আতলেতিকোকে প্রতিপক্ষ পেয়ে অখুশি ইউভেন্তুস
অনলাইন ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ১০:২৬
ছবি: ইউভেন্তুস টুইটার
আতলেতিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্রয়ে ইউভেন্তুসের প্রতিপক্ষ পড়ায় অখুশি ইতালিয়ান ক্লাবটির পরিচালক ও সাবেক তারকা খেলোয়াড় পাভেল নেদভেদ। তার ভাষায়, ইতালিয়ান ক্লাবটির কপালই খারাপ।
সোমবার এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়। এতে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন ইউভেন্তুস প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্পেনের শক্তিশালী দল ‘এ’ গ্রুপের রানার্সআপ আতলেতিকো মাদ্রিদকে।
ঘরোয়া ফুটবলে দীর্ঘদিন ধরে দাপট দেখাচ্ছে ইউভেন্তুস। গত সাত মৌসুমেই সেরি আ জেতা দলটি এবারও শিরোপা ধরে রাখার পথে হাঁটছে। এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে ৮ পয়েন্টের ব্যবধানে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তাছাড়া ইতালির ফুটবলের অন্যান্য শিরোপায়ও দাপট আছে তুরিনের ক্লাবটির।
কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য পাচ্ছে না ইউভেন্তুস। সেই ১৯৯৬ সালের পর একবারও ক্লাব পর্যায়ে ইউরোপের শীর্ষ শিরোপাটা তুলে ধরতে পারেনি তারা। গত চার মৌসুমে দুইবার ফাইনাল খেললেও হতে পারেনি চ্যাম্পিয়ন। এর মধ্যে জুলাইয়ে সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদোকে চুক্তিবদ্ধ করে শক্তি বাড়িয়েছে ইউভেন্তুস। লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়।
রোনালদোকে নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলছে ইউভেন্তুস। শেষ ষোলোর ড্রয়ে আতলেতিকোকে পাওয়া নিয়ে ইউভেন্তুসের সাবেক তারকা উইঙ্গার পাভেল বলেন, “আমাদের ভাগ্যই যথেষ্ট সহায় ছিল না।”
তার মতে, আতলেতিকোর খেলার ধরন ইউরোপের অন্যান্য দল থেকে আলাদা। দলটির খেলা ইতালিয়ান ক্লাবগুলোর মতো রক্ষণধর্মী।
“আতলেতিকোর মুখোমুখি হওয়া কঠিন। তারা ইউরোপের চেয়ে বেশি ইতালিয়ান গড়ানার দল। তাদের শক্তিশালী রক্ষণ আছে, যারা সবাই ভালো খেলে। তারা জানে, অঁতোয়ান গ্রিজমান ও অন্যদের নিয়ে কিভাবে আক্রমণে যেতে হয়।”
শেষ ষোলোয় ইউভেন্তুস-আতলেতিকোর ম্যাচ দুটি নিয়ে ভবিষ্যদ্বানীও করলেন পাভেল।
“আমার ভবিষ্যদ্বানী, কম গোলের দুটি সমান-সমানে ম্যাচ হবে। ড্রতে আমরা সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ পেয়েছি। তাতে অবশ্য সমস্যা নেই।”
চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে কেবল রোনালদোর দিকে না তাকিয়ে ইউভেন্তুসকে একটা দল হয়ে খেলার তাগিদ দিলেন ২০১০ সালে ফুটবল থেকে অবসর নেওয়া পাভেল।
“হতে পারে, ক্রিস্তিয়ানো চ্যাম্পিয়ন্স লিগের মানুষ। তবে পুরো দলটাকে শক্তিশালী হতে হবে। আমাদের এমন আত্মবিশ্বাস থাকতে হবে যে, আমরা কোয়ার্টার-ফাইনালে যেতে পারি।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ১০:২৬

আতলেতিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্রয়ে ইউভেন্তুসের প্রতিপক্ষ পড়ায় অখুশি ইতালিয়ান ক্লাবটির পরিচালক ও সাবেক তারকা খেলোয়াড় পাভেল নেদভেদ। তার ভাষায়, ইতালিয়ান ক্লাবটির কপালই খারাপ।
সোমবার এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়। এতে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন ইউভেন্তুস প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্পেনের শক্তিশালী দল ‘এ’ গ্রুপের রানার্সআপ আতলেতিকো মাদ্রিদকে।
ঘরোয়া ফুটবলে দীর্ঘদিন ধরে দাপট দেখাচ্ছে ইউভেন্তুস। গত সাত মৌসুমেই সেরি আ জেতা দলটি এবারও শিরোপা ধরে রাখার পথে হাঁটছে। এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে ৮ পয়েন্টের ব্যবধানে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তাছাড়া ইতালির ফুটবলের অন্যান্য শিরোপায়ও দাপট আছে তুরিনের ক্লাবটির।
কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য পাচ্ছে না ইউভেন্তুস। সেই ১৯৯৬ সালের পর একবারও ক্লাব পর্যায়ে ইউরোপের শীর্ষ শিরোপাটা তুলে ধরতে পারেনি তারা। গত চার মৌসুমে দুইবার ফাইনাল খেললেও হতে পারেনি চ্যাম্পিয়ন। এর মধ্যে জুলাইয়ে সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদোকে চুক্তিবদ্ধ করে শক্তি বাড়িয়েছে ইউভেন্তুস। লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়।
রোনালদোকে নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলছে ইউভেন্তুস। শেষ ষোলোর ড্রয়ে আতলেতিকোকে পাওয়া নিয়ে ইউভেন্তুসের সাবেক তারকা উইঙ্গার পাভেল বলেন, “আমাদের ভাগ্যই যথেষ্ট সহায় ছিল না।”
তার মতে, আতলেতিকোর খেলার ধরন ইউরোপের অন্যান্য দল থেকে আলাদা। দলটির খেলা ইতালিয়ান ক্লাবগুলোর মতো রক্ষণধর্মী।
“আতলেতিকোর মুখোমুখি হওয়া কঠিন। তারা ইউরোপের চেয়ে বেশি ইতালিয়ান গড়ানার দল। তাদের শক্তিশালী রক্ষণ আছে, যারা সবাই ভালো খেলে। তারা জানে, অঁতোয়ান গ্রিজমান ও অন্যদের নিয়ে কিভাবে আক্রমণে যেতে হয়।”
শেষ ষোলোয় ইউভেন্তুস-আতলেতিকোর ম্যাচ দুটি নিয়ে ভবিষ্যদ্বানীও করলেন পাভেল।
“আমার ভবিষ্যদ্বানী, কম গোলের দুটি সমান-সমানে ম্যাচ হবে। ড্রতে আমরা সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ পেয়েছি। তাতে অবশ্য সমস্যা নেই।”
চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে কেবল রোনালদোর দিকে না তাকিয়ে ইউভেন্তুসকে একটা দল হয়ে খেলার তাগিদ দিলেন ২০১০ সালে ফুটবল থেকে অবসর নেওয়া পাভেল।
“হতে পারে, ক্রিস্তিয়ানো চ্যাম্পিয়ন্স লিগের মানুষ। তবে পুরো দলটাকে শক্তিশালী হতে হবে। আমাদের এমন আত্মবিশ্বাস থাকতে হবে যে, আমরা কোয়ার্টার-ফাইনালে যেতে পারি।”