পার্থে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩২৬
অনলাইন ডেস্ক | ১৫ ডিসেম্বর, ২০১৮ ১২:১২
ছবি: বিসিসিআই টুইটার
দিনের শুরুটা ভালোই হয়েছিল অস্ট্রেলিয়ার। রান আসছিল। কিন্তু পানি পানের বিরতির পর লাগে মড়ক। ভারতীয় পেসাররা জ্বলে উঠলে ২০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে গুটিয়ে যায় অজিদের ইনিংস।
পার্থ টেস্টে প্রথম ইনিংসে শনিবার ৩২৬ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দিন করা ৬ উইকেটে ২৭৭ রানের সঙ্গে আর ৪৯ রান যোগ করতেই বাকি ৪ উইকেট হারিয়ে ফেলে তারা।
সপ্তম উইকেটে অপরাজিত থাকা টিম পেইন-প্যাট কামিন্স জুটিতে ভালোই এগিয়ে যাচ্ছিল অজিরা। তাদের ব্যাটে পার হয় তিনশো রানের গণ্ডি। দিনের প্রথম পানি বিরতির পর ৫৯ রানের এই জুটিতে ফাটল ধরান পেসার উমেশ যাদব। তার অসাধারণ এক বলে উড়ে যায় কামিন্সের অফস্টাম্প। এর আগে ব্যাক্তিগত ইনিংসে আট রান যোগ করতে পেরেছিলেন ১১ রান নিয়ে দিন শুরু করা এই ব্যাটার। অস্ট্রেলিয়ার রান তখন ৭ উইকেটে ৩১০।
পরের অভারেই কামিন্সের পথ ধরেন পেইন। জাসপ্রিত বুমরাহর বল খেলতে গিয়ে এলবিডব্লিউর শিকার হন স্বাগতিক দলের অধিনায়ক। পার পাননি রিভিউ নিয়েও। ফেরার আগে ১৬ রান নিয়ে দিন শুরু করা পেইনের সংগ্রহ ছিল ৮৯ বলে পাঁচ চারে ৩৮।
প্রতিপক্ষকে আর বেশি এগুতে দেননি ইশান্ত শর্মা। ১৬ রানের মধ্যে বাকি দুটি উইকেট নিয়ে নেন ডানহাতি এই পেসার।
৪১ রানে চার উইকেট নিয়ে ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ইশান্ত। দুটি করে উইকেট বুমরাহ, উমেশ ও স্পিনার হানুমা বিহারির।
জবাবে স্বস্তিতে নেই ভারত। দলীয় ৮ রানেই দুই ওপেনার লোকেশ রাহুল ও মুরালি বিজয়কে হারায় তারা। লাঞ্চের পর পানি পানের বিরতি পর্যন্ত ভারতের সংগ্রহ ছিল ১৭ ওভারে ৪৩। চেতেশ্বর পুজারা ১১ ও বিরাট কোহলি ২৪ রান নিয়ে ব্যাট করছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৫ ডিসেম্বর, ২০১৮ ১২:১২

দিনের শুরুটা ভালোই হয়েছিল অস্ট্রেলিয়ার। রান আসছিল। কিন্তু পানি পানের বিরতির পর লাগে মড়ক। ভারতীয় পেসাররা জ্বলে উঠলে ২০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে গুটিয়ে যায় অজিদের ইনিংস।
পার্থ টেস্টে প্রথম ইনিংসে শনিবার ৩২৬ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দিন করা ৬ উইকেটে ২৭৭ রানের সঙ্গে আর ৪৯ রান যোগ করতেই বাকি ৪ উইকেট হারিয়ে ফেলে তারা।
সপ্তম উইকেটে অপরাজিত থাকা টিম পেইন-প্যাট কামিন্স জুটিতে ভালোই এগিয়ে যাচ্ছিল অজিরা। তাদের ব্যাটে পার হয় তিনশো রানের গণ্ডি। দিনের প্রথম পানি বিরতির পর ৫৯ রানের এই জুটিতে ফাটল ধরান পেসার উমেশ যাদব। তার অসাধারণ এক বলে উড়ে যায় কামিন্সের অফস্টাম্প। এর আগে ব্যাক্তিগত ইনিংসে আট রান যোগ করতে পেরেছিলেন ১১ রান নিয়ে দিন শুরু করা এই ব্যাটার। অস্ট্রেলিয়ার রান তখন ৭ উইকেটে ৩১০।
পরের অভারেই কামিন্সের পথ ধরেন পেইন। জাসপ্রিত বুমরাহর বল খেলতে গিয়ে এলবিডব্লিউর শিকার হন স্বাগতিক দলের অধিনায়ক। পার পাননি রিভিউ নিয়েও। ফেরার আগে ১৬ রান নিয়ে দিন শুরু করা পেইনের সংগ্রহ ছিল ৮৯ বলে পাঁচ চারে ৩৮।
প্রতিপক্ষকে আর বেশি এগুতে দেননি ইশান্ত শর্মা। ১৬ রানের মধ্যে বাকি দুটি উইকেট নিয়ে নেন ডানহাতি এই পেসার।
৪১ রানে চার উইকেট নিয়ে ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ইশান্ত। দুটি করে উইকেট বুমরাহ, উমেশ ও স্পিনার হানুমা বিহারির।
জবাবে স্বস্তিতে নেই ভারত। দলীয় ৮ রানেই দুই ওপেনার লোকেশ রাহুল ও মুরালি বিজয়কে হারায় তারা। লাঞ্চের পর পানি পানের বিরতি পর্যন্ত ভারতের সংগ্রহ ছিল ১৭ ওভারে ৪৩। চেতেশ্বর পুজারা ১১ ও বিরাট কোহলি ২৪ রান নিয়ে ব্যাট করছিলেন।