আশরাফুলের ঝড়ো ফিফটি
অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ১৬:২৫
ছবি: বিসিবি
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) এবার ঝড় তুলে অর্ধশতক হাঁকিয়েছেন মোহাম্মদ আশরাফুল। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগটিতে শুরুতে কোনো দলই তাকে কিনতে আগ্রহ দেখায়নি। তৃতীয় রাউন্ড থেকে অবশ্য পশ্চিমাঞ্চলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। সুযোগ পেয়ে শুরুর উপেক্ষার জবাব ব্যাট হাতেই দিয়ে চলেছেন আশরাফুল।
শুক্রবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫৪ রানের ইনিংস খেলেন আশরাফুল। এই রান তিনি করেছেন ৩৭ বলে ৫ চার ও ১ ছক্কায়। স্ট্রাইকরেট ১৪৫.৯৪।
৩৫ মিনিট উইকেটে ছিলেন আশরাফুল। যতক্ষণ ছিলেন, চড়াও হয়ে খেলেছেন প্রতিপক্ষের বোলারদের উপর। এদিন ৩০ বলেই অর্ধশতক পূরণ করেন ৩৪ বছর বয়সী আশরাফুল। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ৩২তম ফিফটি। এর আগে প্রথম ইনিংসে ৩৭ রান এসেছিল আশরাফুলের ব্যাট থেকে।
প্রথম দুই রাউন্ড দর্শক হয়ে থাকার পর তৃতীয় রাউন্ডে ফেরেন আশরাফুল। প্রথম ইনিংসে শূন্য রান করলেও দ্বিতীয় ইনিংসে হাঁকান অর্ধশতক। মধ্যাঞ্চলের বিপক্ষে খেলেন ৬৪ রান।
এরপর চতুর্থ রাউন্ডে তুলে নেন সেঞ্চুরি। উত্তরাঞ্চলের বিপক্ষে খেলেন ১৩৬ রানের ইনিংস। অর্থাৎ এবারের আসরে একটি সেঞ্চুরির সঙ্গে দ্বিতীয় ফিফটি তুলে নিলেন আশরাফুল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ১৬:২৫

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) এবার ঝড় তুলে অর্ধশতক হাঁকিয়েছেন মোহাম্মদ আশরাফুল। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগটিতে শুরুতে কোনো দলই তাকে কিনতে আগ্রহ দেখায়নি। তৃতীয় রাউন্ড থেকে অবশ্য পশ্চিমাঞ্চলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। সুযোগ পেয়ে শুরুর উপেক্ষার জবাব ব্যাট হাতেই দিয়ে চলেছেন আশরাফুল।
শুক্রবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫৪ রানের ইনিংস খেলেন আশরাফুল। এই রান তিনি করেছেন ৩৭ বলে ৫ চার ও ১ ছক্কায়। স্ট্রাইকরেট ১৪৫.৯৪।
৩৫ মিনিট উইকেটে ছিলেন আশরাফুল। যতক্ষণ ছিলেন, চড়াও হয়ে খেলেছেন প্রতিপক্ষের বোলারদের উপর। এদিন ৩০ বলেই অর্ধশতক পূরণ করেন ৩৪ বছর বয়সী আশরাফুল। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ৩২তম ফিফটি। এর আগে প্রথম ইনিংসে ৩৭ রান এসেছিল আশরাফুলের ব্যাট থেকে।
প্রথম দুই রাউন্ড দর্শক হয়ে থাকার পর তৃতীয় রাউন্ডে ফেরেন আশরাফুল। প্রথম ইনিংসে শূন্য রান করলেও দ্বিতীয় ইনিংসে হাঁকান অর্ধশতক। মধ্যাঞ্চলের বিপক্ষে খেলেন ৬৪ রান।
এরপর চতুর্থ রাউন্ডে তুলে নেন সেঞ্চুরি। উত্তরাঞ্চলের বিপক্ষে খেলেন ১৩৬ রানের ইনিংস। অর্থাৎ এবারের আসরে একটি সেঞ্চুরির সঙ্গে দ্বিতীয় ফিফটি তুলে নিলেন আশরাফুল।