কাতার বিশ্বকাপ ফাইনালে ৮০ হাজার দর্শকের স্টেডিয়াম
অনলাইন ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ১২:৫৫
ছবি: আলজাজিরা
বিশ্বকাপ ফাইনালের জন্য ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম বানাচ্ছে কাতার। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়ামের নকশা প্রকাশ করে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক দেশটি।
অনুষ্ঠানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বিশ্বকাপ আয়োজক সংস্থা সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসির (এসসি) সেক্রেটারি জেনারেল হাসান আল-থাওয়াদি এই স্টেডিয়ামকে কাতারের জন্য ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে দেখছেন।
“এই স্টেডিয়ামের নকশার বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্বকাপের জন্য এটাই শেষ স্টেডিয়াম।”
কাতারে আটটি স্টেডিয়ামে খেলা হবে। দেশটির সবচেয়ে বড় ফুটবল মাঠ লুসাইল স্টেডিয়ামের নকশা করেছে ব্রিটেনের প্রতিষ্ঠান ‘ফস্টার অ্যান্ড পার্টনারস’।
এই স্টেডিয়ামের কারণে লুসাইল শহরের পরিবেশ পাল্টে যাচ্ছে। আশপাশের এলাকা নতুন করে সাজছে। স্টেডিয়ামটির নির্মাণব্যয় ধরা হয়েছে ৪,৫০০ কোটি ডলার। ২০২০ সাল নাগাদ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
আরব বিশ্বে প্রথমবারের মতো আয়োজিত এই বিশ্বকাপে কয়টি দেশ অংশ নেবে, সেটি এখনো চূড়ান্ত করা হয়নি। ফিফার সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, কাতার বিশ্বকাপে দলসংখ্যা ৩২ থেকে ৪৮-এ বাড়ানো হতে পারে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ১২:৫৫

বিশ্বকাপ ফাইনালের জন্য ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম বানাচ্ছে কাতার। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়ামের নকশা প্রকাশ করে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক দেশটি।
অনুষ্ঠানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বিশ্বকাপ আয়োজক সংস্থা সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসির (এসসি) সেক্রেটারি জেনারেল হাসান আল-থাওয়াদি এই স্টেডিয়ামকে কাতারের জন্য ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে দেখছেন।
“এই স্টেডিয়ামের নকশার বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্বকাপের জন্য এটাই শেষ স্টেডিয়াম।”
কাতারে আটটি স্টেডিয়ামে খেলা হবে। দেশটির সবচেয়ে বড় ফুটবল মাঠ লুসাইল স্টেডিয়ামের নকশা করেছে ব্রিটেনের প্রতিষ্ঠান ‘ফস্টার অ্যান্ড পার্টনারস’।
এই স্টেডিয়ামের কারণে লুসাইল শহরের পরিবেশ পাল্টে যাচ্ছে। আশপাশের এলাকা নতুন করে সাজছে। স্টেডিয়ামটির নির্মাণব্যয় ধরা হয়েছে ৪,৫০০ কোটি ডলার। ২০২০ সাল নাগাদ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
আরব বিশ্বে প্রথমবারের মতো আয়োজিত এই বিশ্বকাপে কয়টি দেশ অংশ নেবে, সেটি এখনো চূড়ান্ত করা হয়নি। ফিফার সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, কাতার বিশ্বকাপে দলসংখ্যা ৩২ থেকে ৪৮-এ বাড়ানো হতে পারে।