ওয়েস্ট উন্ডিজের স্বরূপ দেখল বাংলাদেশ
অনলাইন ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০১৮ ১৫:৩৯
ছবি: নাজমুল হক বাপ্পি
বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজে এসে স্বরূপে ফিরল ওয়েস্ট ইন্ডিজ। পেসারদের তোপের পর ব্যাটিংয়ে ঝড়। খরকুটার মতো উড়ে গেল সাকিব আল হাসানের দল। দাপুটে এক জয় নিয়ে মাঠ ছাড়ল ক্যারিবীয়রা।
সিলেটে সোমবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১০ ওভার পাঁচ বলে মাত্র দুই উইকেট হারিয়ে ১৩০ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তুলে অতিথি দল। ২০ বলে ৫১ রানের জুটিতে উড়ন্ত সূচনা এনে দেন এভিন লুইস ও শাই হোপ। মোহাম্মদ সাইফউদ্দিন এই জুটিতে ফাটল ধরালেও খেই হারায়নি পরের ব্যাটাররা। বরং আরও জ্বলে ওঠে।
দলীয় ৯৮ রানে দ্বিতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ২৩ বলে তিন চার ও ছয় ছক্কায় ৫৫ রান করা হোপকে উইকেট ছাড়া করেন পার্ট-টাইম বোলার মাহমুদউল্লাহ।
তৃতীয় উইকেট জুটিতে নিকোলাস পুরান ও কিমো পলের দৃঢ়তায় আর কোনো উইকেট হারায়নি কার্লোস ব্র্যাথওয়েটের দল। পুরান ১৭ বলে ২৩ ও পল ১৪ বলে ২৮ রানে অপরাজিত থাকেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ খেই হারায় শুরুতেই। দলীয় ১৯ রানেই ফেরেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। শেলডন কটরেলের করা দ্বিতীয় ওভারের চতুর্থ বল পুল করতে গিয়েছিলেন তামিম। ধরা পড়েন মিড-অফে ব্র্যাথওয়েটের হাতে।
পরের ওভারের দ্বিতীয় বলে লিটনকে উইকেট ছাড়া করেন ওশান টমাস। ১৪০ কিলোমিটার গতির শর্ট বল বেড়িয়ে এসে পুল করতে গিয়ে ব্র্যাথওয়েটের হাতেই মিড-অফে ধরা পড়েন লিটন।
দলীয় ৩১ রানে আবারও আঘাত কটরেলের। এবার তিন নম্বরে নামা সৌম্য সরকারকে রভম্যান পাওয়েলের ক্যাচে পরিণত করেন টি-টোয়েন্টি সিরিজে ডাক পাওয়া এই পেসার। স্কোরবোর্ডে ১৭ রান জমা পড়তেই রানআউটে মুশফিকুর রহিমকে হারিয়ে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
উইকেটের একপ্রান্ত আগলে রাখেন সাকিব। পঞ্চম উইকেট জুটিতে মাহমুদউল্লাকে নিয়ে চেষ্টা করেন দলকে টেনে তুলতে। কিন্তু এই জুটিকে ২৫ রানের বেশি করতে দেননি কটরেল। দলীয় ৭৩ রানে তার বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন ১৯ বলে ১২ রান করা মাহমুদউল্লাহ।
রান আসছিল সাকিব-আরিফুল হকের ষষ্ঠ উইকেট জুটিতে। ৩০ রানের জুটিকে থামান ফ্যাবিয়ান অ্যালেন। উইকেট ছাড়া হন ১৮ বলে দুই চারে ১৭ রান করা আরিফুল। দুই অংকের ঘরে পৌছাতে পারেনি বাকি চার ব্যাটারের কেউই।
দলীয় ১২২ রানে কটরেলের বলে কট অ্যান্ড বোল্ড হন সাকিব। এর আগে ৪৩ বলে আট চার ও দুই ছক্কায় ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। দল গুটিয়ে যায় ৭ রানের মধ্যে।
চার ওভারে ২৮ রানে ৪ উইকেট নেন কটরেল। আট ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটা তার সেরা পারফরম্যান্স। দুটি উইকেট নিয়েছেন কিমো পল। একটি করে উইকেট টমাস, ব্র্যাথওয়েট ও অ্যালেনের।
বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। একই ভেন্যুতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে আগামী শনিবার।
এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে উইন্ডিজকে হোয়াইটওয়াশড করে বাংলাদেশ। ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৯ ওভারে ১২৯ (তামিম ৫, লিটন ৬, সৌম্য ৬, সাকিব ৬১, মুশফিক ৫, মাহমুদউল্লাহ ১২, আরিফুল ১৭, সাইফ ১, মিরাজ ৮, আবু হায়দার ১*, মুস্তাফিজ ০; টমাস ১/৩৩, কটলের ৪/২৮, পল ২/২৩, ব্র্যাথওয়েট ১/১৩, অ্যালেন ১/১৯, পাওয়েল ০/৭)।
ওয়েস্ট ইন্ডিজ: ১০.৫ ওভারে ১৩০/২ (লুইস ১৮, হোপ ৫৫, পুরান ২৩*, পল ২৮*; সাকিব ০/৩২, মিরাজ ০/৩৭, আবু হায়দার ০/১৫, সাইফ ১/১৩, মুস্তাফিজ ০/১৫, মাহমুদউল্লাহ ১/১৩)
ম্যাচ সেরা: শেলডন কটরেল (ওয়েস্ট ইন্ডিজ)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে এগিয়ে
