টাইগারদের দাপুটে প্রত্যাবর্তন
নিজস্ব প্রতিবেদক | ২০ ডিসেম্বর, ২০১৮ ২১:০১
ছবি: নাজমুল হক বাপ্পি
প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে ব্যাট এবং বল হাতে দারুণভাবে জ্বলে উঠলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাট হাতে ঝড়ো ইনিংসের পর বল হাতে অধিনায়ক সাকিব আল হাসান নিলেন ৫ উইকেট। তাতে টি-টুয়েন্টির বিশ্ব সেরা ওয়েস্ট ইন্ডিজ আরেকবার দেখল ছোট সংস্করণেও টাইগারদের শক্তিশালী রূপ। বাংলাদেশ পেল সিরিজে ঘুরে দাঁড়ানো দারুণ এক জয়।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ক্যারিবীয়দের ৩৬ রানে হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করে ৪ উইকেটে ২১১ রানের রেকর্ড স্কোর গড়ে বাংলাদেশ। জবাবে ৪ বল বাকি থাকতে ১৭৫ রানে থামে উইন্ডিজ।
তিন ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতা। শনিবার একই মাঠে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। যে ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে রূপ নিল।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথমে লিটন দাস ঝড় তুলেছিলেন। খেলেন ৩৪ বলে ৬০ রানের ইনিংস। ৬টি চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান এই ওপেনার।
পরে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ চড়াও হন ক্যারিবীয় বোলারদের উপর। পঞ্চম উইকেটে এই দুজনের রেকর্ড জুটিতে দুইশ পেরোনো স্কোর পায় বাংলাদেশ। টি-টুয়েন্টিতে যা নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ এবং সব দল মিলে মিরপুরের মাঠেও সর্বোচ্চ স্কোর এটি।
সাকিব অপরাজিত ৪২ রান করেন ২৬ বলে। ৫টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা। মাহমুদউল্লাহ ২১ বলে ৭ চারে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন। এছাড়া সৌম্য সরকার তিন নম্বরে নেমে খেলেছেন ২২ বলে ৩২ রানের ইনিংস।
ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের গড়া বিশাল রানের জবাবে ঝড় তুলতে চাইল ওয়েস্ট ইন্ডিজও। ৩.৫ ওভারেই দলীয় অর্ধশত পূরণ করে ফেলে দলটি। কিন্তু সেখান থেকে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফেরা বাংলাদেশের। যেখানে সবচেয়ে বড় কৃতিত্ব ৫ উইকেট নেওয়া সাকিব আল হাসানের।
ওয়ানডেতে দুটি সেঞ্চুরি হাঁকানোর পর প্রথম টি-টুয়েন্টিতে ৫৫ রানের ইনিংসে খেলেছিলেন শাই হোপ। এদিনও ঝড়ের ইঙ্গিত ছিল তার ব্যাটে। তবে তাকে ফিরিয়েছেন মিরাজ। ৩৬ রান করেন তিনি।
তার আগে ১ রান করা এভিন লুইসকে ফেরান আবু হায়দার। আর ১৪ রান করা নিকোলাস পুরানকে নিয়ে উইকেট উৎসব শুরু করেন সাকিব। পরে নিয়েছেন শিমরন হেটমায়ার, ড্যারেন ব্র্যাভো, কার্লোস ব্র্যাথওয়েট ও ফ্যাবিয়ান অ্যালেনের উইকেট।
রোভম্যান পাওয়েল অবশ্য লড়াই চেষ্টা করছিলেন। ৩৪ বলে ৫ চার ও ১ ছক্কায় খেলেন ৫০ রানের ইনিংস। তাকে থামিয়েছেন মোস্তাফিজুর রহমান। শেষ ওভারে ওশানে থমাসকে ফিরিয়ে ক্যারিবীয়দের ইনিংস গুটিয়ে দেন মাহমুদউল্লাহ।
ম্যাচ সেরা সাকিবের ৫ উইকেট ছাড়াও ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ১টি করে উইকেট নিয়েছেন আবু হায়দার ও মেহেদী হাসান মিরাজ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২০ ডিসেম্বর, ২০১৮ ২১:০১

