কোহলির অনেক কীর্তির এক সেঞ্চুরি
অনলাইন ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ১৫:১৭
ছবি: বিসিসিআই টুইটার
পার্থ টেস্টের প্রথম ইনিংসে তিন অংক স্পর্শ করে শচীন টেন্ডুলকারের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন বিরাট কোহলি। টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোয় দুজনেই এখন সমানে-সমান। অনবদ্য সেঞ্চুরিতে আরও অনেক কীর্তি গড়েছেন ভারত অধিনায়ক।
এতদিন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সর্বোচ্চ ছয়টি সেঞ্চুরি হাঁকানো ভারতীয় ব্যাটসম্যান ছিলেন লিটল মাস্টার শচীন। রোববার পার্থ টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরি করে তাতে ভাগ বসান কোহলি।
এই অর্জনে একটি জায়গায় শচীন থেকে অনেক এগিয়ে কোহলি। শচীন ছয়টি সেঞ্চুরি পেয়েছিলেন ২০ টেস্ট। কোহলি পেলেন মাত্র ১০ টেস্টে।
এই নিয়ে টেস্টে সব মিলিয়ে ২৫তম সেঞ্চুরির দেখা পেলেন কোহলি। এই জন্য খেলেছেন ১২৭ ইনিংস। এক্ষেত্রে তার উপরে কেবল স্যার ডন ব্র্যাডম্যান। মাত্র ৬৮ ইনিংস খেলে ২৫ সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার প্রয়াত এই ব্যাটসম্যান।
টেস্টে ২৫ সেঞ্চুরি হাঁকানো ২১তম ব্যাটার হলেন কোহলি। ভারতীয়দের মধ্যে এই কৃতিত্ব রয়েছে আর তিনজনের-সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে কোহলির চেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো ব্যাটার আছেন মাত্র দুই জন। তারা হলেন ইংল্যান্ডের প্রয়াত জ্যাক হবস (৯) ও ওয়ালি হ্যামন্ড (৭)।
পার্থে সেঞ্চুরি হাঁকানোর মধ্য দিয়ে আরও একটি জায়গায় রেকর্ড গড়েছেন কোহলি। ১৯৯০ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ১৫ ইনিংসের বেশি খেলা ব্যাটসম্যানদের মধ্যে তার গড় সবচেয়ে বেশি, ৬০ দশমিক ৬৩।
৫৩ দশমিক ২০ গড় নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে টেন্ডুলকার। রান গড়ে সব সময়ের তালিকায় কোহলির অবস্থান পঞ্চম। অজিদের মাঠে ১৫ ইনিংসে ৭০ দশমিক ৩৩ গড় নিয়ে তাতে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান ল্যারি গোমেস।
টেস্টে শক্তিশালী তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে কোহলির সেঞ্চুরি দাঁড়াল ৪৯ ইনিংসে ১০টি। এশিয়ান কোনো ব্যাটাসম্যানের মধ্যে কোহলির উপরে কেবল টেন্ডুলকার- ৯৬ ইনিংসে ১৫ সেঞ্চুরি। দেশগুলোর বিপক্ষে ২০১১ সালের ডিসেম্বরের পর ভারতের সব ব্যাটসম্যান মিলে করেছেন মাত্র ১০ সেঞ্চুরি!
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানোর তালিকায় দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গ্রায়েম স্মিথকে (৩৩ সেঞ্চুরি) টপকে দ্বিতীয় স্থানে চলে এসেছেন কোহলি। ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের উপরে আছেন কেবল অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং (৪১ সেঞ্চুরি)।
অধিনায়ক হিসেবে কোহলির হাঁকানো ৩৪ সেঞ্চুরির মধ্যে ১৮টি টেস্টে, ১৬টি ওয়ানডেতে।
টেস্টে অস্ট্রেলিয়ার চারটি ভিন্ন ভিন্ন ভেন্যুতে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েছেন কোহলি। এর মধ্যে তিনটি সেঞ্চুরি করেছেন অ্যাডিলেডে। একটি করে সেঞ্চুরি করেছেন বেলবোর্ন, সিডনি ও পার্থে। টেন্ডুলকারেরও এই চার ভেন্যুতে সেঞ্চুরি হাঁকানোর অভিজ্ঞতা রয়েছে। অস্ট্রেলিয়ার মাঠগুলোর মধ্যে কেবল ব্রিসবেনেই সেঞ্চুরি হাঁকাতে পারেননি কোহলি।
পার্থে ২১৪ বলে ১১ চারে সেঞ্চুরির দেখা পাওয়া কোহলি শেষ পর্যন্ত উইকেট ছাড়া হন ১২৩ রানে। প্যাট কামিন্সের বলে স্লিপে ক্যাচ দেন। তার ২৫৭ বলের ইনিংসটিতে ছিল ১৩ চার ও এক ছক্কা।
