ওয়ানডেতে সেরা পাঁচে মোস্তাফিজ
অনলাইন ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ১৭:১৪
ছবি: বিসিবি
ওয়ানডেতে আইসিসি বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে এখন পাঁচ নম্বরে অবস্থান করছেন এই বাঁহাতি পেসার।
সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তিন ম্যাচে ৫ উইকেটে শিকার করেন মোস্তাফিজ। সিরিজ শেষে আপডেট হওয়া আইসিসির খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ে পাঁচে উঠে আসা মোস্তাফিজের রেটিং পয়েন্ট ৬৯৫।
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৫ রানে ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজ। দ্বিতীয় ওয়ানডেতে ৬৩ রান খরচায় তুলে নেন ২ উইকেট। সিরিজের তৃতীয় ওয়ানডেতে অবশ্য কোনো উইকেটের দেখা পাননি সাতক্ষীরার তরুণ।
এদিকে ওয়ানডে সিরিজে সেরা বোলার ছিলেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। তিন ম্যাচে ৬ উইকেট শিকার করেন তিনি ১৬.৩৩ গড়ে। দারুণ এই পারফরম্যান্সে ১৯ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে ২৮ নম্বরে অবস্থান তার। রেটিং পয়েন্ট ৫৭৮।
অন্যদিকে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে ২০০তম আন্তর্জাতিক ওয়ানডে খেলা মাশরাফি বিন মুর্তজা ১০ ধাপ এগিয়েছেন। তিন ম্যাচে ৬ উইকেট শিকার করেন তিনিও। ৫৯৩ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন ২৩। বাংলাদেশের বোলারদের মধ্যে যা দ্বিতীয় সেরা।
বোলিংয়ে শীর্ষে ত্রিশে আছেন বাংলাদেশের আরো একজন। তিনি সাকিব আল হাসান। এগিয়েছেন তিনিও। ৫৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ২৬তম অবস্থানে সাকিব।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের জন্য সুখবর আছে আরো। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে থাকা রশিদ খানের চেয়ে এখন মাত্র এক পয়েন্ট পিছিয়ে সাকিব। এই তালিকায় ৩২ নম্বরে অবস্থান মোস্তাফিজের। ৩৮ নম্বরে আছেন মিরাজ।
ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন মুশফিকুর রহীম।
দারুণ পারফরম্যান্স করা ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ব্যাটিং র্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠে এসেছেন। ক্যারিয়ার সেরা ৭৮০ রেটিং পয়েন্ট নিয়ে ১৭ ধাপ এগিয়েছেন তিনি। তবে তামিমের জন্য ১৫তম স্থানটি ছেড়ে দিয়ে একধাপ নিচে নামতে হয়েছে তাকে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ১৭:১৪

ওয়ানডেতে আইসিসি বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে এখন পাঁচ নম্বরে অবস্থান করছেন এই বাঁহাতি পেসার।
সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তিন ম্যাচে ৫ উইকেটে শিকার করেন মোস্তাফিজ। সিরিজ শেষে আপডেট হওয়া আইসিসির খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ে পাঁচে উঠে আসা মোস্তাফিজের রেটিং পয়েন্ট ৬৯৫।
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৫ রানে ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজ। দ্বিতীয় ওয়ানডেতে ৬৩ রান খরচায় তুলে নেন ২ উইকেট। সিরিজের তৃতীয় ওয়ানডেতে অবশ্য কোনো উইকেটের দেখা পাননি সাতক্ষীরার তরুণ।
এদিকে ওয়ানডে সিরিজে সেরা বোলার ছিলেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। তিন ম্যাচে ৬ উইকেট শিকার করেন তিনি ১৬.৩৩ গড়ে। দারুণ এই পারফরম্যান্সে ১৯ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে ২৮ নম্বরে অবস্থান তার। রেটিং পয়েন্ট ৫৭৮।
অন্যদিকে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে ২০০তম আন্তর্জাতিক ওয়ানডে খেলা মাশরাফি বিন মুর্তজা ১০ ধাপ এগিয়েছেন। তিন ম্যাচে ৬ উইকেট শিকার করেন তিনিও। ৫৯৩ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন ২৩। বাংলাদেশের বোলারদের মধ্যে যা দ্বিতীয় সেরা।
বোলিংয়ে শীর্ষে ত্রিশে আছেন বাংলাদেশের আরো একজন। তিনি সাকিব আল হাসান। এগিয়েছেন তিনিও। ৫৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ২৬তম অবস্থানে সাকিব।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের জন্য সুখবর আছে আরো। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে থাকা রশিদ খানের চেয়ে এখন মাত্র এক পয়েন্ট পিছিয়ে সাকিব। এই তালিকায় ৩২ নম্বরে অবস্থান মোস্তাফিজের। ৩৮ নম্বরে আছেন মিরাজ।
ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন মুশফিকুর রহীম।
দারুণ পারফরম্যান্স করা ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ব্যাটিং র্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠে এসেছেন। ক্যারিয়ার সেরা ৭৮০ রেটিং পয়েন্ট নিয়ে ১৭ ধাপ এগিয়েছেন তিনি। তবে তামিমের জন্য ১৫তম স্থানটি ছেড়ে দিয়ে একধাপ নিচে নামতে হয়েছে তাকে।