বঙ্গবন্ধু গোল্ডকাপে সেরা রংপুর
অনলাইন ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ২০:১৩
শিরোপা জয়ী রংপুরের কিশোরদের উল্লাস। ছবি: নাজমুল হক বাপ্পি
প্রথমবারের মতো আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টে শিরোপা জিতেছে রংপুর বিভাগ। রাজশাহী বিভাগকে হারিয়ে প্রতিযোগিতার সেরা হয় দলটি।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসরের ফাইনালে রংপুর বিভাগ ২-১ গোলে হারায় রাজশাহীকে।
ম্যাচের ৪৪ মিনিটে আপন চন্দ্র রায়ের গোলে এগিয়ে যায় রংপুর বিভাগ। ৫৭ মিনিটে আহাদের গোলে সমতায় ফিরে রাজশাহী। নির্ধারিত ৮০ মিনিটের খেলায় ইনজুরি সময়ের গোলে জয় পায় রংপুর।
৮৬ মিনিটে রংপুর বিভাগের পক্ষে শামিম ইসলাম গোল করে দলের জয় নিশ্চিত করেন।
আসরে ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন শামিম ইসলাম। সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন আপন চন্দ্র রায়।
দেশজুড়ে প্রায় এক লাখ কিশোরের মধ্য থেকে মাত্র ৪০ জনের সুযোগ মেলেছে দেশের ফুটবলের তীর্থভূমি বঙ্গবন্ধু স্টেডিয়ামে পা রাখার। ইউনিয়ন পর্যায় থেকে ধাপে ধাপে উঠে এসে চূড়ান্তপর্বে পৌঁছে গিয়েছিল এই কিশোররা।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় ফুটবলকে এ দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা আখ্যা দিয়ে বলেন, ‘‘জনপ্রিয়তার দিক দিয়ে দেশের ক্রীড়াঙ্গনের বড় অংশজুড়ে রয়েছে ফুটবল। ফুটবলের উন্মাদনায় শামিল হয় তরুণ-তরুণী থেকে শুরু করে বয়স্করাও। ফুটবলকে আরো জনপ্রিয় করে তোলার পাশাপাশি এই টুর্নামেন্ট নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরিতেও সহায়তা করবে।’’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ২০:১৩

প্রথমবারের মতো আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টে শিরোপা জিতেছে রংপুর বিভাগ। রাজশাহী বিভাগকে হারিয়ে প্রতিযোগিতার সেরা হয় দলটি।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসরের ফাইনালে রংপুর বিভাগ ২-১ গোলে হারায় রাজশাহীকে।
ম্যাচের ৪৪ মিনিটে আপন চন্দ্র রায়ের গোলে এগিয়ে যায় রংপুর বিভাগ। ৫৭ মিনিটে আহাদের গোলে সমতায় ফিরে রাজশাহী। নির্ধারিত ৮০ মিনিটের খেলায় ইনজুরি সময়ের গোলে জয় পায় রংপুর।
৮৬ মিনিটে রংপুর বিভাগের পক্ষে শামিম ইসলাম গোল করে দলের জয় নিশ্চিত করেন।
আসরে ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন শামিম ইসলাম। সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন আপন চন্দ্র রায়।
দেশজুড়ে প্রায় এক লাখ কিশোরের মধ্য থেকে মাত্র ৪০ জনের সুযোগ মেলেছে দেশের ফুটবলের তীর্থভূমি বঙ্গবন্ধু স্টেডিয়ামে পা রাখার। ইউনিয়ন পর্যায় থেকে ধাপে ধাপে উঠে এসে চূড়ান্তপর্বে পৌঁছে গিয়েছিল এই কিশোররা।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় ফুটবলকে এ দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা আখ্যা দিয়ে বলেন, ‘‘জনপ্রিয়তার দিক দিয়ে দেশের ক্রীড়াঙ্গনের বড় অংশজুড়ে রয়েছে ফুটবল। ফুটবলের উন্মাদনায় শামিল হয় তরুণ-তরুণী থেকে শুরু করে বয়স্করাও। ফুটবলকে আরো জনপ্রিয় করে তোলার পাশাপাশি এই টুর্নামেন্ট নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরিতেও সহায়তা করবে।’’