অনুশীলনে নেই সাকিব
নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১৮:৫৬
সাকিব আল হাসান। ছবি: দেশ রূপান্তর
সাকিব আল হাসানকে নিয়ে আবারো তৈরি হয়েছে শঙ্কা। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টির আগের দিন অনুশীলন করেননি বাংলাদেশ দলের টি-টুয়েন্টি অধিনায়ক। তার আগে আসেননি নির্ধারিত সংবাদ সম্মেলনেও। সবার কৌতূহল এখন একটাই, বৃহস্পতিবার সিরিজে ফেরার ম্যাচে খেলতে পারবেন তো সাকিব?
বুধবার বাংলাদেশ দলের সঙ্গে মিরপুরে এসেছিলেন সাকিবও। তবে মাঠে নামেননি তিনি। বসেছিলেন ড্রেসিং রুমে। কিছু সময় থেকে ফিরে যান টিম হোটেলে।
জানা গেছে শরীরটা ভালো নেই তার। কিছুটা জ্বর অনুভব করছিলেন। আর সে কারণেই অনুশীলন করেননি। আসেননি সংবাদ সম্মেলনেও। তবে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব খেলবেন বলেই খবর।
সিলেটে প্রথম টি-টুয়েন্টির ঠিক আগের দিন আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। তবে শঙ্কা কাটিয়ে মাঠে ছিলেন বাংলাদেশ দলের টি-টুয়েন্টি অধিনায়ক। ব্যাট হাতে সবচেয়ে সফল ব্যাটসম্যান ছিলেন সাকিবই। খেলেছিলেন ৪৩ বলে ৬১ রানের দারুণ এক ইনিংস। ৩.৫ ওভার বল করে ৩২ রান খরচ করে অবশ্য উইকেট পাননি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১৮:৫৬

সাকিব আল হাসানকে নিয়ে আবারো তৈরি হয়েছে শঙ্কা। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টির আগের দিন অনুশীলন করেননি বাংলাদেশ দলের টি-টুয়েন্টি অধিনায়ক। তার আগে আসেননি নির্ধারিত সংবাদ সম্মেলনেও। সবার কৌতূহল এখন একটাই, বৃহস্পতিবার সিরিজে ফেরার ম্যাচে খেলতে পারবেন তো সাকিব?
বুধবার বাংলাদেশ দলের সঙ্গে মিরপুরে এসেছিলেন সাকিবও। তবে মাঠে নামেননি তিনি। বসেছিলেন ড্রেসিং রুমে। কিছু সময় থেকে ফিরে যান টিম হোটেলে।
জানা গেছে শরীরটা ভালো নেই তার। কিছুটা জ্বর অনুভব করছিলেন। আর সে কারণেই অনুশীলন করেননি। আসেননি সংবাদ সম্মেলনেও। তবে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব খেলবেন বলেই খবর।
সিলেটে প্রথম টি-টুয়েন্টির ঠিক আগের দিন আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। তবে শঙ্কা কাটিয়ে মাঠে ছিলেন বাংলাদেশ দলের টি-টুয়েন্টি অধিনায়ক। ব্যাট হাতে সবচেয়ে সফল ব্যাটসম্যান ছিলেন সাকিবই। খেলেছিলেন ৪৩ বলে ৬১ রানের দারুণ এক ইনিংস। ৩.৫ ওভার বল করে ৩২ রান খরচ করে অবশ্য উইকেট পাননি।