চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সেমিতে শেখ রাসেল
অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০১৮ ২০:২৫
গোল করার পর শেখ রাসেল ক্রীড়াচক্রের খেলোয়াড়দের উল্লাস। ছবি: নাজমুল হক বাপ্পি
স্বাধীনতা কাপ ফুটবলে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শেষ আটের লড়াইয়ে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সেমির টিকেট কাটে দলটি।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের বর্তমান রানার্সআপদের ২-০ গোলে হারায় শেখ রাসেল। দুই বিদেশির পা থেকে দুটি গোলই এসেছে প্রথমার্ধে।
ম্যাচের ৩৫ মিনিটে আজিজভ আলিশের গোলে এগিয়ে যায় ২০১৩-১৪ মৌসুমের ট্রেবল জয়ী শেখ রাসেল। তিন তিনিটের ব্যবধানে রাফায়েল গোল করলে ২-০ গোলের লিড পায় দলটি।
দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে ২-০ তে জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ রাসেল।
এর আগে মঙ্গলবার প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাদার্স ইউনিয়ন। শেষ চারে শেখ রাসেলের মুখোমুখি হবে দলটি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০১৮ ২০:২৫

গোল করার পর শেখ রাসেল ক্রীড়াচক্রের খেলোয়াড়দের উল্লাস। ছবি: নাজমুল হক বাপ্পি
স্বাধীনতা কাপ ফুটবলে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শেষ আটের লড়াইয়ে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সেমির টিকেট কাটে দলটি।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের বর্তমান রানার্সআপদের ২-০ গোলে হারায় শেখ রাসেল। দুই বিদেশির পা থেকে দুটি গোলই এসেছে প্রথমার্ধে।
ম্যাচের ৩৫ মিনিটে আজিজভ আলিশের গোলে এগিয়ে যায় ২০১৩-১৪ মৌসুমের ট্রেবল জয়ী শেখ রাসেল। তিন তিনিটের ব্যবধানে রাফায়েল গোল করলে ২-০ গোলের লিড পায় দলটি।
দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে ২-০ তে জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ রাসেল।
এর আগে মঙ্গলবার প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাদার্স ইউনিয়ন। শেষ চারে শেখ রাসেলের মুখোমুখি হবে দলটি।
শেয়ার করুন