প্রথম ইনিংসে ২৮৩ রানে গুটিয়ে যায় ভারত। ৪৩ রানের লিড পায় অস্ট্রেলিয়া।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ১৫:১৭

পার্থ টেস্টের প্রথম ইনিংসে তিন অংক স্পর্শ করে শচীন টেন্ডুলকারের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন বিরাট কোহলি। টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোয় দুজনেই এখন সমানে-সমান। অনবদ্য সেঞ্চুরিতে আরও অনেক কীর্তি গড়েছেন ভারত অধিনায়ক।
এতদিন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সর্বোচ্চ ছয়টি সেঞ্চুরি হাঁকানো ভারতীয় ব্যাটসম্যান ছিলেন লিটল মাস্টার শচীন। রোববার পার্থ টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরি করে তাতে ভাগ বসান কোহলি।
এই অর্জনে একটি জায়গায় শচীন থেকে অনেক এগিয়ে কোহলি। শচীন ছয়টি সেঞ্চুরি পেয়েছিলেন ২০ টেস্ট। কোহলি পেলেন মাত্র ১০ টেস্টে।
এই নিয়ে টেস্টে সব মিলিয়ে ২৫তম সেঞ্চুরির দেখা পেলেন কোহলি। এই জন্য খেলেছেন ১২৭ ইনিংস। এক্ষেত্রে তার উপরে কেবল স্যার ডন ব্র্যাডম্যান। মাত্র ৬৮ ইনিংস খেলে ২৫ সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার প্রয়াত এই ব্যাটসম্যান।
টেস্টে ২৫ সেঞ্চুরি হাঁকানো ২১তম ব্যাটার হলেন কোহলি। ভারতীয়দের মধ্যে এই কৃতিত্ব রয়েছে আর তিনজনের-সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে কোহলির চেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো ব্যাটার আছেন মাত্র দুই জন। তারা হলেন ইংল্যান্ডের প্রয়াত জ্যাক হবস (৯) ও ওয়ালি হ্যামন্ড (৭)।
পার্থে সেঞ্চুরি হাঁকানোর মধ্য দিয়ে আরও একটি জায়গায় রেকর্ড গড়েছেন কোহলি। ১৯৯০ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ১৫ ইনিংসের বেশি খেলা ব্যাটসম্যানদের মধ্যে তার গড় সবচেয়ে বেশি, ৬০ দশমিক ৬৩।
৫৩ দশমিক ২০ গড় নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে টেন্ডুলকার। রান গড়ে সব সময়ের তালিকায় কোহলির অবস্থান পঞ্চম। অজিদের মাঠে ১৫ ইনিংসে ৭০ দশমিক ৩৩ গড় নিয়ে তাতে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান ল্যারি গোমেস।
টেস্টে শক্তিশালী তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে কোহলির সেঞ্চুরি দাঁড়াল ৪৯ ইনিংসে ১০টি। এশিয়ান কোনো ব্যাটাসম্যানের মধ্যে কোহলির উপরে কেবল টেন্ডুলকার- ৯৬ ইনিংসে ১৫ সেঞ্চুরি। দেশগুলোর বিপক্ষে ২০১১ সালের ডিসেম্বরের পর ভারতের সব ব্যাটসম্যান মিলে করেছেন মাত্র ১০ সেঞ্চুরি!
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানোর তালিকায় দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গ্রায়েম স্মিথকে (৩৩ সেঞ্চুরি) টপকে দ্বিতীয় স্থানে চলে এসেছেন কোহলি। ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের উপরে আছেন কেবল অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং (৪১ সেঞ্চুরি)।
অধিনায়ক হিসেবে কোহলির হাঁকানো ৩৪ সেঞ্চুরির মধ্যে ১৮টি টেস্টে, ১৬টি ওয়ানডেতে।
টেস্টে অস্ট্রেলিয়ার চারটি ভিন্ন ভিন্ন ভেন্যুতে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েছেন কোহলি। এর মধ্যে তিনটি সেঞ্চুরি করেছেন অ্যাডিলেডে। একটি করে সেঞ্চুরি করেছেন বেলবোর্ন, সিডনি ও পার্থে। টেন্ডুলকারেরও এই চার ভেন্যুতে সেঞ্চুরি হাঁকানোর অভিজ্ঞতা রয়েছে। অস্ট্রেলিয়ার মাঠগুলোর মধ্যে কেবল ব্রিসবেনেই সেঞ্চুরি হাঁকাতে পারেননি কোহলি।
পার্থে ২১৪ বলে ১১ চারে সেঞ্চুরির দেখা পাওয়া কোহলি শেষ পর্যন্ত উইকেট ছাড়া হন ১২৩ রানে। প্যাট কামিন্সের বলে স্লিপে ক্যাচ দেন। তার ২৫৭ বলের ইনিংসটিতে ছিল ১৩ চার ও এক ছক্কা।
প্রথম ইনিংসে ২৮৩ রানে গুটিয়ে যায় ভারত। ৪৩ রানের লিড পায় অস্ট্রেলিয়া।