নতুন বছরেই ফিরতে চান সানিয়া
অনলাইন ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ২৩:৫২
ছবি: টুইটার
নুতন বছরেই কোর্টে ফেরার আশা ব্যক্ত করেছেন সানিয়া মির্জা। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কোর্টে ফেরা প্রসঙ্গে এ কথা বলেন ভারতীয় টেনিস তারকা।
গেল ৩০ অক্টোবরে পুত্র সন্তানের মা হন সানিয়া। এই মুহূর্তে মাতৃকালীন বিরতে থাকা সানিয়া কোর্টের বাইরে অবশ্য আরে আগে থেকেই। চোট কোর্টের বাইরে থাকতে বাধ্য করেছিল তাকে।
কোর্টের বাইরে থাকা সেই সময়ে মা হওয়ার সিদ্ধান্ত নেন সানিয়া। সাক্ষাৎকারে এসব বিষয়ে খোলামেলা কথা বলেন ভারতীয় এই গ্ল্যামার গার্ল।
সানিয়া বলেন, ‘‘২০১৭ সালের শেষের দিকে শোয়েব এবং আমি এ নিয়ে কথা বলি (গর্ভধারণ)। এরপর সচেতন ভাবে আমরা এনিয়ে সিদ্ধান্ত নেই।’’
‘‘এর আগেই আমি কোর্টের বাইরে চলে গিয়েছিলাম এবং বিশ্রামে ছিলাম। আমরা ভেবেছিলাম এটা সিদ্ধান্ত নেওয়ার ভালো সময়। আমি তৈরি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এক বা দেড় বছর আগে আমি এর জন্য তৈরি ছিলাম কিনা, আমি বলব আমি তৈরি ছিলাম না।’’
ফের কোর্টে ফেরা নিয়ে সানিয়া বলেন, ‘‘আমি নির্দিষ্ট সময় বলতে পারবো না। দায়িত্ব নিয়ে বলছি, আমি নতুন (২০১৯) বছরের দিকে তাকিয়ে। আমি সেরা মা এবং সেরা খেলোয়াড় হতে চাই।’’
বুধবার সানিয়া পুত্রকে নিয়ে টুইটারে একটি ছবিও পোস্ট করেন। যার ক্যাপশনে লিখেছেন, ‘‘কখনো ভাবিনি ঘর ছেড়ে বাইরে থাকাটা আমার জন্য কঠিন হবে। কাজের এবং ইজহানকে ছেড়ে দূরে থাকার একটি কঠিন দিন।’’
সেখানেও সানিয়া দিয়েছেন ফেরার বার্তা, ‘‘এই সব মিলেই আমি ফিরে আসতে চাই।’’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ২৩:৫২

নুতন বছরেই কোর্টে ফেরার আশা ব্যক্ত করেছেন সানিয়া মির্জা। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কোর্টে ফেরা প্রসঙ্গে এ কথা বলেন ভারতীয় টেনিস তারকা।
গেল ৩০ অক্টোবরে পুত্র সন্তানের মা হন সানিয়া। এই মুহূর্তে মাতৃকালীন বিরতে থাকা সানিয়া কোর্টের বাইরে অবশ্য আরে আগে থেকেই। চোট কোর্টের বাইরে থাকতে বাধ্য করেছিল তাকে।
কোর্টের বাইরে থাকা সেই সময়ে মা হওয়ার সিদ্ধান্ত নেন সানিয়া। সাক্ষাৎকারে এসব বিষয়ে খোলামেলা কথা বলেন ভারতীয় এই গ্ল্যামার গার্ল।
সানিয়া বলেন, ‘‘২০১৭ সালের শেষের দিকে শোয়েব এবং আমি এ নিয়ে কথা বলি (গর্ভধারণ)। এরপর সচেতন ভাবে আমরা এনিয়ে সিদ্ধান্ত নেই।’’
‘‘এর আগেই আমি কোর্টের বাইরে চলে গিয়েছিলাম এবং বিশ্রামে ছিলাম। আমরা ভেবেছিলাম এটা সিদ্ধান্ত নেওয়ার ভালো সময়। আমি তৈরি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এক বা দেড় বছর আগে আমি এর জন্য তৈরি ছিলাম কিনা, আমি বলব আমি তৈরি ছিলাম না।’’
ফের কোর্টে ফেরা নিয়ে সানিয়া বলেন, ‘‘আমি নির্দিষ্ট সময় বলতে পারবো না। দায়িত্ব নিয়ে বলছি, আমি নতুন (২০১৯) বছরের দিকে তাকিয়ে। আমি সেরা মা এবং সেরা খেলোয়াড় হতে চাই।’’
বুধবার সানিয়া পুত্রকে নিয়ে টুইটারে একটি ছবিও পোস্ট করেন। যার ক্যাপশনে লিখেছেন, ‘‘কখনো ভাবিনি ঘর ছেড়ে বাইরে থাকাটা আমার জন্য কঠিন হবে। কাজের এবং ইজহানকে ছেড়ে দূরে থাকার একটি কঠিন দিন।’’
সেখানেও সানিয়া দিয়েছেন ফেরার বার্তা, ‘‘এই সব মিলেই আমি ফিরে আসতে চাই।’’