আর্সেনালকে হারিয়ে লিগ কাপের সেমিতে টটেনহ্যাম
অনলাইন ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৮ ১১:৩৩
ছবি: টটেনহ্যাম হটস্পার টুইটার
গোল করালেন, নিজেও করলেন। ডেলে আলির দুর্দান্ত নৈপুণ্যে আর্সেনালকে হারিয়ে চার বছর পর লিগ কাপের সেমি-ফাইনালে উঠেছে টটেনহ্যাম হটস্পার।
এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালকে আর্সেনালকে ২-০ গোলে হারায় টটেনহ্যাম। প্রথমার্ধে সন হিয়ুং-মিনকে দিয়ে গোল করিয়ে দলকে এগিয়ে নেন আলি। দ্বিতীয়ার্ধে নিজে গোল করে জয় নিশ্চিত করেন এই ইংলিশ মিডফিল্ডার।
নিজেদের মাঠে বল দখলে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি আর্সেনাল। ২০০৮ সালের পর টটেনহ্যামের কাছে হেরে আবারও লিগ কাপ থেকে ছিটকে যেতে হল তাদের।
২০তম মিনিটে এগিয়ে যায় অতিথি টটেনহ্যাম। আলির রক্ষণচেরা পাস পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড হিয়ুং মিন। ম্যাচে সমতা ফেরানোর বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি আর্সেনাল। প্রথমার্ধে তাদের দুটি চেষ্টা রুখে দেন টটেনহ্যামের আর্জেন্টাইন গোলরক্ষক পাওলো গাস্সানিয়া।
৫৯তম মিনিটে নিজে গোল করেন আলি। বদলি নামা হ্যারি কেইন মাঝ মাঠ থেকে উঁচু করে বল বাড়ান। সেটা ধরে ডি-বক্সে এগিয়ে গিয়ে দারুণ এক ভলিতে বল জালে জড়ান ২২ বছর বয়সী আলি। বাকি সময়ে দুই দলই বেশ কিছু সুযোগ পেলেও গোল পায়নি।
গত অগাস্টের পর এই প্রথম সব ধরনের প্রতিযোগিতায় টানা দুই ম্যাচ হারল আর্সেনাল। আগের ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনের কাছে ৩-২ গোলে হেরেছিল গানাররা।
প্রতিযোগিতাটির শেষ চারের প্রথম লেগের লড়াইয়ে লন্ডনের ওয়েম্বলিতে ৯ জানুয়ারি চেলসির মুখোমুখি হবে টটেনহ্যাম। কোয়ার্টার-ফাইনালে এডেন হ্যাজার্ডের একমাত্র গোলে বোর্নমাউথকে হারিয়ে শেষ জারের টিকিট পেয়েছে চেলসি।
সেমি-ফাইনালের অপর দ্বৈরথ হবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও বার্টন অ্যালবিয়ন মধ্যকার।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৮ ১১:৩৩

গোল করালেন, নিজেও করলেন। ডেলে আলির দুর্দান্ত নৈপুণ্যে আর্সেনালকে হারিয়ে চার বছর পর লিগ কাপের সেমি-ফাইনালে উঠেছে টটেনহ্যাম হটস্পার।
এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালকে আর্সেনালকে ২-০ গোলে হারায় টটেনহ্যাম। প্রথমার্ধে সন হিয়ুং-মিনকে দিয়ে গোল করিয়ে দলকে এগিয়ে নেন আলি। দ্বিতীয়ার্ধে নিজে গোল করে জয় নিশ্চিত করেন এই ইংলিশ মিডফিল্ডার।
নিজেদের মাঠে বল দখলে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি আর্সেনাল। ২০০৮ সালের পর টটেনহ্যামের কাছে হেরে আবারও লিগ কাপ থেকে ছিটকে যেতে হল তাদের।
২০তম মিনিটে এগিয়ে যায় অতিথি টটেনহ্যাম। আলির রক্ষণচেরা পাস পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড হিয়ুং মিন। ম্যাচে সমতা ফেরানোর বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি আর্সেনাল। প্রথমার্ধে তাদের দুটি চেষ্টা রুখে দেন টটেনহ্যামের আর্জেন্টাইন গোলরক্ষক পাওলো গাস্সানিয়া।
৫৯তম মিনিটে নিজে গোল করেন আলি। বদলি নামা হ্যারি কেইন মাঝ মাঠ থেকে উঁচু করে বল বাড়ান। সেটা ধরে ডি-বক্সে এগিয়ে গিয়ে দারুণ এক ভলিতে বল জালে জড়ান ২২ বছর বয়সী আলি। বাকি সময়ে দুই দলই বেশ কিছু সুযোগ পেলেও গোল পায়নি।
গত অগাস্টের পর এই প্রথম সব ধরনের প্রতিযোগিতায় টানা দুই ম্যাচ হারল আর্সেনাল। আগের ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনের কাছে ৩-২ গোলে হেরেছিল গানাররা।
প্রতিযোগিতাটির শেষ চারের প্রথম লেগের লড়াইয়ে লন্ডনের ওয়েম্বলিতে ৯ জানুয়ারি চেলসির মুখোমুখি হবে টটেনহ্যাম। কোয়ার্টার-ফাইনালে এডেন হ্যাজার্ডের একমাত্র গোলে বোর্নমাউথকে হারিয়ে শেষ জারের টিকিট পেয়েছে চেলসি।
সেমি-ফাইনালের অপর দ্বৈরথ হবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও বার্টন অ্যালবিয়ন মধ্যকার।