প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে ব্যাট এবং বল হাতে দারুণভাবে জ্বলে উঠলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাট হাতে ঝড়ো ইনিংসের পর বল হাতে অধিনায়ক সাকিব আল হাসান নিলেন ৫ উইকেট। তাতে টি-টুয়েন্টির বিশ্ব সেরা ওয়েস্ট ইন্ডিজ আরেকবার দেখল ছোট সংস্করণেও টাইগারদের শক্তিশালী রূপ। বাংলাদেশ পেল সিরিজে ঘুরে দাঁড়ানো দারুণ এক জয়।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ক্যারিবীয়দের ৩৬ রানে হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করে ৪ উইকেটে ২১১ রানের রেকর্ড স্কোর গড়ে বাংলাদেশ। জবাবে ৪ বল বাকি থাকতে ১৭৫ রানে থামে উইন্ডিজ।
তিন ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতা। শনিবার একই মাঠে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। যে ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে রূপ নিল।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথমে লিটন দাস ঝড় তুলেছিলেন। খেলেন ৩৪ বলে ৬০ রানের ইনিংস। ৬টি চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান এই ওপেনার।
পরে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ চড়াও হন ক্যারিবীয় বোলারদের উপর। পঞ্চম উইকেটে এই দুজনের রেকর্ড জুটিতে দুইশ পেরোনো স্কোর পায় বাংলাদেশ। টি-টুয়েন্টিতে যা নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ এবং সব দল মিলে মিরপুরের মাঠেও সর্বোচ্চ স্কোর এটি।
সাকিব অপরাজিত ৪২ রান করেন ২৬ বলে। ৫টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা। মাহমুদউল্লাহ ২১ বলে ৭ চারে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন। এছাড়া সৌম্য সরকার তিন নম্বরে নেমে খেলেছেন ২২ বলে ৩২ রানের ইনিংস।
ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের গড়া বিশাল রানের জবাবে ঝড় তুলতে চাইল ওয়েস্ট ইন্ডিজও। ৩.৫ ওভারেই দলীয় অর্ধশত পূরণ করে ফেলে দলটি। কিন্তু সেখান থেকে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফেরা বাংলাদেশের। যেখানে সবচেয়ে বড় কৃতিত্ব ৫ উইকেট নেওয়া সাকিব আল হাসানের।
ওয়ানডেতে দুটি সেঞ্চুরি হাঁকানোর পর প্রথম টি-টুয়েন্টিতে ৫৫ রানের ইনিংসে খেলেছিলেন শাই হোপ। এদিনও ঝড়ের ইঙ্গিত ছিল তার ব্যাটে। তবে তাকে ফিরিয়েছেন মিরাজ। ৩৬ রান করেন তিনি।
তার আগে ১ রান করা এভিন লুইসকে ফেরান আবু হায়দার। আর ১৪ রান করা নিকোলাস পুরানকে নিয়ে উইকেট উৎসব শুরু করেন সাকিব। পরে নিয়েছেন শিমরন হেটমায়ার, ড্যারেন ব্র্যাভো, কার্লোস ব্র্যাথওয়েট ও ফ্যাবিয়ান অ্যালেনের উইকেট।
রোভম্যান পাওয়েল অবশ্য লড়াই চেষ্টা করছিলেন। ৩৪ বলে ৫ চার ও ১ ছক্কায় খেলেন ৫০ রানের ইনিংস। তাকে থামিয়েছেন মোস্তাফিজুর রহমান। শেষ ওভারে ওশানে থমাসকে ফিরিয়ে ক্যারিবীয়দের ইনিংস গুটিয়ে দেন মাহমুদউল্লাহ।
ম্যাচ সেরা সাকিবের ৫ উইকেট ছাড়াও ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ১টি করে উইকেট নিয়েছেন আবু হায়দার ও মেহেদী হাসান মিরাজ।