ম্যানইউর অন্তবর্তীকালীন কোচ সুলশার
অনলাইন ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৮ ১৩:৪৭
ছবি: ম্যানচেস্টার ইউনাইটেড টুইটার
জোসে মরিনিয়ো বরখাস্ত হওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হচ্ছেন উলে গুনার সুলশার, জানাজানি হয়ে গিয়েছিল আগেই। নরওয়ের সাবেক ফুটবলারকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে বেছে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।
নিজেদের ওয়েবসাইটে বুধবার সুলশারকে নিয়োগ দেওয়ার ঘোষণা দেয় ইউনাইটেড। চলতি মৌসুমের শেষ হওয়া পর্যন্ত ক্লাবটির দায়িত্ব দেওয়া হয়েছে ৪৫ বছর বয়সী এই কোচের হাতে।
মরিনিয়োর অধীনে খুব একটা ভালো ফল পাচ্ছিল না ইউনাইটেড। চলতি মৌসুমেও তেমন উন্নতি নেই দলটির। গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ৩-১ গোলে হারে তারা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির সঙ্গে তাদের ব্যবধান দাঁড়ায় ১৯ পয়েন্টের।
ব্যর্থতার দায়ে মঙ্গলবার মরিনিয়োকে বরখাস্ত করে ইউনাইটেড। ওই দিনই অন্তবর্তীকালীন কোচ হিসেবে সুলশারের নাম ঘোষণা করে ক্লাবটি। কিন্তু নিজেদের ওয়েবসাইটে দেওয়া ঘোষণাটি পরক্ষণেই মুছে ফেলে তারা। একদিন পর সুলশারকে নিয়োগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাল ইংল্যান্ডের সবচেয়ে ক্লাব।
ইউনাইটেড শিবির ভালো জানাশোনা সুলশারের। ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলে ছয়বার জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা; একবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। ১৯৯৮-৯৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ইউনাইটেডের জয়সূচক গোল করেছিলেন আক্রমণভাগের এই খেলোয়াড়। সব ধরনের প্রতিযোগিতায় ইউনাইটেডের হয়ে ১১ মৌসুমে ৩৬৬ ম্যাচে সুলশারের গোল ১২৬টি।
২০০৭ সালে সব ধরনের ফুটবল থেকে অবসর নেওয়া সুলশার ইউনাইটেডেই নেন কোচিংয়ের হাতেখরি। ক্লাবটির রিজার্ভ টিমের কোচের দায়িত্ব পালন করেন তিন বছর।
কোচ হিসেবে ২০১১ সালে নাম লেখান নরওয়ের ক্লাব মলডারে। ২০১৪ সালে হন ইংলিশ ক্লাব কার্ডিফ সিটির কোচ। ২০১৫ সালে ফের চলে যান মলডারে। স্বদেশী ক্লাব ছেড়ে এবার দায়িত্ব নিলেন ইউনাইটেডের। নিজের প্রিয় ক্লাবটিতে আপাতত নিয়োগ পেয়েছেন ২০১৯ সালের জুন পর্যন্ত।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৮ ১৩:৪৭

জোসে মরিনিয়ো বরখাস্ত হওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হচ্ছেন উলে গুনার সুলশার, জানাজানি হয়ে গিয়েছিল আগেই। নরওয়ের সাবেক ফুটবলারকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে বেছে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।
নিজেদের ওয়েবসাইটে বুধবার সুলশারকে নিয়োগ দেওয়ার ঘোষণা দেয় ইউনাইটেড। চলতি মৌসুমের শেষ হওয়া পর্যন্ত ক্লাবটির দায়িত্ব দেওয়া হয়েছে ৪৫ বছর বয়সী এই কোচের হাতে।
মরিনিয়োর অধীনে খুব একটা ভালো ফল পাচ্ছিল না ইউনাইটেড। চলতি মৌসুমেও তেমন উন্নতি নেই দলটির। গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ৩-১ গোলে হারে তারা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির সঙ্গে তাদের ব্যবধান দাঁড়ায় ১৯ পয়েন্টের।
ব্যর্থতার দায়ে মঙ্গলবার মরিনিয়োকে বরখাস্ত করে ইউনাইটেড। ওই দিনই অন্তবর্তীকালীন কোচ হিসেবে সুলশারের নাম ঘোষণা করে ক্লাবটি। কিন্তু নিজেদের ওয়েবসাইটে দেওয়া ঘোষণাটি পরক্ষণেই মুছে ফেলে তারা। একদিন পর সুলশারকে নিয়োগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাল ইংল্যান্ডের সবচেয়ে ক্লাব।
ইউনাইটেড শিবির ভালো জানাশোনা সুলশারের। ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলে ছয়বার জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা; একবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। ১৯৯৮-৯৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ইউনাইটেডের জয়সূচক গোল করেছিলেন আক্রমণভাগের এই খেলোয়াড়। সব ধরনের প্রতিযোগিতায় ইউনাইটেডের হয়ে ১১ মৌসুমে ৩৬৬ ম্যাচে সুলশারের গোল ১২৬টি।
২০০৭ সালে সব ধরনের ফুটবল থেকে অবসর নেওয়া সুলশার ইউনাইটেডেই নেন কোচিংয়ের হাতেখরি। ক্লাবটির রিজার্ভ টিমের কোচের দায়িত্ব পালন করেন তিন বছর।
কোচ হিসেবে ২০১১ সালে নাম লেখান নরওয়ের ক্লাব মলডারে। ২০১৪ সালে হন ইংলিশ ক্লাব কার্ডিফ সিটির কোচ। ২০১৫ সালে ফের চলে যান মলডারে। স্বদেশী ক্লাব ছেড়ে এবার দায়িত্ব নিলেন ইউনাইটেডের। নিজের প্রিয় ক্লাবটিতে আপাতত নিয়োগ পেয়েছেন ২০১৯ সালের জুন পর্যন্ত।