এমবাপেকে জন্মদিনের শুভেচ্ছা পেলের
অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ১৪:৫৫
টিনএজ বয়েসের গণ্ডি পার হলেন কিলিয়ান এমবাপে। পা রাখলেন কুড়িতে। ফরাসি তরুণ এই ফরোয়ার্ডকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ফুটবলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র পেলে।
অল্প বয়সেই নজর কেড়েছেন এমবাপে। রাশিয়ায় ফ্রান্সের বিশ্বকাপ জয়ে চার গোল করে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। এর মধ্যে শেষ ষোলোয় আর্জেন্টিনার বিপক্ষে দলের ৪-৩ ব্যবধানের জয়ে করেন জোড়া গোল। জালের দেখা পান ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে ৪-২ গোলের জয়েও।
অনেকেই এমবাপের মাঝে দেখেন পেলের ছায়া। পেলের মতোই টিনএজার হিসেবে জিতেছেন বিশ্বকাপ। ফুটবলের সর্বকালের সেরা ফুটবলারের পর টিনএজার হিসেবে বিশ্বকাপের কোনো ম্যাচে জোড়া গোল করা এবং ফাইনালে গোলের দেখা পাওয়া একমাত্র খেলোয়াড় এমবাপে।
পিএসজির ফরাসি ফুটবলারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের টুইটারে ইংরেজি ও পর্তুগিজ ভাষায় পেলে লিখেছেন- “বিশেষ মেধাগুলো খুব কম বয়সেই ফুটে ওঠে। শুভ জন্মদিন কিলিয়ান। বয়স মাত্র ২০। আসছে দিনগুলোতে তোমার জন্য যা আসছে সেসব নিয়ে আমি উজ্জীবিত।”
এমবাপে এবার বিশ্বকাপ জেতার পরও তার উদ্দেশে টুইট করেছিরেন ৭৮ বছর বয়সী পেলে। সেবার মজা করে ফের খেলায় ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জেতা এই ফুটবলার- “কিলিয়ান যদি এভাবে আমার রেকর্ডগুলো স্পর্শ করতে থাকে, তাহলে আমার বুটজোড়া আবারও পরিষ্কার করতে হতে পারে।”
জবাবে এমবাপে বলেছিলেন, “রাজা সবসময়ই রাজাই থাকেন।”
চলতি মাসের শুরুতে ব্রাজিলের এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে পেলে জানিয়েছিলেন, এমবাপের মাঝে নিজের মিল খুঁজে পান তিনি। বলেছিলেন, “আমরা একইরকম।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ১৪:৫৫

টিনএজ বয়েসের গণ্ডি পার হলেন কিলিয়ান এমবাপে। পা রাখলেন কুড়িতে। ফরাসি তরুণ এই ফরোয়ার্ডকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ফুটবলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র পেলে।
অল্প বয়সেই নজর কেড়েছেন এমবাপে। রাশিয়ায় ফ্রান্সের বিশ্বকাপ জয়ে চার গোল করে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। এর মধ্যে শেষ ষোলোয় আর্জেন্টিনার বিপক্ষে দলের ৪-৩ ব্যবধানের জয়ে করেন জোড়া গোল। জালের দেখা পান ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে ৪-২ গোলের জয়েও।
অনেকেই এমবাপের মাঝে দেখেন পেলের ছায়া। পেলের মতোই টিনএজার হিসেবে জিতেছেন বিশ্বকাপ। ফুটবলের সর্বকালের সেরা ফুটবলারের পর টিনএজার হিসেবে বিশ্বকাপের কোনো ম্যাচে জোড়া গোল করা এবং ফাইনালে গোলের দেখা পাওয়া একমাত্র খেলোয়াড় এমবাপে।
পিএসজির ফরাসি ফুটবলারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের টুইটারে ইংরেজি ও পর্তুগিজ ভাষায় পেলে লিখেছেন- “বিশেষ মেধাগুলো খুব কম বয়সেই ফুটে ওঠে। শুভ জন্মদিন কিলিয়ান। বয়স মাত্র ২০। আসছে দিনগুলোতে তোমার জন্য যা আসছে সেসব নিয়ে আমি উজ্জীবিত।”
এমবাপে এবার বিশ্বকাপ জেতার পরও তার উদ্দেশে টুইট করেছিরেন ৭৮ বছর বয়সী পেলে। সেবার মজা করে ফের খেলায় ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জেতা এই ফুটবলার- “কিলিয়ান যদি এভাবে আমার রেকর্ডগুলো স্পর্শ করতে থাকে, তাহলে আমার বুটজোড়া আবারও পরিষ্কার করতে হতে পারে।”
জবাবে এমবাপে বলেছিলেন, “রাজা সবসময়ই রাজাই থাকেন।”
চলতি মাসের শুরুতে ব্রাজিলের এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে পেলে জানিয়েছিলেন, এমবাপের মাঝে নিজের মিল খুঁজে পান তিনি। বলেছিলেন, “আমরা একইরকম।”