বেলের হ্যাটট্রিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল
অনলাইন ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৮ ০৯:৪১
হ্যাটট্রিক করা গ্যারেথ বেলকে নিয়ে সতীর্থদের উল্লাস। ছবি: রিয়াল মাদ্রিদ টুইটার
গ্যারেথ বেলের হ্যাটট্রিকে একপেশে ম্যাচে কাশিমা অ্যান্টলার্সকে উড়িয়ে দিয়ে টানা তৃতীয়বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।
বুধবার রাতে আবু ধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে সেমি-ফাইনালে জাপানের ক্লাবটিকে ৩-১ গোলে হারায় চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। প্রথমার্ধের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে দলকে এগিয়ে নেন বেল। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন ওয়েলস উইঙ্গার।
ম্যাচের শুরু থেকে বল দখলে ও আক্রমণে আধিপত্য দেখায় রিয়াল। তবে গোল পেতে অপেক্ষা করতে হয় অনেকটা সময়। ম্যাচের ৪৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্পেনের ক্লাবটি। মার্সেলোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্স থেকে বাঁ পায়ে নিচু করে নেওয়া শটে জাল খুঁজে নেন বেল।
দ্বিতীয়ার্ধের শুরুতে দুই মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন বেল। ৫৩তম মিনিটে প্রতিপক্ষের ভুল পাসে ডি-বক্সে বল পেয়ে যান বেল। হালকা করে নেওয়া কোণাকুনি শটে জালে জড়ান বল।
দুই মিনিট পর ফের জালের দেখা পান ২৯ বছর বয়সী এই খেলোয়াড়। ডি-বক্সে মার্সেলোর পাসে জোরালো শটে জালে বল পাঠান আক্রমণভাগের তারকা এই খেলোয়াড়।
ক্লাব বিশ্বকাপে এই নিয়ে বেলের গোল দাঁড়াল ৬টি। ম্যাচটিতে হাঁটুর চোটের শঙ্কা নিয়ে মাঠ ছাড়েন এই উইঙ্গার। ম্যাচ এক ঘণ্টা শেষ না হতেই তাকে তুলে আনেন কোচ সান্তিয়াগো সোলারি।
৭৮তম মিনিটে এশিয়ান চ্যাম্পিয়ন কাশিমার হয়ে একটি গোল শোধ করেন মিডফিল্ডার শোমা দই।
এই জয়ে টানা তৃতীয়বার, সব মিলিয়ে চতুর্থবারের মতো ক্লাব বিশ্বকাপ জয়ের অনেক কাছে চলে এসেছে রিয়াল। শনিবার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ লিগের চ্যাম্পিয়ন আল আইনের মুখোমুখি হবে তারা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৮ ০৯:৪১

গ্যারেথ বেলের হ্যাটট্রিকে একপেশে ম্যাচে কাশিমা অ্যান্টলার্সকে উড়িয়ে দিয়ে টানা তৃতীয়বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।
বুধবার রাতে আবু ধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে সেমি-ফাইনালে জাপানের ক্লাবটিকে ৩-১ গোলে হারায় চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। প্রথমার্ধের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে দলকে এগিয়ে নেন বেল। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন ওয়েলস উইঙ্গার।
ম্যাচের শুরু থেকে বল দখলে ও আক্রমণে আধিপত্য দেখায় রিয়াল। তবে গোল পেতে অপেক্ষা করতে হয় অনেকটা সময়। ম্যাচের ৪৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্পেনের ক্লাবটি। মার্সেলোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্স থেকে বাঁ পায়ে নিচু করে নেওয়া শটে জাল খুঁজে নেন বেল।
দ্বিতীয়ার্ধের শুরুতে দুই মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন বেল। ৫৩তম মিনিটে প্রতিপক্ষের ভুল পাসে ডি-বক্সে বল পেয়ে যান বেল। হালকা করে নেওয়া কোণাকুনি শটে জালে জড়ান বল।
দুই মিনিট পর ফের জালের দেখা পান ২৯ বছর বয়সী এই খেলোয়াড়। ডি-বক্সে মার্সেলোর পাসে জোরালো শটে জালে বল পাঠান আক্রমণভাগের তারকা এই খেলোয়াড়।
ক্লাব বিশ্বকাপে এই নিয়ে বেলের গোল দাঁড়াল ৬টি। ম্যাচটিতে হাঁটুর চোটের শঙ্কা নিয়ে মাঠ ছাড়েন এই উইঙ্গার। ম্যাচ এক ঘণ্টা শেষ না হতেই তাকে তুলে আনেন কোচ সান্তিয়াগো সোলারি।
৭৮তম মিনিটে এশিয়ান চ্যাম্পিয়ন কাশিমার হয়ে একটি গোল শোধ করেন মিডফিল্ডার শোমা দই।
এই জয়ে টানা তৃতীয়বার, সব মিলিয়ে চতুর্থবারের মতো ক্লাব বিশ্বকাপ জয়ের অনেক কাছে চলে এসেছে রিয়াল। শনিবার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ লিগের চ্যাম্পিয়ন আল আইনের মুখোমুখি হবে তারা।