২০২০ সালের এশিয়া কাপ আয়োজক পাকিস্তান
অনলাইন ডেস্ক | ১৪ ডিসেম্বর, ২০১৮ ১১:১০
এশিয়া কাপ ক্রিকেটের পরবর্তী আসর আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু ভেন্যু পাকিস্তানেই রাখা হবে, না অন্য কোথাও এ ব্যাপারে নিশ্চিত কিছু জানানো হয়নি।
২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার একমাস আগে সেপ্টেম্বরে শুরু হবে এশিয়া কাপ। গত আসরের মতো আগামী আসরও হবে টি-টোয়েন্টি ফর্মেটের।
এশিয়া কাপের পরের আসরের আয়োজক প্রসঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, “২০২০ এশিয়া কাপ পাকিস্তানে হবে। আয়োজক হওয়ায় তারা এটা কোথায় আয়োজন করবে সেটা আমাদেরকে তারাই জানাবে। গতবার আয়োজক ছিল ভারত, কিন্তু প্রতিযোগিতাটি সংযুক্ত আরব আমিরাতে এটা আয়োজন করে তারা।”
প্রতিযোগিতাটি পাকিস্তানের মাঠে হবে, নাকি নিরপেক্ষ কোনো ভেন্যুতে তা মূলত নির্ভর করছে দেশটির নিরাপত্তা পরিস্থিতি ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে তাদের পারস্পরিক সম্পর্কের উপর। তবে এশিয়া কাপ আয়োজনের জন্য পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিতে পারে ধারণা করা হচ্ছে।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসের উপর সন্ত্রাসী হামলার পর থেকেই নিজেদের হোম সিরিজগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করে আসছে পাকিস্তান। ২০১৮ সালের এশিয়া কাপও অনুষ্ঠিত হয় দুবাই ও আবু ধাবিতে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৪ ডিসেম্বর, ২০১৮ ১১:১০

এশিয়া কাপ ক্রিকেটের পরবর্তী আসর আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু ভেন্যু পাকিস্তানেই রাখা হবে, না অন্য কোথাও এ ব্যাপারে নিশ্চিত কিছু জানানো হয়নি।
২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার একমাস আগে সেপ্টেম্বরে শুরু হবে এশিয়া কাপ। গত আসরের মতো আগামী আসরও হবে টি-টোয়েন্টি ফর্মেটের।
এশিয়া কাপের পরের আসরের আয়োজক প্রসঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, “২০২০ এশিয়া কাপ পাকিস্তানে হবে। আয়োজক হওয়ায় তারা এটা কোথায় আয়োজন করবে সেটা আমাদেরকে তারাই জানাবে। গতবার আয়োজক ছিল ভারত, কিন্তু প্রতিযোগিতাটি সংযুক্ত আরব আমিরাতে এটা আয়োজন করে তারা।”
প্রতিযোগিতাটি পাকিস্তানের মাঠে হবে, নাকি নিরপেক্ষ কোনো ভেন্যুতে তা মূলত নির্ভর করছে দেশটির নিরাপত্তা পরিস্থিতি ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে তাদের পারস্পরিক সম্পর্কের উপর। তবে এশিয়া কাপ আয়োজনের জন্য পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিতে পারে ধারণা করা হচ্ছে।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসের উপর সন্ত্রাসী হামলার পর থেকেই নিজেদের হোম সিরিজগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করে আসছে পাকিস্তান। ২০১৮ সালের এশিয়া কাপও অনুষ্ঠিত হয় দুবাই ও আবু ধাবিতে।