টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
অনলাইন ডেস্ক | ১৪ ডিসেম্বর, ২০১৮ ১২:০৪
ছবি: নাজমুল হক বাপ্পি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে সিলেটে প্রথমে ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
চলতি সিরিজে এই প্রথম টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মিরপুরে প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করে ৫ উইকেটের জয় পেয়েছিল স্বাগতিক দল। দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়রা টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটের জয়ে সিরিজে ফেরায় ১-১ সমতা।
বাংলাদেশ দলে দুই পরিবর্তন। ব্যর্থতার বৃত্তে থাকা টপঅর্ডার ইমরুল কায়েসের জায়গায় এসেছেন মোহাম্মদ মিথুন। আগের দুই ম্যাচে খরুচে পেসার রুবেল হোসেনের জায়গায় এসেছেন পেস-রাউন্ডার সাইফউদ্দিনকে।
ওয়েস্ট ইন্ডিজ একাদশে পরিবর্তন একটি। পেসার ওশান টমাসের বদলে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার ফ্যাবিয়ান অ্যালেনকে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: চন্দরপল হেমরাজ, শেই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, রোস্টন চেইস, কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, ফ্যাবিয়ান অ্যালেন।
সিরিজ জয়ের সামনে উভয় দল
মিরপুরে প্রথম সিরিজের প্রথম ম্যাচটি ৫ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি। একই ভেন্যুতে পরের ম্যাচে শেষ ওভারে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। তাই সিলিটে আজ দলের সামনেই থাকছে সিরিজ জয়ের সুযোগ।
এই লড়াইয়ে শ্রেষ্ঠত্ব দেখাতে পারলে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করবে তারা। তা হবে ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থ ওয়ানডে সিরিজ জয়।
২০০৯ সালে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম সিরিজ জিতেছিল বাংলাদেশ। ২০১২ সালে ঘরের মাঠে জিতে পরের সিরিজ। পাঁচ ম্যাচের ওই সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এরপর চলতি বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানের জয় পায় তারা।
হাবিবুলকে ছাড়িয়ে মাশরাফি
আরও একটি কীর্তি গড়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশকে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেওয়ায় হাবিবুল বাশারকে ছাড়িয়ে রেকর্ড গড়েছেন নড়াইল এক্সপ্রেস।
২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশকে ৬৯টি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েছিলেন হাবিবুল। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে নেতৃত্ব দিয়ে সে রেকর্ডে ভাগ বসান মাশরাফি। সিলেটে সিরিজের তৃতীয় ম্যাচে টসে এসে রেকর্ডটি নিজের করে নিলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
এই তালিকায় পরের স্থানে আছেন ৫০টি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া অলরাউন্ডার সাকিব আল হাসান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৪ ডিসেম্বর, ২০১৮ ১২:০৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে সিলেটে প্রথমে ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
চলতি সিরিজে এই প্রথম টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মিরপুরে প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করে ৫ উইকেটের জয় পেয়েছিল স্বাগতিক দল। দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়রা টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটের জয়ে সিরিজে ফেরায় ১-১ সমতা।
বাংলাদেশ দলে দুই পরিবর্তন। ব্যর্থতার বৃত্তে থাকা টপঅর্ডার ইমরুল কায়েসের জায়গায় এসেছেন মোহাম্মদ মিথুন। আগের দুই ম্যাচে খরুচে পেসার রুবেল হোসেনের জায়গায় এসেছেন পেস-রাউন্ডার সাইফউদ্দিনকে।
ওয়েস্ট ইন্ডিজ একাদশে পরিবর্তন একটি। পেসার ওশান টমাসের বদলে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার ফ্যাবিয়ান অ্যালেনকে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: চন্দরপল হেমরাজ, শেই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, রোস্টন চেইস, কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, ফ্যাবিয়ান অ্যালেন।
সিরিজ জয়ের সামনে উভয় দল
মিরপুরে প্রথম সিরিজের প্রথম ম্যাচটি ৫ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি। একই ভেন্যুতে পরের ম্যাচে শেষ ওভারে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। তাই সিলিটে আজ দলের সামনেই থাকছে সিরিজ জয়ের সুযোগ।
এই লড়াইয়ে শ্রেষ্ঠত্ব দেখাতে পারলে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করবে তারা। তা হবে ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থ ওয়ানডে সিরিজ জয়।
২০০৯ সালে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম সিরিজ জিতেছিল বাংলাদেশ। ২০১২ সালে ঘরের মাঠে জিতে পরের সিরিজ। পাঁচ ম্যাচের ওই সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এরপর চলতি বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানের জয় পায় তারা।
হাবিবুলকে ছাড়িয়ে মাশরাফি
আরও একটি কীর্তি গড়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশকে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেওয়ায় হাবিবুল বাশারকে ছাড়িয়ে রেকর্ড গড়েছেন নড়াইল এক্সপ্রেস।
২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশকে ৬৯টি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েছিলেন হাবিবুল। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে নেতৃত্ব দিয়ে সে রেকর্ডে ভাগ বসান মাশরাফি। সিলেটে সিরিজের তৃতীয় ম্যাচে টসে এসে রেকর্ডটি নিজের করে নিলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
এই তালিকায় পরের স্থানে আছেন ৫০টি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া অলরাউন্ডার সাকিব আল হাসান।