ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে শেখ রাসেল
নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ২০:৩৮
গোলের পর সতীর্থদের মধ্যমণি আজিজভ আলিশ। ছবি: দেশ রূপান্তর
আজিজভ আলিশের জোড়া গোলে স্বাধীনতা কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারায় শেখ রাসেল। উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ ৪৫ ও ৫১ মিনিটে গোল দুটি করেন।
২০১৩ সালে স্বাধীনতা কাপের শিরোপা জিতেছিল শেখ রাসেল। সেবার ট্রেবল জিতেছিল দলটি। পাঁচ বছর পর ফের শিরোপা ঘরে তোলার হাতছানি তাদের।
অন্যদিকে ২০০৫ সালে শেষবারের মতো ফাইনাল খেলা ব্রাদার্সকে আরেকবার বিদায় নিতে হলো সেমিফাইনাল থেকেই।
আজিজভের প্রথম গোলটিতে অবশ্য অফসাইডের আবেদন করেছিল ব্রাদার্স। যা নিয়ে মাঠে উত্তেজনাও ছড়াল। তবে রেফারি নিজের সিদ্ধান্ত বহাল রাখেন। আজিজভ দ্বিতীয় গোলটি করেন সতীর্থ খালেকুজ্জামানের ক্রসে থেকে।
বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। এ ম্যাচের জয়ী দল ২৪ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে শেখ রাসেলের।
দলটির কোচ সাইফুল বারী টিটো অবশ্য ফাইনালের প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নন, ‘ফাইনালে যেই আসুক আমাদের লক্ষ্য থাকবে তাদের হারিয়ে শিরোপা উৎসব করা।’
এই আসরে এখনো নিজেদের জাল অক্ষত রাখা দলটি সেই স্বপ্ন দেখতেই পারে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ২০:৩৮

আজিজভ আলিশের জোড়া গোলে স্বাধীনতা কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারায় শেখ রাসেল। উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ ৪৫ ও ৫১ মিনিটে গোল দুটি করেন।
২০১৩ সালে স্বাধীনতা কাপের শিরোপা জিতেছিল শেখ রাসেল। সেবার ট্রেবল জিতেছিল দলটি। পাঁচ বছর পর ফের শিরোপা ঘরে তোলার হাতছানি তাদের।
অন্যদিকে ২০০৫ সালে শেষবারের মতো ফাইনাল খেলা ব্রাদার্সকে আরেকবার বিদায় নিতে হলো সেমিফাইনাল থেকেই।
আজিজভের প্রথম গোলটিতে অবশ্য অফসাইডের আবেদন করেছিল ব্রাদার্স। যা নিয়ে মাঠে উত্তেজনাও ছড়াল। তবে রেফারি নিজের সিদ্ধান্ত বহাল রাখেন। আজিজভ দ্বিতীয় গোলটি করেন সতীর্থ খালেকুজ্জামানের ক্রসে থেকে।
বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। এ ম্যাচের জয়ী দল ২৪ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে শেখ রাসেলের।
দলটির কোচ সাইফুল বারী টিটো অবশ্য ফাইনালের প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নন, ‘ফাইনালে যেই আসুক আমাদের লক্ষ্য থাকবে তাদের হারিয়ে শিরোপা উৎসব করা।’
এই আসরে এখনো নিজেদের জাল অক্ষত রাখা দলটি সেই স্বপ্ন দেখতেই পারে।