রেকর্ড স্কোর বাংলাদেশের
অনলাইন ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৮ ১৮:৫৭
ছবি: নাজমুল হক বাপ্পি
ব্যাট হাতে ঝড় তুললেন লিটন দাস। তার বাহারি শটে চোখ জুড়ালো দর্শকদের। বাংলাদেশও পেয়ে গেল বড় স্কোরের দারুণ এক ভিত। যে ভিতের উপর দাঁড়িয়ে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ দলকে এনে দিলেন রেকর্ড স্কোর।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ২১১ রান করেছে বাংলাদেশ। টি-টুয়েন্টিতে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটিই সর্বোচ্চ রানের স্কোর টাইগারদের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এরআগে বাংলাদেশের সর্বোচ্চ রানের স্কোর ছিল ৫ উইকেট ১৮৪। আগষ্টে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচে এই স্কোর গড়েছিল টাইগাররা। আর টি-টয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরটি ২১৫/৫। বছরের শুরুতে নিদাহাস টি-টুয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার ২১৪ রান তাড়া করে এই স্কোর গড়েছিল বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেছেন লিটন। ৩৪ বলে ৬ চার ও ৪ ছক্কায় এই রান করেন তিনি। এছাড়া সাকিব আল হাসান অপরাজিত ৪২ ও মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত ৪৩ রান করেন।
সাকিবের ২৬ বলের ইনিংসে ছিল ৫ চার ও ১ ছক্কা। মাহমুদউল্লাহ ২১ বলের ইনিংসে ছিল ৭ চার। এই দুজন পঞ্চম উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে যোগ করেন ৯১ রান। টি-টুয়েন্টিতে পঞ্চম উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৮ ১৮:৫৭

ব্যাট হাতে ঝড় তুললেন লিটন দাস। তার বাহারি শটে চোখ জুড়ালো দর্শকদের। বাংলাদেশও পেয়ে গেল বড় স্কোরের দারুণ এক ভিত। যে ভিতের উপর দাঁড়িয়ে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ দলকে এনে দিলেন রেকর্ড স্কোর।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ২১১ রান করেছে বাংলাদেশ। টি-টুয়েন্টিতে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটিই সর্বোচ্চ রানের স্কোর টাইগারদের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এরআগে বাংলাদেশের সর্বোচ্চ রানের স্কোর ছিল ৫ উইকেট ১৮৪। আগষ্টে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচে এই স্কোর গড়েছিল টাইগাররা। আর টি-টয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরটি ২১৫/৫। বছরের শুরুতে নিদাহাস টি-টুয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার ২১৪ রান তাড়া করে এই স্কোর গড়েছিল বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেছেন লিটন। ৩৪ বলে ৬ চার ও ৪ ছক্কায় এই রান করেন তিনি। এছাড়া সাকিব আল হাসান অপরাজিত ৪২ ও মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত ৪৩ রান করেন।
সাকিবের ২৬ বলের ইনিংসে ছিল ৫ চার ও ১ ছক্কা। মাহমুদউল্লাহ ২১ বলের ইনিংসে ছিল ৭ চার। এই দুজন পঞ্চম উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে যোগ করেন ৯১ রান। টি-টুয়েন্টিতে পঞ্চম উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।