ইয়াং বয়েসের কাছে হেরেও গ্রুপ সেরা ইউভেন্তুস
অনলাইন ডেস্ক | ১৩ ডিসেম্বর, ২০১৮ ১০:৩০
ছবি: ইয়াং বয়েস টুইটার
ফরাসি স্ট্রাইকার গিয়ুম উয়াহুর জোড়া গোলে ইয়াং বয়েসের সঙ্গে শেষ পর্যন্ত পেরে উঠল না ইউভেন্তুস। ম্যাচটিতে হার মানলেও গ্রুপ সেরা হয়েই চ্যামিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠেছে সেরি আ চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ২-১ গোলে হারে ইউভেন্তুস। তুরিনে প্রথম লেগের সুইজারল্যান্ডের ক্লাবটির বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছিল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
ছয় ম্যাচে চার জয়ে গ্রুপে ইউভেন্তুসের সংগ্রহ সর্বোচ্চ ১২ পয়েন্ট। তিন জয় ও এক ড্রসহ ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি ইউভেন্তুস ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। ৩০তম মিনিটে উয়াহুর স্পট কিকে উল্টো পিছিয়ে পড়ে আল্লেগ্রির দল। ডি-বক্সে বল কেড়ে নিতে ক্যামেরুনের মিডফিল্ডার গামালেউলকে ইউভেন্তুসের ডিফেন্ডার আলেক্স সান্দ্রো ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা।
ওয়াহুর নৈপুণ্যে ম্যাচের ৬৮তম মিনিটে দ্বিতীয় গোল পায় ইয়াং বয়েস। ডি-বক্সের বাইর থেকে বাঁ পায়ের জোরাল শটে জালে বল জড়ান ফরাসি এই স্ট্রাইকার।
৮০তম মিনিটে পাওলো দিবালার করা ঠিক একই রকম গোলে ব্যবধান ২-১ বানায় রিয়াল। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দূরের পোস্টে নেওয়া শটে আবারও জালে বল জড়িয়েছিলেন দিবালা। কিন্তু রোনালদো অফসাইড পজিশনে থাকায় বাদ হয়ে যায় গোলটি। হার এড়ানো সম্ভব হয়নি ইউভেন্তুসের। এক বছরের বেশি সময় পর প্রতিপক্ষের মাঠে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে এই প্রথম হারল তুরিনের ক্লাবটি।
শেষ ম্যাচে ইউভেন্তুসকে হারালেও গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ঠেকাতে পারেনি ইয়াং বয়েস। ছয় ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানির দল তারা।
গ্রুপের অপর ম্যাচে ভালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি ম্যাচটিতে জয় পেলে ইউভেন্তুসকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারত।
ইউনাইটেডের বিপক্ষে জিতেও বিদায় ঠেকাতে পারেনি ভালেন্সিয়া। দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লা লিগার ক্লাবটি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৩ ডিসেম্বর, ২০১৮ ১০:৩০

ফরাসি স্ট্রাইকার গিয়ুম উয়াহুর জোড়া গোলে ইয়াং বয়েসের সঙ্গে শেষ পর্যন্ত পেরে উঠল না ইউভেন্তুস। ম্যাচটিতে হার মানলেও গ্রুপ সেরা হয়েই চ্যামিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠেছে সেরি আ চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ২-১ গোলে হারে ইউভেন্তুস। তুরিনে প্রথম লেগের সুইজারল্যান্ডের ক্লাবটির বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছিল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
ছয় ম্যাচে চার জয়ে গ্রুপে ইউভেন্তুসের সংগ্রহ সর্বোচ্চ ১২ পয়েন্ট। তিন জয় ও এক ড্রসহ ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি ইউভেন্তুস ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। ৩০তম মিনিটে উয়াহুর স্পট কিকে উল্টো পিছিয়ে পড়ে আল্লেগ্রির দল। ডি-বক্সে বল কেড়ে নিতে ক্যামেরুনের মিডফিল্ডার গামালেউলকে ইউভেন্তুসের ডিফেন্ডার আলেক্স সান্দ্রো ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা।
ওয়াহুর নৈপুণ্যে ম্যাচের ৬৮তম মিনিটে দ্বিতীয় গোল পায় ইয়াং বয়েস। ডি-বক্সের বাইর থেকে বাঁ পায়ের জোরাল শটে জালে বল জড়ান ফরাসি এই স্ট্রাইকার।
৮০তম মিনিটে পাওলো দিবালার করা ঠিক একই রকম গোলে ব্যবধান ২-১ বানায় রিয়াল। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দূরের পোস্টে নেওয়া শটে আবারও জালে বল জড়িয়েছিলেন দিবালা। কিন্তু রোনালদো অফসাইড পজিশনে থাকায় বাদ হয়ে যায় গোলটি। হার এড়ানো সম্ভব হয়নি ইউভেন্তুসের। এক বছরের বেশি সময় পর প্রতিপক্ষের মাঠে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে এই প্রথম হারল তুরিনের ক্লাবটি।
শেষ ম্যাচে ইউভেন্তুসকে হারালেও গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ঠেকাতে পারেনি ইয়াং বয়েস। ছয় ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানির দল তারা।
গ্রুপের অপর ম্যাচে ভালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি ম্যাচটিতে জয় পেলে ইউভেন্তুসকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারত।
ইউনাইটেডের বিপক্ষে জিতেও বিদায় ঠেকাতে পারেনি ভালেন্সিয়া। দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লা লিগার ক্লাবটি।