ফুটবল ক্লাব কিনছেন পিকে
অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০১৮ ২১:৫১
জেরার্ড পিকে।
জেরার্ড পিকে এফসি অ্যান্ডোরা নামের একটি ফুটবল ক্লাব কিনতে যাচ্ছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মার্কা জানিয়েছে, এই ক্লাবকে পেশাদার পর্যায়ের ফুটবলে নিয়ে আসতে চান স্পেনের এই তারকা ফুটবলার।
ফুটবল খেলার পাশাপাশি পিকে ব্যবসায়ও বেশ সিদ্ধহস্ত। ক্লাব পরিচালনার দায়িত্বে থাকবে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান কসমোস। কয়েক দিনের ভেতরে নতুন কোচ নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
গত মাসে পিকে এক সাক্ষাৎকারে ক্লাব কেনার আগ্রহের কথা জানান। এর আগে তিনি টেনিসেও বিনিয়োগ করেছেন।
এফসি অ্যান্ডোরা স্প্যানিশ ফুটবলে যাত্রা শুরু করে ১৯৪২ সালে। আঞ্চলিক টুর্নামেন্টে গ্রুপ-২’এ খেলছে দলটি। ১৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১১তম। অনেক আগে কোপা ডেল রেও খেলেছে তারা।
পিকের আগে আরেকটি স্প্যানিশ ক্লাব কেনেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড রোনালদো। ৩ কোটি ইউরো দিয়ে রিয়াল ভাইয়াদলিদের ৫১% শেয়ার কেনেন তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০১৮ ২১:৫১

জেরার্ড পিকে এফসি অ্যান্ডোরা নামের একটি ফুটবল ক্লাব কিনতে যাচ্ছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মার্কা জানিয়েছে, এই ক্লাবকে পেশাদার পর্যায়ের ফুটবলে নিয়ে আসতে চান স্পেনের এই তারকা ফুটবলার।
ফুটবল খেলার পাশাপাশি পিকে ব্যবসায়ও বেশ সিদ্ধহস্ত। ক্লাব পরিচালনার দায়িত্বে থাকবে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান কসমোস। কয়েক দিনের ভেতরে নতুন কোচ নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
গত মাসে পিকে এক সাক্ষাৎকারে ক্লাব কেনার আগ্রহের কথা জানান। এর আগে তিনি টেনিসেও বিনিয়োগ করেছেন।
এফসি অ্যান্ডোরা স্প্যানিশ ফুটবলে যাত্রা শুরু করে ১৯৪২ সালে। আঞ্চলিক টুর্নামেন্টে গ্রুপ-২’এ খেলছে দলটি। ১৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১১তম। অনেক আগে কোপা ডেল রেও খেলেছে তারা।
পিকের আগে আরেকটি স্প্যানিশ ক্লাব কেনেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড রোনালদো। ৩ কোটি ইউরো দিয়ে রিয়াল ভাইয়াদলিদের ৫১% শেয়ার কেনেন তিনি।