আর তাড়াহুড়ো করতে চায় না বাংলাদেশ
অনলাইন ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১৮:০৫
প্রথম টি-টুয়েন্টির ভুল শুধরে সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ। ছবি: দেশ রূপান্তর
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামার আগে নিজেদের ভুল গুলো ঠিকঠাক ধরতে পারছে বাংলাদেশ দল। তাড়াহুড়ো ব্যাটিংয়েই যে আগের ম্যাচে হারতে হয়েছে সেটি স্বীকার করে নিয়ে সৌম্য সরকার বলছেন, আর এমন ভুল করতে চান না তারা।
বৃহস্পতিবার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।
সিলেটে প্রথম টি-টুয়েন্টিতে ৮ উইকেটে হারে বাংলাদেশ। যে হারে লুকিয়ে ব্যাটিং ব্যর্থতা। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের। তবে প্রথম ম্যাচ জিতে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলটাও এখন আত্মবিশ্বাসী। তাছাড়া টি-টুয়েন্টির বিশ্বসেরা দল উইন্ডিজ। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা তাই অনেক বেশি।
বুধবার দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন সৌম্য সরকার। এই টপ অর্ডার ব্যাটসম্যান অবশ্য বললেন সেই চ্যালেঞ্জ নিতে তৈরি তারা।
সৌম্য বলেন, ‘‘চ্যালেঞ্জ সব সময় নেওয়ার জন্য প্রস্তুত। একটা ম্যাচ পিছিয়ে আছি আমরা, চেষ্টা করব স্ট্রংলি কামব্যাক করার জন্য। শেষ সিরিজেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা প্রথম ম্যাচ হেরেছিলাম। পরের দুই ম্যাচে আমরা ভালো ভাবে কামব্যাক করেছি।’’
তবে এ জন্য আগের ম্যাচের ভুল থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশ দলকে। বাঁহাতি ওপেনার সৌম্য বলছেন, ‘‘প্রথম ম্যাচে যেই ভুল গুলো করেছি, যেমন দ্রুত কিছু উইকেট পড়েছে, ওইটা যেন পরের ম্যাচে না হয়, তাহলে ভালো হবে।’’
সিলেট ম্যাচের প্রসঙ্গ টেনে সৌম্য বলেন, ‘‘উইকেট তো ভালোই ছিল। আমরা হয়তো একটু তাড়াহুড়া করে ফেলেছি। উইকেট দ্রুত পড়ে যাওয়ায় আমাদের ধীর গতিতে ব্যাট করতে হয়েছে।’’
‘‘যদি পুরো পাওয়ার প্লেতে আমাদের একটা উইকেট থাকত তাহলে হয়তো পরের ছয় থেকে দশ ওভারে আরেকটু ভালো রান আসত। তখন শেষের দশ ওভার উইকেট নিয়ে গেলে আরো ভালো রান তোলা যেতো। পাওয়ার প্লে যদি ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলে পরবর্তী ব্যাটসম্যানদের জন্য সুবিধা হবে।’’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১৮:০৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামার আগে নিজেদের ভুল গুলো ঠিকঠাক ধরতে পারছে বাংলাদেশ দল। তাড়াহুড়ো ব্যাটিংয়েই যে আগের ম্যাচে হারতে হয়েছে সেটি স্বীকার করে নিয়ে সৌম্য সরকার বলছেন, আর এমন ভুল করতে চান না তারা।
বৃহস্পতিবার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।
সিলেটে প্রথম টি-টুয়েন্টিতে ৮ উইকেটে হারে বাংলাদেশ। যে হারে লুকিয়ে ব্যাটিং ব্যর্থতা। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের। তবে প্রথম ম্যাচ জিতে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলটাও এখন আত্মবিশ্বাসী। তাছাড়া টি-টুয়েন্টির বিশ্বসেরা দল উইন্ডিজ। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা তাই অনেক বেশি।
বুধবার দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন সৌম্য সরকার। এই টপ অর্ডার ব্যাটসম্যান অবশ্য বললেন সেই চ্যালেঞ্জ নিতে তৈরি তারা।
সৌম্য বলেন, ‘‘চ্যালেঞ্জ সব সময় নেওয়ার জন্য প্রস্তুত। একটা ম্যাচ পিছিয়ে আছি আমরা, চেষ্টা করব স্ট্রংলি কামব্যাক করার জন্য। শেষ সিরিজেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা প্রথম ম্যাচ হেরেছিলাম। পরের দুই ম্যাচে আমরা ভালো ভাবে কামব্যাক করেছি।’’
তবে এ জন্য আগের ম্যাচের ভুল থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশ দলকে। বাঁহাতি ওপেনার সৌম্য বলছেন, ‘‘প্রথম ম্যাচে যেই ভুল গুলো করেছি, যেমন দ্রুত কিছু উইকেট পড়েছে, ওইটা যেন পরের ম্যাচে না হয়, তাহলে ভালো হবে।’’
সিলেট ম্যাচের প্রসঙ্গ টেনে সৌম্য বলেন, ‘‘উইকেট তো ভালোই ছিল। আমরা হয়তো একটু তাড়াহুড়া করে ফেলেছি। উইকেট দ্রুত পড়ে যাওয়ায় আমাদের ধীর গতিতে ব্যাট করতে হয়েছে।’’
‘‘যদি পুরো পাওয়ার প্লেতে আমাদের একটা উইকেট থাকত তাহলে হয়তো পরের ছয় থেকে দশ ওভারে আরেকটু ভালো রান আসত। তখন শেষের দশ ওভার উইকেট নিয়ে গেলে আরো ভালো রান তোলা যেতো। পাওয়ার প্লে যদি ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলে পরবর্তী ব্যাটসম্যানদের জন্য সুবিধা হবে।’’