে ফ্রাঞ্চাইজিগুলো চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। তাতে টিকেছেন কেবল ৩৪৬ জন ক্রিকেটার।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ঠাঁই হয়েছে মাত্র দুই জনের। সংক্ষিপ্ত তালিকায় মুশফিক ও মাহমুদউল্লাহর ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি।
সানরাইজার্স হায়দরাবাদ সাকিব আল হাসানকে ধরে রাখায় নিলামে উঠছে না বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারের নাম।
শোনা যাচ্ছিল নিলাম উঠতে পারে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আবু হায়দার, লিটন দাস ও নাঈম হাসানের নাম। সংক্ষিপ্ত তালিকায় নেই সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলা মুস্তাফিজুর রহমানের নামও।
এই পেসারের এবার আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছিল আগে থেকেই। বিশ্বকাপ সামনে থাকায় নতুন কোনো চোটে না পড়ার শঙ্কা এড়াতে আইপিএলে তার না খেলার সম্ভাবনার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন।