বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে ইউনিসেফের লোগো
নিজস্ব প্রতিবেদক | ১২ ডিসেম্বর, ২০১৮ ১৬:৫২
ছবি: নাজমুল হক বাপ্পি
বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে এখন থেকে শোভা পাবে ইউনিসেফের লোগো। শিশুদের অধিকাররক্ষায় এবং ক্রিকেট খেলায় তাদের অংশগ্রহণ বাড়াতে ইউনিসেফ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার দুই পক্ষের মধ্যে ২ বছরের চুক্তি হয়েছে। এই চুক্তির মাধ্যমে মা ও শিশুর প্রতীক সম্বলিত ইউনিসেফের লোগো প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ক্রিকেট দলের জার্সিতে স্থান পেতে যাচ্ছে।
বাংলাদেশ জাতীয় পুরষ ক্রিকেট দলের পাশাপাশি নারী জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দলের জার্সিতেও থাকবে এই লোগো। জার্সির কলারে শোভা পাবে লোগোটি।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বিসিবির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার চুক্তিপত্রে সাক্ষর করেন। এসময় জাতীয় ক্রিকেট দলের তারকা মেহেদী হাসান মিরাজ উপস্থিত ছিলেন।
ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার বলেন, ‘বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তার কারণে এই অংশীদারিত্বকে ঘিরে অনেক উচ্চাশা রয়েছে। এই অংশীদারিত্বের আওতায় আমরা ক্রিকেটের মাধ্যমে অনেক বেশি সুবিধাবঞ্চিত শিশুর কাছে পৌঁছাতে এবং তাদের ক্ষমতায়ন করতে পারবো বলে আশা করি।’
ইউনিসেফ ২০০৬ সাল থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১২ ডিসেম্বর, ২০১৮ ১৬:৫২

বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে এখন থেকে শোভা পাবে ইউনিসেফের লোগো। শিশুদের অধিকাররক্ষায় এবং ক্রিকেট খেলায় তাদের অংশগ্রহণ বাড়াতে ইউনিসেফ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার দুই পক্ষের মধ্যে ২ বছরের চুক্তি হয়েছে। এই চুক্তির মাধ্যমে মা ও শিশুর প্রতীক সম্বলিত ইউনিসেফের লোগো প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ক্রিকেট দলের জার্সিতে স্থান পেতে যাচ্ছে।
বাংলাদেশ জাতীয় পুরষ ক্রিকেট দলের পাশাপাশি নারী জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দলের জার্সিতেও থাকবে এই লোগো। জার্সির কলারে শোভা পাবে লোগোটি।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বিসিবির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার চুক্তিপত্রে সাক্ষর করেন। এসময় জাতীয় ক্রিকেট দলের তারকা মেহেদী হাসান মিরাজ উপস্থিত ছিলেন।
ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার বলেন, ‘বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তার কারণে এই অংশীদারিত্বকে ঘিরে অনেক উচ্চাশা রয়েছে। এই অংশীদারিত্বের আওতায় আমরা ক্রিকেটের মাধ্যমে অনেক বেশি সুবিধাবঞ্চিত শিশুর কাছে পৌঁছাতে এবং তাদের ক্ষমতায়ন করতে পারবো বলে আশা করি।’
ইউনিসেফ ২০০৬ সাল থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।