‘মেসিই সেরা’
অনলাইন ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০১৮ ১৩:২৪
ছবি: বার্সেলোনা টুইটার
লেভান্তের বিপক্ষে বার্সেলোনার বিশাল জয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখানো লিওনেল মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ক্লাবটির পরিচালক গিজেরমো আমর। তার মতে, আর্জেন্টাইন এই ফরোয়ার্ডই বিশ্বের সেরা ফুটবলার।
মেসির একক নৈপুণ্যে রোববার প্রতিপক্ষের মাঠে লা লিগার ম্যাচটিতে ৫-০ গোলের জয় পায় বার্সেলোনা। হ্যাটট্রিক করে ও দুটি গোলে অবদান রেখে সব আলো কাড়েন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি। স্পেনের শীর্ষ লিগে এই নিয়ে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের হ্যাটট্রিক দাঁড়িয়েছে ৩১টি।
চলতি লা লিগায় এই নিয়ে মেসির গোল সর্বোচ্চ ১৪টি; ১০টি গোলে রেখেছেন অবদান। ২০১৮-১৯ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে গোল করা এবং গোলে অবদান রাখায় দুই অংকের ঘরে পৌঁছানো একমাত্র খেলোয়াড় হলেন মেসি।
দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খেলোয়াড় প্রসঙ্গে বার্সেলোনার সাবেক তারকা আমর বলেন, “লিও তার প্রচেষ্টা থামায় না। সে এভাবেই খেলে, কারণ সে বিশ্বসেরা। সে খুবই পেশাদার ও মনোযোগী একজন খেলোয়াড়। সে ম্যাচে পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড়।”
লেভান্তের বিপক্ষে হ্যাটট্রিকে ২০১৮ সালে ক্লাব ও দেশের হয়ে মেসির গোল দাঁড়িয়েছে ৫০টি। গত নয় বছরের মধ্যে আটবার ৫০ বা এর বেশি গোল করলেন ৩১ বছর বয়সী এই খেলোয়াড়।
বার্সার হয়ে লা লিগায় ম্যাচ জয়ে রেকর্ড গড়লেন মেসি। ক্লাবটির হয়ে এই নিয়ে ৩২৩ ম্যাচে জিতলেন তিনি। ছাড়িয়ে গেছেন ৩২২ ম্যাচ জেতা সাবেক অধিনায়ক জাভিকে।
চলতি লা লিগায় বার্সেলোনার আক্রমণভাগের দুই তারকা খেলোয়াড় মেসি ও সুয়ারেসের গোল দাঁড়িয়েছে ২৫টি। অথচ দল হিসেবে চলতি লিগে এখন পর্যন্ত ২৪টি করে গোল করেছে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ।
মেসি-সুয়ারেস জুটিকেও প্রশংসায় ভাসিয়েছেন আমর, “এই দুই খেলোয়াড় মৌসুমটা দারুণ শুরু করেছে। তারা দুইজনই গোল করতে পারে। গোলে অবদান রাখতে পারে।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০১৮ ১৩:২৪

লেভান্তের বিপক্ষে বার্সেলোনার বিশাল জয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখানো লিওনেল মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ক্লাবটির পরিচালক গিজেরমো আমর। তার মতে, আর্জেন্টাইন এই ফরোয়ার্ডই বিশ্বের সেরা ফুটবলার।
মেসির একক নৈপুণ্যে রোববার প্রতিপক্ষের মাঠে লা লিগার ম্যাচটিতে ৫-০ গোলের জয় পায় বার্সেলোনা। হ্যাটট্রিক করে ও দুটি গোলে অবদান রেখে সব আলো কাড়েন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি। স্পেনের শীর্ষ লিগে এই নিয়ে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের হ্যাটট্রিক দাঁড়িয়েছে ৩১টি।
চলতি লা লিগায় এই নিয়ে মেসির গোল সর্বোচ্চ ১৪টি; ১০টি গোলে রেখেছেন অবদান। ২০১৮-১৯ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে গোল করা এবং গোলে অবদান রাখায় দুই অংকের ঘরে পৌঁছানো একমাত্র খেলোয়াড় হলেন মেসি।
দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খেলোয়াড় প্রসঙ্গে বার্সেলোনার সাবেক তারকা আমর বলেন, “লিও তার প্রচেষ্টা থামায় না। সে এভাবেই খেলে, কারণ সে বিশ্বসেরা। সে খুবই পেশাদার ও মনোযোগী একজন খেলোয়াড়। সে ম্যাচে পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড়।”
লেভান্তের বিপক্ষে হ্যাটট্রিকে ২০১৮ সালে ক্লাব ও দেশের হয়ে মেসির গোল দাঁড়িয়েছে ৫০টি। গত নয় বছরের মধ্যে আটবার ৫০ বা এর বেশি গোল করলেন ৩১ বছর বয়সী এই খেলোয়াড়।
বার্সার হয়ে লা লিগায় ম্যাচ জয়ে রেকর্ড গড়লেন মেসি। ক্লাবটির হয়ে এই নিয়ে ৩২৩ ম্যাচে জিতলেন তিনি। ছাড়িয়ে গেছেন ৩২২ ম্যাচ জেতা সাবেক অধিনায়ক জাভিকে।
চলতি লা লিগায় বার্সেলোনার আক্রমণভাগের দুই তারকা খেলোয়াড় মেসি ও সুয়ারেসের গোল দাঁড়িয়েছে ২৫টি। অথচ দল হিসেবে চলতি লিগে এখন পর্যন্ত ২৪টি করে গোল করেছে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ।
মেসি-সুয়ারেস জুটিকেও প্রশংসায় ভাসিয়েছেন আমর, “এই দুই খেলোয়াড় মৌসুমটা দারুণ শুরু করেছে। তারা দুইজনই গোল করতে পারে। গোলে অবদান রাখতে পারে।”