পার্থে জয় দেখছে অস্ট্রেলিয়া
অনলাইন ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০১৮ ২১:১২
ছবি: আইসিসির অফিসিয়াল টুইটার
ভারতের বিপক্ষে পার্থ টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের আভাস পাচ্ছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার শেষ দিনে আর ৫ উইকেট চাই স্বাগতিকদের। ভারতের প্রয়োজন আরো ১৭৫ রান।
সোমবার ২৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে স্কোর বোর্ডে ১১২ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান বিরাট কোহলি সহ ফিরে গেছে শুরুর পাঁচ ব্যাটসম্যান।
স্বীকৃত ব্যাটসম্যান বলতে আছেন এখন হনুমা বিহারি ও রিভশ পান্ত। দিন শেষে প্রথমজন ২৪ ও দ্বিতীয় জন ৯ রান নিয়ে অপরাজিত আছেন।
আগের দিনের ৪ উইকেটে ১৩২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। মোহাম্মদ শামির ক্যারিয়ার সেরা পারফরম্যান্সের দিনে আর মাত্র ১১১ রান যোগ করতে পেরেছিল অজিরা। ওসমান খাজা সর্বোচ্চ ৭২ রান করেন। অধিনায়ক টিম পেইন খেলেছেন ৩৭ রানের ইনিংস।
শামির ৬ উইকেট নিয়েছেন ৫৬ রান ব্যয় করে। এ বছর ৪৪ উইকেট নিয়েছেন শামি। যা ভারতীয় পেসারদের মধ্যে সর্বোচ্চ। শামির ৬ উইকেট ছাড়াও ভুবনেশ্বর কুমার ৩টি ও ইশান্ত শর্মা নিয়েছেন ১ উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরু থেকেই ছিল পথহারা। প্রথম ওভারেই দলীয় ১ রানে ফিরে যান লোকেশ রাহুল (০)। ১৩ রানের মাথায় ফিরে যান চেতশ্বর পুজারা (৪)।
কোহলিও স্থায়ী হতে পারেননি। দলীয় ৪৮ রানে ব্যক্তিগত ১৭ রান করে ফিরে যান ভারত অধিনায়ক। নাথান লায়ন ফেরান তাকে। পরে ২০ রান করা মুরালি বিজয়কেও ফিরিয়ে দেন লায়ন।
আজিঙ্কা রাহানে ভালোই খেলছিলেন। কিন্তু ৩০ রান করা এই ব্যাটারকে ফিরিয়ে জস হ্যাজলউড ম্যাচের নাটাই নিজেদের হাতে নিয়ে নেন।
এখন ম্যাচ জিততে দুর্দান্ত কিছুই করতে হবে ভারতকে। বিশেষ করে হনুমা বিহারি ও পান্তকে। চার ম্যাচের সিরিজে ভারত ১-০ তে এগিয়ে রয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০১৮ ২১:১২

ভারতের বিপক্ষে পার্থ টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের আভাস পাচ্ছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার শেষ দিনে আর ৫ উইকেট চাই স্বাগতিকদের। ভারতের প্রয়োজন আরো ১৭৫ রান।
সোমবার ২৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে স্কোর বোর্ডে ১১২ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান বিরাট কোহলি সহ ফিরে গেছে শুরুর পাঁচ ব্যাটসম্যান।
স্বীকৃত ব্যাটসম্যান বলতে আছেন এখন হনুমা বিহারি ও রিভশ পান্ত। দিন শেষে প্রথমজন ২৪ ও দ্বিতীয় জন ৯ রান নিয়ে অপরাজিত আছেন।
আগের দিনের ৪ উইকেটে ১৩২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। মোহাম্মদ শামির ক্যারিয়ার সেরা পারফরম্যান্সের দিনে আর মাত্র ১১১ রান যোগ করতে পেরেছিল অজিরা। ওসমান খাজা সর্বোচ্চ ৭২ রান করেন। অধিনায়ক টিম পেইন খেলেছেন ৩৭ রানের ইনিংস।
শামির ৬ উইকেট নিয়েছেন ৫৬ রান ব্যয় করে। এ বছর ৪৪ উইকেট নিয়েছেন শামি। যা ভারতীয় পেসারদের মধ্যে সর্বোচ্চ। শামির ৬ উইকেট ছাড়াও ভুবনেশ্বর কুমার ৩টি ও ইশান্ত শর্মা নিয়েছেন ১ উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরু থেকেই ছিল পথহারা। প্রথম ওভারেই দলীয় ১ রানে ফিরে যান লোকেশ রাহুল (০)। ১৩ রানের মাথায় ফিরে যান চেতশ্বর পুজারা (৪)।
কোহলিও স্থায়ী হতে পারেননি। দলীয় ৪৮ রানে ব্যক্তিগত ১৭ রান করে ফিরে যান ভারত অধিনায়ক। নাথান লায়ন ফেরান তাকে। পরে ২০ রান করা মুরালি বিজয়কেও ফিরিয়ে দেন লায়ন।
আজিঙ্কা রাহানে ভালোই খেলছিলেন। কিন্তু ৩০ রান করা এই ব্যাটারকে ফিরিয়ে জস হ্যাজলউড ম্যাচের নাটাই নিজেদের হাতে নিয়ে নেন।
এখন ম্যাচ জিততে দুর্দান্ত কিছুই করতে হবে ভারতকে। বিশেষ করে হনুমা বিহারি ও পান্তকে। চার ম্যাচের সিরিজে ভারত ১-০ তে এগিয়ে রয়েছে।