রিয়ালে রোনালদোর শূন্যতা ‘অপূরণীয়’
অনলাইন ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪৫
ছবি: রোনালদোর টুইটার
রিয়াল মাদ্রিদে ক্রিস্তিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়ের শূন্যতা ‘অপূরণীয়’ বলে মনে করেন দলটির গোলরক্ষক থিবো কর্তোয়া। তবে শূন্যতাটা ঘুচাতে দলের বাকি খেলোয়াড়রা এগিয়ে আসবে বলে বিশ্বাস তার।
রিয়ালের হয়ে দীর্ঘ নয় বছরের ক্যারিয়ারে ইতি টেনে গত জুলাইয়ে ইউভেন্তুসে পাড়ি জমান রোনালদো। তারকা এই ফরোয়ার্ডের জায়গায় যথাযথ কোনো খেলোয়াড় এখনও চুক্তিবদ্ধ করতে পারেনি সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটি। দলে রোনালদোর অভাবটা স্পষ্ট। মৌসুমের শুরুতে অনেক ভুগতে হয় তাদের।
ধীরে ধীরে রোনালদো শূন্যতা কাটিয়ে ওঠার পথে এগুচ্ছে রিয়াল। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান অনেকটা কমিয়ে এনেছে তারা। নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো। সবশেষ শনিবার সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনকে ৪-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার ও সব মিলিয়ে চতুর্থবার ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেনের সবচেয়ে সফল ক্লাব।
রোনালদো না থাকায় রিয়ালে নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছেন করিম বেনজেমা ও গ্যারেথ বেল। সুযোগ কাজেও লাগাচ্ছেন তারা। চলতি মৌসুমে এরই মধ্যে সব ধরনের প্রতিযোগিতায় ১১টি গোল করেছেন বেনজেমা; বেল করেছেন ১০ গোল। রোনালদোর অভাব পূরণ করতে তাদেরকে আরও এগিয়ে আসার আহ্বান জানালেন বেলজিয়ান গোলরক্ষক কর্তোয়া।
“ক্রিস্তিয়ানো অপূরণীয়। সে যেসব করেছে তা আপনি ভুলতে পারবেন না। কিন্তু এখন সে এখানে নেই। তার মতো গোল করতে অন্য খেলোয়াড়দের জন্য এটাই সুযোগ, গ্যারেথ বেল যেটা (ক্লাব বিশ্বকাপের) সেমি-ফাইনালে করে দেখাল।”
“এমনটা করতে পারলে আমাদের জন্য দারুণ হবে।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪৫

রিয়াল মাদ্রিদে ক্রিস্তিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়ের শূন্যতা ‘অপূরণীয়’ বলে মনে করেন দলটির গোলরক্ষক থিবো কর্তোয়া। তবে শূন্যতাটা ঘুচাতে দলের বাকি খেলোয়াড়রা এগিয়ে আসবে বলে বিশ্বাস তার।
রিয়ালের হয়ে দীর্ঘ নয় বছরের ক্যারিয়ারে ইতি টেনে গত জুলাইয়ে ইউভেন্তুসে পাড়ি জমান রোনালদো। তারকা এই ফরোয়ার্ডের জায়গায় যথাযথ কোনো খেলোয়াড় এখনও চুক্তিবদ্ধ করতে পারেনি সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটি। দলে রোনালদোর অভাবটা স্পষ্ট। মৌসুমের শুরুতে অনেক ভুগতে হয় তাদের।
ধীরে ধীরে রোনালদো শূন্যতা কাটিয়ে ওঠার পথে এগুচ্ছে রিয়াল। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান অনেকটা কমিয়ে এনেছে তারা। নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো। সবশেষ শনিবার সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনকে ৪-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার ও সব মিলিয়ে চতুর্থবার ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেনের সবচেয়ে সফল ক্লাব।
রোনালদো না থাকায় রিয়ালে নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছেন করিম বেনজেমা ও গ্যারেথ বেল। সুযোগ কাজেও লাগাচ্ছেন তারা। চলতি মৌসুমে এরই মধ্যে সব ধরনের প্রতিযোগিতায় ১১টি গোল করেছেন বেনজেমা; বেল করেছেন ১০ গোল। রোনালদোর অভাব পূরণ করতে তাদেরকে আরও এগিয়ে আসার আহ্বান জানালেন বেলজিয়ান গোলরক্ষক কর্তোয়া।
“ক্রিস্তিয়ানো অপূরণীয়। সে যেসব করেছে তা আপনি ভুলতে পারবেন না। কিন্তু এখন সে এখানে নেই। তার মতো গোল করতে অন্য খেলোয়াড়দের জন্য এটাই সুযোগ, গ্যারেথ বেল যেটা (ক্লাব বিশ্বকাপের) সেমি-ফাইনালে করে দেখাল।”
“এমনটা করতে পারলে আমাদের জন্য দারুণ হবে।”