থামল লিটন ঝড়
অনলাইন ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৮ ১৮:০৯
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন লিটন দাস। তুলে নেন দাপুটে ফিফটি। এই ডানহাতি ব্যাটসম্যানের গড়ে দেওয়া ভিতের উপর দাঁড়িয়ে দারুণভাবে এগিয়ে চলেছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তামিম ইকবাল ১৫ রান করে ফিরলেও লিটন খেলেন দারুণ। শেলডন কটরেলেন বলে বোল্ড হওয়ার আগে ৬০ রানের ঝলমলে এক ইনিংস খেলেন তিনি। এই প্রতিবেদন লেখার সময় ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১২ ওভার শেষে ৩ উইকেটে ১১৩।
লিটন টি-টুয়েন্টি ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ফিফটি তলে নেন ২৬ বলে। ব্র্যাথওয়েটের বলে দারুণ এক চারে ফিফটি স্পর্শ করেন তিনি। ৫ চার ও ৪ ছক্কায় ফিফটি পূরণ করেন এই ২৪ বছর বয়সী ক্রিকেটার।
সিলেটে ক্যারিবীয় পেসের মুখে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। শর্ট বল ভুগিয়েছে টাইগার ব্যাটসম্যানদের। তবে এম্যাচে সফরকারী পেসারদের বিপক্ষে এখনো পর্যন্ত দুর্দান্ত স্বাগতিক ব্যাটসম্যানরা।
পঞ্চম ওভারের প্রথম বলে তামিম যখন ফেরেন তখন বাংলাদেশের রান ৪১। তবে তামিমের শুরুটাও খারাপ ছিল না। শেলডন কটরেলের প্রথম ওভারের চতুর্থ বলেই চার হাঁকান তামিম। প্রথম দুই ওভার শেষে বাংলাদেশের দলীয় ১৫ রানের ১৩ রানই ছিল তামিমের।
তৃতীয় ওভারের প্রথম বলেই অবশ্য জীবন পান তামিম। ওই ওভারেই তিন তিন চার হাঁকিয়ে দাপুটে শুরুর ইঙ্গিত দেন তামিমের ওপেনিং সঙ্গী লিটন। ব্র্যাথওয়েটের করা চতুর্থ ওভারের শেষ দুই বলে হাঁকান দুই ছক্কা।
পঞ্চম ওভারে প্রথম আক্রমণে এসেই ফ্যাবিয়ান এলেন তুলে নেন তামিমকে। ১৬ বলের ইনিংসে ১ চার হাঁকান এই বাঁহাতি। তবে লিটনকে থামানো যায়নি। ষষ্ঠ ওভারে থমাসকে পর পর দুই ছক্কা হাঁকান লিটন।
এর মাঝে তামিমের বিদায়ের পর উইকেটে এসেছেন সৌম্য সরকার। এই স্টাইলিশ ব্যাটসম্যানও দারুণ খেলছিলেন। তবে কটরেলের করা ১১তম ওভারের প্রথম বলে তিনি দুর্দান্ত ক্যাট হয়ে ফেরেন। ২২ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩২ রান করেছেন সৌম্য।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৮ ১৮:০৯

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন লিটন দাস। তুলে নেন দাপুটে ফিফটি। এই ডানহাতি ব্যাটসম্যানের গড়ে দেওয়া ভিতের উপর দাঁড়িয়ে দারুণভাবে এগিয়ে চলেছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তামিম ইকবাল ১৫ রান করে ফিরলেও লিটন খেলেন দারুণ। শেলডন কটরেলেন বলে বোল্ড হওয়ার আগে ৬০ রানের ঝলমলে এক ইনিংস খেলেন তিনি। এই প্রতিবেদন লেখার সময় ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১২ ওভার শেষে ৩ উইকেটে ১১৩।
লিটন টি-টুয়েন্টি ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ফিফটি তলে নেন ২৬ বলে। ব্র্যাথওয়েটের বলে দারুণ এক চারে ফিফটি স্পর্শ করেন তিনি। ৫ চার ও ৪ ছক্কায় ফিফটি পূরণ করেন এই ২৪ বছর বয়সী ক্রিকেটার।
সিলেটে ক্যারিবীয় পেসের মুখে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। শর্ট বল ভুগিয়েছে টাইগার ব্যাটসম্যানদের। তবে এম্যাচে সফরকারী পেসারদের বিপক্ষে এখনো পর্যন্ত দুর্দান্ত স্বাগতিক ব্যাটসম্যানরা।
পঞ্চম ওভারের প্রথম বলে তামিম যখন ফেরেন তখন বাংলাদেশের রান ৪১। তবে তামিমের শুরুটাও খারাপ ছিল না। শেলডন কটরেলের প্রথম ওভারের চতুর্থ বলেই চার হাঁকান তামিম। প্রথম দুই ওভার শেষে বাংলাদেশের দলীয় ১৫ রানের ১৩ রানই ছিল তামিমের।
তৃতীয় ওভারের প্রথম বলেই অবশ্য জীবন পান তামিম। ওই ওভারেই তিন তিন চার হাঁকিয়ে দাপুটে শুরুর ইঙ্গিত দেন তামিমের ওপেনিং সঙ্গী লিটন। ব্র্যাথওয়েটের করা চতুর্থ ওভারের শেষ দুই বলে হাঁকান দুই ছক্কা।
পঞ্চম ওভারে প্রথম আক্রমণে এসেই ফ্যাবিয়ান এলেন তুলে নেন তামিমকে। ১৬ বলের ইনিংসে ১ চার হাঁকান এই বাঁহাতি। তবে লিটনকে থামানো যায়নি। ষষ্ঠ ওভারে থমাসকে পর পর দুই ছক্কা হাঁকান লিটন।
এর মাঝে তামিমের বিদায়ের পর উইকেটে এসেছেন সৌম্য সরকার। এই স্টাইলিশ ব্যাটসম্যানও দারুণ খেলছিলেন। তবে কটরেলের করা ১১তম ওভারের প্রথম বলে তিনি দুর্দান্ত ক্যাট হয়ে ফেরেন। ২২ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩২ রান করেছেন সৌম্য।