টাইব্রেকারে জিতে লিগ কাপের সেমিতে সিটি
অনলাইন ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১১:১৭
ছবি: ম্যানচেস্টার সিটি টুইটার
তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে লেস্টার সিটিকে হারিয়ে লিগ কাপের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
লেস্টারের মাঠে মঙ্গলবার রাতে ম্যাচটির নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ড্র হয় ১-১ গোলে। লড়াই গড়ায় টাইব্রেকারে। লেস্টারের চার শটের মধ্যে তিনটিই রুখে দেন সিটির গোলরক্ষক আরিজানেত মুরিচ। সিটির লক্ষ্যভ্রষ্ট হয় মাত্র একটি শট। ৩-১ গোলের জয়ে সেমি-ফাইনালে ওঠার উচ্ছ্বাসে মাতে তারা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচ শুরুর চতুর্দশ মিনিটেই এগিয়ে গিয়েছিল সিটি। নিকোলাস ওতামেন্দির পাস থেকে ডি-বক্সের বাইর থেকে ডান পায়ের শটে গোল করেন কেভিন ডি ব্রুইনে।
ম্যাচের ৭৩তম মিনিটে খেলায় সমতা ফিরিয়ে বসে লেস্টার। উইলফ্রেদ এনদিদির রক্ষণচেরা পাস ডি-বক্সের ডান দিক থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন বদলি নামা ইংলিশ উইঙ্গার মার্ক অ্যালব্রিংটন। শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচ।
ম্যাচ শেষে সিটির গোলরক্ষক মুরিচকে প্রশংসায় ভাসালেন নির্ধারিত সময়ে একবার জালের দেখা পাওয়া ডি ব্রুইনে, “শেষ দিকে গোলকিপার আমাদের সহযোগিতা করেছিল। শুটআউটে তাকে যা করতে হতো সেটাই করেছে।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১১:১৭

তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে লেস্টার সিটিকে হারিয়ে লিগ কাপের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
লেস্টারের মাঠে মঙ্গলবার রাতে ম্যাচটির নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ড্র হয় ১-১ গোলে। লড়াই গড়ায় টাইব্রেকারে। লেস্টারের চার শটের মধ্যে তিনটিই রুখে দেন সিটির গোলরক্ষক আরিজানেত মুরিচ। সিটির লক্ষ্যভ্রষ্ট হয় মাত্র একটি শট। ৩-১ গোলের জয়ে সেমি-ফাইনালে ওঠার উচ্ছ্বাসে মাতে তারা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচ শুরুর চতুর্দশ মিনিটেই এগিয়ে গিয়েছিল সিটি। নিকোলাস ওতামেন্দির পাস থেকে ডি-বক্সের বাইর থেকে ডান পায়ের শটে গোল করেন কেভিন ডি ব্রুইনে।
ম্যাচের ৭৩তম মিনিটে খেলায় সমতা ফিরিয়ে বসে লেস্টার। উইলফ্রেদ এনদিদির রক্ষণচেরা পাস ডি-বক্সের ডান দিক থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন বদলি নামা ইংলিশ উইঙ্গার মার্ক অ্যালব্রিংটন। শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচ।
ম্যাচ শেষে সিটির গোলরক্ষক মুরিচকে প্রশংসায় ভাসালেন নির্ধারিত সময়ে একবার জালের দেখা পাওয়া ডি ব্রুইনে, “শেষ দিকে গোলকিপার আমাদের সহযোগিতা করেছিল। শুটআউটে তাকে যা করতে হতো সেটাই করেছে।”