বৃষ্টি ও ম্যাথিউস-মেন্ডিসে ড্র ওয়েলিংটন টেস্ট
অনলাইন ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১২:০৩
ছবি: নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড টুইটার
আগের দিনই আবহাওয়ার খবরে বলা হয়েছিল, ওয়েলিংটনে টেস্টের পঞ্চম দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। অ্যাঞ্জেলো ম্যাথিউস-কুসল মেন্ডিসের দৃঢ়তার সঙ্গে শ্রীলঙ্কার জন্য সহায় হয়ে এল বৃষ্টি। ড্রয়ে শেষ হলো দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
বুধবার বৃষ্টির কারণে ১৩ ওভারেই থেমে যায় খেলা। ম্যাথিউস-কুসলের অবিচ্ছিন্ন জুটিতে আরও ২৮ রান পায় শ্রীলঙ্কা। খেলা থেমে যাওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে দলটির সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২৮৭। মেন্ডিস ১৪১ রানে, ম্যাথিউস ১২০ রানে অপরাজিত ছিলেন।
তাদের নৈপুণ্যে চতুর্থ দিনের পুরো সময় কাটিয়ে দেয় শ্রীলঙ্কা। জাগিয়ে তোলে ড্রয়ের সম্ভাবনা। শেষ পর্যন্ত ম্যাথিউস-মেন্ডিসের অপরাজিত চতুর্থ উইকেট জুটিতে রান দাঁড়ায় ২৭৪ রান।
মিডল অর্ডারে এই দুই ব্যাটম্যান কতটা ধীর স্থির ছিলেন প্রমাণ মেলে তাদের ইনিংসে। ছক্কা হাঁকিয়ে কোনো ঝুঁকি নেননি তারা; কম স্ট্রাইক রেট। ৩৩৫ বলে খেলা মেন্ডিসের ১৪১ রানের ইনিংসটিতে রয়েছে ১৬টি চার। ৩২৩ বলে খেলা ম্যাথিউসের ১২০ রানের ইনিংসে চার ১১টি।
সোমবার দ্বিতীয় ইনিংসের শুরুতেই খেই হারিয়েছিল শ্রীলঙ্কা। ১৩ রানেই শীর্ষ তিন ব্যাটারদের হারিয়েছিল তারা। দুটি উইকেট নিয়েছিলেন প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া টিম সাউদি। অপর উইকেট নেন ট্রেন্ট বোল্ট।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২৮২ রানের জবাবে টম ল্যাথামের ডাবল সেঞ্চুরিতে ৫৭৮ রানের বিশাল সংগ্রহ পেয়েছিল নিউজিল্যান্ড।
দল দুটির মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ শুরু হবে ২৬ ডিসেম্বর, ক্রাইস্টচার্চে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১২:০৩

আগের দিনই আবহাওয়ার খবরে বলা হয়েছিল, ওয়েলিংটনে টেস্টের পঞ্চম দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। অ্যাঞ্জেলো ম্যাথিউস-কুসল মেন্ডিসের দৃঢ়তার সঙ্গে শ্রীলঙ্কার জন্য সহায় হয়ে এল বৃষ্টি। ড্রয়ে শেষ হলো দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
বুধবার বৃষ্টির কারণে ১৩ ওভারেই থেমে যায় খেলা। ম্যাথিউস-কুসলের অবিচ্ছিন্ন জুটিতে আরও ২৮ রান পায় শ্রীলঙ্কা। খেলা থেমে যাওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে দলটির সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২৮৭। মেন্ডিস ১৪১ রানে, ম্যাথিউস ১২০ রানে অপরাজিত ছিলেন।
তাদের নৈপুণ্যে চতুর্থ দিনের পুরো সময় কাটিয়ে দেয় শ্রীলঙ্কা। জাগিয়ে তোলে ড্রয়ের সম্ভাবনা। শেষ পর্যন্ত ম্যাথিউস-মেন্ডিসের অপরাজিত চতুর্থ উইকেট জুটিতে রান দাঁড়ায় ২৭৪ রান।
মিডল অর্ডারে এই দুই ব্যাটম্যান কতটা ধীর স্থির ছিলেন প্রমাণ মেলে তাদের ইনিংসে। ছক্কা হাঁকিয়ে কোনো ঝুঁকি নেননি তারা; কম স্ট্রাইক রেট। ৩৩৫ বলে খেলা মেন্ডিসের ১৪১ রানের ইনিংসটিতে রয়েছে ১৬টি চার। ৩২৩ বলে খেলা ম্যাথিউসের ১২০ রানের ইনিংসে চার ১১টি।
সোমবার দ্বিতীয় ইনিংসের শুরুতেই খেই হারিয়েছিল শ্রীলঙ্কা। ১৩ রানেই শীর্ষ তিন ব্যাটারদের হারিয়েছিল তারা। দুটি উইকেট নিয়েছিলেন প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া টিম সাউদি। অপর উইকেট নেন ট্রেন্ট বোল্ট।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২৮২ রানের জবাবে টম ল্যাথামের ডাবল সেঞ্চুরিতে ৫৭৮ রানের বিশাল সংগ্রহ পেয়েছিল নিউজিল্যান্ড।
দল দুটির মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ শুরু হবে ২৬ ডিসেম্বর, ক্রাইস্টচার্চে।