‘কার্যকরী ব্যাটিং’য়ে জয়ের পথে বাংলাদেশ
অনলাইন ডেস্ক | ১৪ ডিসেম্বর, ২০১৮ ১৮:০৫
তামিম ইকবাল। ছবি: নাজমুল হক বাপ্পি
লক্ষ্য নাগালে। খেলার দরকার দেখেশুনে। দুই উদ্বোধক লিটন কুমার দাস এবং তামিম ইকবাল তেমনই শুরু করলেন। পার করলেন প্রথম পাওয়ার প্লে। তুললেন ৪৫ রান। এরপর লিটন ফিরলেও সৌম্যকে নিয়ে শুরুর মতো কার্যকরী ব্যাটিংই করে যাচ্ছেন অভিজ্ঞ তামিম। ইতিমধ্যে তুলে নিয়েছেন অর্ধশতক।
এই প্রতিবেদন লেখার সময় লিটনের উইকেট হারিয়ে ২৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১২৪। জয়ের জন্য করতে হবে ১৯৯। তামিম অপরাজিত আছেন ৫৫ রানে। সৌম্য সঙ্গ দিচ্ছেন ৪৫ রান নিয়ে।
লিটন সাজঘরে ফেরেন ১১তম ওভারের প্রথম বলে। কিমো পলের স্লোয়ার শর্ট বল পড়তে ভুল করেন। ব্যাক অব লেংথে পড়া ডেলিভারি পুল করতে চেয়েছিলেন। ঠিকমতো ব্যাটে নিতে পারেননি। ধরা পড়েন মিডঅনে, রভম্যান পাওয়েলের হাতে। প্রথম ম্যাচে ৪১ আর দ্বিতীয় ম্যাচে ৮ রান করা লিটন এদিন পথ ধরেন ৩৩ বলে ২৩ রানের ইনিংস খেলে।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সিলেটে টস জিতে উইন্ডিজকে আগে ব্যাট করতে পাঠান অধিনায়ক মাশরাফি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করে দলটি। বাংলাদেশ প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় পায়। দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়রা ৪ উইকেটের জয়ে সিরিজে সমতায় ফেরায়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৪ ডিসেম্বর, ২০১৮ ১৮:০৫

লক্ষ্য নাগালে। খেলার দরকার দেখেশুনে। দুই উদ্বোধক লিটন কুমার দাস এবং তামিম ইকবাল তেমনই শুরু করলেন। পার করলেন প্রথম পাওয়ার প্লে। তুললেন ৪৫ রান। এরপর লিটন ফিরলেও সৌম্যকে নিয়ে শুরুর মতো কার্যকরী ব্যাটিংই করে যাচ্ছেন অভিজ্ঞ তামিম। ইতিমধ্যে তুলে নিয়েছেন অর্ধশতক।
এই প্রতিবেদন লেখার সময় লিটনের উইকেট হারিয়ে ২৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১২৪। জয়ের জন্য করতে হবে ১৯৯। তামিম অপরাজিত আছেন ৫৫ রানে। সৌম্য সঙ্গ দিচ্ছেন ৪৫ রান নিয়ে।
লিটন সাজঘরে ফেরেন ১১তম ওভারের প্রথম বলে। কিমো পলের স্লোয়ার শর্ট বল পড়তে ভুল করেন। ব্যাক অব লেংথে পড়া ডেলিভারি পুল করতে চেয়েছিলেন। ঠিকমতো ব্যাটে নিতে পারেননি। ধরা পড়েন মিডঅনে, রভম্যান পাওয়েলের হাতে। প্রথম ম্যাচে ৪১ আর দ্বিতীয় ম্যাচে ৮ রান করা লিটন এদিন পথ ধরেন ৩৩ বলে ২৩ রানের ইনিংস খেলে।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সিলেটে টস জিতে উইন্ডিজকে আগে ব্যাট করতে পাঠান অধিনায়ক মাশরাফি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করে দলটি। বাংলাদেশ প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় পায়। দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়রা ৪ উইকেটের জয়ে সিরিজে সমতায় ফেরায়।