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০১৮ ১৫:৩৯

বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজে এসে স্বরূপে ফিরল ওয়েস্ট ইন্ডিজ। পেসারদের তোপের পর ব্যাটিংয়ে ঝড়। খরকুটার মতো উড়ে গেল সাকিব আল হাসানের দল। দাপুটে এক জয় নিয়ে মাঠ ছাড়ল ক্যারিবীয়রা।
সিলেটে সোমবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১০ ওভার পাঁচ বলে মাত্র দুই উইকেট হারিয়ে ১৩০ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তুলে অতিথি দল। ২০ বলে ৫১ রানের জুটিতে উড়ন্ত সূচনা এনে দেন এভিন লুইস ও শাই হোপ। মোহাম্মদ সাইফউদ্দিন এই জুটিতে ফাটল ধরালেও খেই হারায়নি পরের ব্যাটাররা। বরং আরও জ্বলে ওঠে।
দলীয় ৯৮ রানে দ্বিতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ২৩ বলে তিন চার ও ছয় ছক্কায় ৫৫ রান করা হোপকে উইকেট ছাড়া করেন পার্ট-টাইম বোলার মাহমুদউল্লাহ।
তৃতীয় উইকেট জুটিতে নিকোলাস পুরান ও কিমো পলের দৃঢ়তায় আর কোনো উইকেট হারায়নি কার্লোস ব্র্যাথওয়েটের দল। পুরান ১৭ বলে ২৩ ও পল ১৪ বলে ২৮ রানে অপরাজিত থাকেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ খেই হারায় শুরুতেই। দলীয় ১৯ রানেই ফেরেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। শেলডন কটরেলের করা দ্বিতীয় ওভারের চতুর্থ বল পুল করতে গিয়েছিলেন তামিম। ধরা পড়েন মিড-অফে ব্র্যাথওয়েটের হাতে।
পরের ওভারের দ্বিতীয় বলে লিটনকে উইকেট ছাড়া করেন ওশান টমাস। ১৪০ কিলোমিটার গতির শর্ট বল বেড়িয়ে এসে পুল করতে গিয়ে ব্র্যাথওয়েটের হাতেই মিড-অফে ধরা পড়েন লিটন।
দলীয় ৩১ রানে আবারও আঘাত কটরেলের। এবার তিন নম্বরে নামা সৌম্য সরকারকে রভম্যান পাওয়েলের ক্যাচে পরিণত করেন টি-টোয়েন্টি সিরিজে ডাক পাওয়া এই পেসার। স্কোরবোর্ডে ১৭ রান জমা পড়তেই রানআউটে মুশফিকুর রহিমকে হারিয়ে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
উইকেটের একপ্রান্ত আগলে রাখেন সাকিব। পঞ্চম উইকেট জুটিতে মাহমুদউল্লাকে নিয়ে চেষ্টা করেন দলকে টেনে তুলতে। কিন্তু এই জুটিকে ২৫ রানের বেশি করতে দেননি কটরেল। দলীয় ৭৩ রানে তার বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন ১৯ বলে ১২ রান করা মাহমুদউল্লাহ।
রান আসছিল সাকিব-আরিফুল হকের ষষ্ঠ উইকেট জুটিতে। ৩০ রানের জুটিকে থামান ফ্যাবিয়ান অ্যালেন। উইকেট ছাড়া হন ১৮ বলে দুই চারে ১৭ রান করা আরিফুল। দুই অংকের ঘরে পৌছাতে পারেনি বাকি চার ব্যাটারের কেউই।
দলীয় ১২২ রানে কটরেলের বলে কট অ্যান্ড বোল্ড হন সাকিব। এর আগে ৪৩ বলে আট চার ও দুই ছক্কায় ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। দল গুটিয়ে যায় ৭ রানের মধ্যে।
চার ওভারে ২৮ রানে ৪ উইকেট নেন কটরেল। আট ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটা তার সেরা পারফরম্যান্স। দুটি উইকেট নিয়েছেন কিমো পল। একটি করে উইকেট টমাস, ব্র্যাথওয়েট ও অ্যালেনের।
বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। একই ভেন্যুতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে আগামী শনিবার।
এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে উইন্ডিজকে হোয়াইটওয়াশড করে বাংলাদেশ। ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৯ ওভারে ১২৯ (তামিম ৫, লিটন ৬, সৌম্য ৬, সাকিব ৬১, মুশফিক ৫, মাহমুদউল্লাহ ১২, আরিফুল ১৭, সাইফ ১, মিরাজ ৮, আবু হায়দার ১*, মুস্তাফিজ ০; টমাস ১/৩৩, কটলের ৪/২৮, পল ২/২৩, ব্র্যাথওয়েট ১/১৩, অ্যালেন ১/১৯, পাওয়েল ০/৭)।
ওয়েস্ট ইন্ডিজ: ১০.৫ ওভারে ১৩০/২ (লুইস ১৮, হোপ ৫৫, পুরান ২৩*, পল ২৮*; সাকিব ০/৩২, মিরাজ ০/৩৭, আবু হায়দার ০/১৫, সাইফ ১/১৩, মুস্তাফিজ ০/১৫, মাহমুদউল্লাহ ১/১৩)
ম্যাচ সেরা: শেলডন কটরেল (ওয়েস্ট ইন্ডিজ)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে এগিয়ে