‘কোহলি যতটা না ভারতীয়, তারচেয়ে বেশি অস্ট্রেলিয়’
অনলাইন ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ২১:৪০
ছবি: আইসিসির ফেসবুক
অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলির মাঠের আচরণ নিয়ে নানা আলোচনা হচ্ছে। কেউ ভারতীয় অধিনায়কের এক হাত নিচ্ছেন। কেউ আবার প্রশংসাই করছেন। সেই দলে এবার যোগ দিলেন ম্যাথু হেইডেন। সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার কোহলির আগ্রাসী আচরণের প্রশংসা করে বলেছেন, কোহলি যতটা না ভারতীয় তার চেয়ে বেশি অস্ট্রেলিয়ান।
পার্থ টেস্টে অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন ও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মধ্যে চলেছে কথাই লড়াই। স্টাম্প মাইক্রোফোনে দুজনের কথোপকথনের কিছু অংশ ধরাও পড়ে।
কোহলির মাঠের আচরণ নিয়ে অস্ট্রেলিয়ার সোনালি সময়ের সারথি হেইডেন বলেন, ‘‘আমার কাছে মনে হয় কোহলি অনেক ক্ষেত্রেই যতটা না ভারতীয়, তার চেয়ে বেশি অস্ট্রেলিয়ান। সে এই ঘরনার খেলা (অস্ট্রেলিয়ান মানসিকতা) খেলে থাকে। সে প্রতিদ্বন্দ্বী মনোভাব নিয়ে খেলে থাকে। সে অনেক প্রাণবন্ত, অনেক বেশি পেশাদার এবং খুব আবেগ প্রবণ।’’
‘‘আমি মনে করি অস্ট্রেলিয়ায় সব ধরনের খেলাতে এ ধরনের মনোভাব বিদ্যমান। তারা খুব প্রতিযোগিতামূলক মনোভাব পোষণ করে। তারা হৃদয় দিয়ে খেলাটা উপভোগ করে।’’ এই জায়গাতেই অস্ট্রেলিয়ানদের সঙ্গে কোহলির মিল খুঁজে পান হেইডেন।
২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে দুই দলের তৃতীয় টেস্ট। বক্সিং ডে টেস্টের আগে সিরিজে ১-১ সমতা। হেইডেনের চোখে এই সিরিজে অবশ্য ভারতই এগিয়ে।
হেইডেন বলেন, ‘‘আমি মনে করি ভারত সিরিজ জিতবে। কারণ, তারা ব্যালেন্সড দল। তাদের দুর্দান্ত বোলিং বিভাগ, স্পিন বিভাগের গভীরতা দারুণ। ঘরের চেয়ে এখানে কাজটা কঠিন, তবে এটা সম্পূর্ণ ভিন্ন কিছু প্রমাণিত হবে। কিন্তু ভারত জিতবে, তারা ফেভারিট।’’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ২১:৪০

অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলির মাঠের আচরণ নিয়ে নানা আলোচনা হচ্ছে। কেউ ভারতীয় অধিনায়কের এক হাত নিচ্ছেন। কেউ আবার প্রশংসাই করছেন। সেই দলে এবার যোগ দিলেন ম্যাথু হেইডেন। সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার কোহলির আগ্রাসী আচরণের প্রশংসা করে বলেছেন, কোহলি যতটা না ভারতীয় তার চেয়ে বেশি অস্ট্রেলিয়ান।
পার্থ টেস্টে অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন ও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মধ্যে চলেছে কথাই লড়াই। স্টাম্প মাইক্রোফোনে দুজনের কথোপকথনের কিছু অংশ ধরাও পড়ে।
কোহলির মাঠের আচরণ নিয়ে অস্ট্রেলিয়ার সোনালি সময়ের সারথি হেইডেন বলেন, ‘‘আমার কাছে মনে হয় কোহলি অনেক ক্ষেত্রেই যতটা না ভারতীয়, তার চেয়ে বেশি অস্ট্রেলিয়ান। সে এই ঘরনার খেলা (অস্ট্রেলিয়ান মানসিকতা) খেলে থাকে। সে প্রতিদ্বন্দ্বী মনোভাব নিয়ে খেলে থাকে। সে অনেক প্রাণবন্ত, অনেক বেশি পেশাদার এবং খুব আবেগ প্রবণ।’’
‘‘আমি মনে করি অস্ট্রেলিয়ায় সব ধরনের খেলাতে এ ধরনের মনোভাব বিদ্যমান। তারা খুব প্রতিযোগিতামূলক মনোভাব পোষণ করে। তারা হৃদয় দিয়ে খেলাটা উপভোগ করে।’’ এই জায়গাতেই অস্ট্রেলিয়ানদের সঙ্গে কোহলির মিল খুঁজে পান হেইডেন।
২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে দুই দলের তৃতীয় টেস্ট। বক্সিং ডে টেস্টের আগে সিরিজে ১-১ সমতা। হেইডেনের চোখে এই সিরিজে অবশ্য ভারতই এগিয়ে।
হেইডেন বলেন, ‘‘আমি মনে করি ভারত সিরিজ জিতবে। কারণ, তারা ব্যালেন্সড দল। তাদের দুর্দান্ত বোলিং বিভাগ, স্পিন বিভাগের গভীরতা দারুণ। ঘরের চেয়ে এখানে কাজটা কঠিন, তবে এটা সম্পূর্ণ ভিন্ন কিছু প্রমাণিত হবে। কিন্তু ভারত জিতবে, তারা ফেভারিট।’’